adipurush - আদিপুরুষ মুভি রিভিউ Adipurush Movie Review
| |

আদিপুরুষ মুভি রিভিউ Adipurush Movie Review

Adipurush Teaser Report ( 24 Hours )

_______________
🌟 Views 🌟
• Hindi ⇨ 68.96 M
• Telugu ⇨ 9.21 M
• Total South Version ⇨ 26.56 M
• Total All Version ⇨ 95.52 M 
🌟 Likes 🌟
• Hindi ⇨ 1.09 M
• Telugu ⇨ 330 K
• Total South Version ⇨ 442 K
• Total All Version ⇨ 1.53 M
_________

Adipurush Movie Review
(image credit: T-Series)

_________

হিন্দিতে এড মেরে ফাটাফাটি অবস্থা একেবারে অলটাইম রেকর্ড সাউথে কাপাকাপি অবস্থা…!
আদিপুরুষ এর teaser তো সবাই দেখেছেন ওটার VFX নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম , যেখানে VFX যে কতটা অখাদ্য সেটা ব্যাক্ষা করেছি …
এখন অনেক ভাই/আপুরা বলছেন মুভি না দেখে কোনো কিছু বলা ঠিক না , এটা ওরা প্ল্যান করেই এমন জঘন্য টিজার ছেড়েছে যাতে মানুষ এটা নিয়ে কথা বলে trending টপিক বানিয়ে দেই , আসল টিজার আর VFX এখনো দেখায়নি !
ভাই ? কী বলেন আপনারা , Adipurush ২০২২-২০২৩ এর সবচেয়ে আলোচিত মুভি , প্রভাস এর প্রজেক্ট + Bahubalir vibes থাকবে! 
এমন একটা অলরেডী hot topic কে ট্রেন্ডিং এ তুলতে এমন স্টেপ নেওয়ার কোনো দরকারি নেই মুভি মেকার দের ! 
যদি তারা VFX realistic রাখতো টিজার সব রেকর্ড ভেঙে দিত মানুষ পাগল পাগল হয়ে যেত !
আর অনেকে এটাও বলছেন এটা 3D animated movie এমনি হয় , তাহলে ভাই Gravity, avatar , journey to the center of the worlds , life of pie , teen ninja mutant turtles এগুলো দেখে আসেন এক পলক , এগুলোর মধ্যে বেশির ভাগের বাজেট আদিপুরুষ থেকেও কম 

এখন আসি মুভি মেকার এবং VFX artist er বিষয়ে !
মুভির কেপটেন , অর্থাৎ ডাইরেক্টর অম রাউত সাহেব , তার মুভির মাঝে জাস্ট একটাই দেখা আমার , Tanhaji .. ওটা ব্লকবাস্টার হওয়ার কারণ এক তো কাস্ট এর ভালো performence , তারপর ভালো মিউজিক , স্টোরি ইত্যাদি , VFX ও মোটামুটি , এতে VFX এর এত ব্যাবহার হয়নি কারণ বেশির ভাগ লাইভ কনটেন্ট ছিল ! 
এখন তার এমন বড়ো মাপের গ্রিন স্ক্রিন 3D মুভি বানানোর কোনো পূর্ব দক্ষতা যেই যে এক লাফে একদম রাজামৌলির মত motion picture বানিয়ে ফেলবে ! 
আর VFX artist এ মূল লিডার ছিল VFX wala  ওরফে ( প্রাসাদ গীতা সুতার ) 
তার করা VFX এর অভিজ্ঞতার মধ্যে আছে Tanhaji মুভিটি , আর Jagga jasus … এমন কিছু মুভির অভিজ্ঞতা নিয়ে তাকে এত বড় মাপের মুভির দায়িত্ব দিলে এমন আবুল তাবুল রেজাল্ট তো আসবেই ! 
আমি নিশ্চিত prabhas নিজেও এসব দেখে হতাশ …
এখন যা হয়েছে হয়েছে,  কিন্তু আমার মতে এত বড় প্রজেক্টের ডাইরেক্টর হওয়া  দরকার ছিল SS Rajamouli অথবা sanjay leela vansali  …
শুধুমাত্র তারাই পারতো এই প্রজেক্ট টা নিয়ে বড়ো কিছু করে দেখাতে ..
আর VFX এর দায়িত্ব দেওয়া উচিত ছিল Makuta যারা আগে bahubali franchise , eega , magadhirar মতো বড়ো বড়ো motion picture করেছেন  
অথবা red chillies যারা রিসেন্টলি RRR এর কাজ করেছে , এবং আগে Ra.one , Zero এই প্রজেক্ট গুলো করেছে ❤️
Adipurush 
৫০০ কোটি রুপির মুভি যার মধ্যে শুধু ২৫০ কোটি ব্যাবহার হয়েছে VFX এর পেছনে ওই মুভিতে এমন কার্টুন টাইপ VFX গুলো দেখে নিজেকে বুঝ দিতে পারছিনা 
আর আদিপুরুষ এর সবচাইতে খারাপ ব্যাপারটা হলো prabhas নিজেই , তার লুক টা একদম জঘন্য ! মানে মোটেও মানানসই নয়  
 Bahubali মুভি তে কেমন রাজার ভেসে তাকে দেখানো হয়েছে , আর কোথায় এখানে আঙ্কেল এর মত ! শরীরে six pack abbs , muscle বাড়াতেও VFX er ব্যাবহার হয়েছে ….
আর সাইড রোলের জন্যে কি মানুষ আর পায়নি ? এগুলো কেমন 3rd Class অভিনেতা দের নিয়েছে ?
ভেবেছিলাম bahubali মুভির ফিল টা আবার পাবো , শুধু পেয়েছি ডাবিং এ বাহুবালির ভয়েস …
এত বড় প্রোডাকশন হাউজ থেকে এমন জঘন্য একটা আপডেট মোটেও গ্রহণযোগ্য নয় !
প্রভাস এর ক্যারিয়ার এখন শুধুমাত্র নির্ভর করবে Salaar এর উপর , এই মুভি থেকে কোনো আশা নাই !

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *