➡️ পুরো সিরিজের বাজেট ধরা প্রায় দেড় বিলিয়ন ডলার যার প্রথম সিজনের আটটি এপিসোডের খরচই সাড়ে ছয়শো মিলিয়ন ডলার 🤟
➡️ ইতিহাসের সবচেয়ে বিগ বাজেটের সিরিজ হতে চলেছে rings of power যার বাজেটের ধারে কাছেও নেই আর কোন সিরিজ,, সিরিজের দুনিয়াব্যাপী জয়জয়কার শুরু হয়েছিলো Game of thrones এর হাত ধরে,, rings of power সম্ভবত সেটিকে অন্য এক লেভেলে নিয়ে যাবে,, হয়তো ছাড়িয়ে যাবে Game of thrones কেও,,
🎬🎬 দ্যা লর্ড অফ দ্যা রিংসঃ রিংস অফ পাওয়ার (The Lord Of The Rings: Rings Of Power)
➤এখন পর্যন্ত বর্তমান সময়ের সবচেয়ে ব্যয়বহুল (বিগ বাজেট) এর টিভি সিরিজ হচ্ছে এটি।
____________________________
লর্ড অফ দ্যা রিংস টিভি সিরিজটি নিয়ে যা বলতে চাচ্ছিলাম
➤এটির সিজন ওয়ান রিলিজ হয়েছে,এখন পর্যন্ত এপিসোড আপলোড হয়েছে মোট (৬) টি
➤ভাইরে ভাই কি বলব আমি প্রথম এপিসোড থেকেই কাহিনি খুব সুন্দর করে আগাচ্ছিল,প্রতিটি দৃশ্যই ছিল খুবই দৃষ্টিনন্দন ও অমায়িক👌👌
➤কিন্তু ভাই এই ৬ নম্বার এপিসোডটিতে যা দেখানো হয়ছে একদম অবিশ্বাস্য।পুরো এপিসোডটি ছিল প্রায় ১ ঘন্টা ১০ মিনিটের মত দৈর্ঘ্য।পুরো এপিসোডটি ফাইট সিন দিয়ে করা হয়ছে।
➤আমরা নরমালি যা করি অনেক সময় ফাইট সিনগুলো স্কিপ করে যাই।কিন্তু ভাই এই এপিসোডটি তো পুরোটাই ফাইট সিন দিয়ে করা হয়ছে আপনি কিভাবে স্কিপ করে যাবেন।
# Adipurush Movie Review
➤ফাইট সিন ও এত ইউনিক হতে পারে আর এত টুয়িস্ট আর ক্লাইমেক্সে ভরপুর হতে পারে ব্যক্তিগতভাবে আমি অন্য কোনো মুভি বলেন আর টিভি সিরিজ বলেন আমি দেখিনি 🤔🤔
➤কি বলব একটা ফাইট শেষ হওয়ার ২ মিনিট যেতে না যেতেই আরেটা ফাইট শুরু হয়ে যাই।পুরো এপিসোডটি থ্রিলে ভরপুর।
➤এপিসোডের কালার গ্রেডিং ১০০ তে ১০০
➤সিন অনুযায়ী বি.জি.এম ১০০ তে ১০০
➤এপিসোডের ভিজ্যুয়েল গ্রাফিক্স তো ছিল অসাধারণ👌👌
➤বিশেষ করে ডিরেক্টরের ক্যারেক্টার চয়েজ ছিল খুবই ভালো
➤পর্বটি দেখার সময় আপনার চোখ একটুও স্ক্রিন থেকে এদিক সেদিক হবে না আশা করি।দেখার পর আপনার মনে হবে যে মাত্র দুই মিনিটে পর্ব শেষ হয়ে গেল নাকি।
➤পার্সোনাল রেটিং ৯.৫ আউট অফ ১০
➤🎬 নোটঃ এই সিরিজটি কিন্তু দ্যা লর্ড অফ রিংস এর ৩টি সিংঙ্গেল মুভির সাথে কানেক্টেড।যারা ওইগুলা দেখেন নাই,তারা ওইগুলা আগে দেখে নিয়েন তাহলে ভালো করে বুঝে আসবে।