সোয়াম্প থিংস বাংলা অরিজিন: Swamp Thing Origin in Bangla

Swamp Thing এর প্রথম আবির্ভাব House Of Secrets #92 (1971) হলেও সবাই Swamp Thing #1 (1972) এ হয়েছে বলে মনে করে থাকে। তবে দুটোরই সৃষ্টি একই লেখক এবং আর্টিষ্টের হাত ধরেই হয়েছে।

তবে আজ অরিজিন লিখবো Swamp Thing #1 এ আবির্ভূত New Earth এর Swamp Thing কে নিয়ে।

Dr. Alec Holland had all the answers… he was an intelligent man… but Alec Holland is dead… and in his place stands only a… SWAMP THING!”
Swamp Thing

Luiciana এর এক গোপন জলাভূমিপূর্ণ স্থান এ Alec Holland এবং তার স্ত্রী Linda একটি Bio-Restorative Formula এর উপর কাজ করছিলো যা কোনও জাতির খাদ্য সংকট সমস্যার সমাধান করতে পারে। Nathan Ellery তাদের ল্যাবে গুন্ডা পাঠিয়ে সেখানে বোম লাগায়।

বোমটি ফাটার সাথে সাথেই Alec জেগে উঠে এবং গায়ে আগুন লাগা অবস্থায় জলাভূমির পানিতে ঝাঁপ দেয়। তার দেহ টি তাদের আবিষ্কৃত ফর্মুলায় ভেজা ছিলো যা তার দেহ এবং চিন্তাশক্তি কে জলাভূমির গাছপালার সাথে মিশ্রন ঘটাতে সাহায্য করে। একটি নতুন উদ্ভিদরূপী মানুষ এর সৃষ্টি হয় যা মানবদেহের গঠন আকার নিয়ে সেই জলাভূমি হতে উঠে আসে।

সে সবসময় ভাবতো সেই দূর্ঘটনার কারনেই সে এই দানবে রুপান্তরিত হয়েছে এবং সে সবসময় তার আসল মানব রুপেই ফিরে আসতে চাইতো। তবে তার চিরশত্রু Anton Arcane এবং তার তৈরী Un-Man বাহিনীর কারনে সে তার সেই ইচ্ছা বাদ দিয়ে প্রকৃতিকে সবরকম হুমকি হতে রক্ষায় নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। Arcane কে পরাজিত করার পর একসময় সে General Sunderland এর হাতে ধরা পরে।

যেখানে তার উপর গবেষনা করার জন্য Jason Woodrue কে আনা হয়। সেখানে সে জানতে পারে আসল Alec Holland সেই বিস্ফোরণে মারা গেছে কিন্তু তার ভিতর Alec Holland এর চেতনাশক্তি বিদ্যমান। এদিকে Jason Woodrue আসলে Floronic Man যে Swamp Thing কে তার বশে আনার চেষ্টা করে। Floronic Man প্রানী জগতের সাথে যুদ্ধে যাওয়ার জন্য Swamp Thing কে উদ্বুদ্ধ করতে চায়। তখন Swamp Thing তাকে বোঝায় যে উদ্ভিদ জগত ও প্রানী জগত একে অপরের পরিপূরক এবং প্রানীজগত এর বিরুদ্ধে যুদ্ধ অর্থহীন।

পরবর্তীতে তার চিরশত্রু Anton Arcane এর ভাগ্নি Abby Cable এর সাথে তার বন্ধুত্ব গড়ে উঠে। Abby এর স্বামী Matthew একজন মদ্যপায়ী হওয়ায় তা তাকে আরো Swamp Thing এর দিকে ঠেলে দেয়। এদিকে The Monkey-King , Abby এর অটিস্টিক শিক্ষার্থীদের উপর হামলা করলে তাকে Swamp Thing এসে সাহায্য করে এবং The Mokey-King কে হারিয়ে দেয় Etrigan এর সহায়তায় ।

সেই রাতে Abby কে সাহায্য করতে তার স্বামীও গাড়ি নিয়ে বের হয় কিন্তু নেশাগ্রস্ত থাকায় সে এক্সিডেন্ট করে মারাত্মক আহত হয় এবং বেঁচে থাকার জন্য Anton Arcane এর আত্মার সাথে একটি চুক্তি করে। এর ফলে Arcane এর আত্মা Mathew এর দেহে প্রবেশ করে এবং তাকে নিয়ন্ত্রন করে। কয়েক সপ্তাহ পর Abby বুঝতে পারে যে তার স্বামী possessed

Swamp Thing এবং Arcane মুখোমুখি হয় এবং সে Abby এর দেহ আবিষ্কার করে এবং জানতে পারে Arcane Abby এর Soul কে Hell এ পাঠিয়ে দিয়েছে। ক্রোধে উন্মত্ত হয়ে সে Matthew কে মারতে থাকে যার পরিপ্রেক্ষিতে Arcane এর Soul , Nether World এ চলে যায়। Matthew এর নিয়ন্ত্রন তার নিজ হাতে এসে পড়লেও সে কোমায় চলে যায়। 

Abby এর Soul কে খুজতে সে সব জায়গায় ভ্রমন করে, করতে করতে এক পর্যায়ে সে Hell এ পৌছায় এবং Arcane ও একদল অভিশপ্ত আত্মার সম্মুখীন হয়। এবারো সে Etrigan এর সহায়তায় তাদের হারিয়ে Abby এর Soul কে পুনরুদ্ধার করে। Abby জীবিত হবার পর তারা একে অপরকে তাদের ভালোবাসার কথা স্বীকার করে।

সোয়াম্প থিংস বাংলা অরিজিন - Swamp Things Bangla Origin
DC Swamp Things Bangla Origin সোয়াম্প থিংস বাংলা অরিজিন

সোয়াম্প থিংস Powers & Abilities :

  • Self-Sustenance: Photosynthesis and Composting এর মতন External Energy Source থেকে শক্তি নিয়ে নিজেকে Nourish করতে পারে।
  • Bio-Fission: নিজের কপি তৈরী করতে পারে যা উদ্ভিজ্জ তৈরীকৃত এবং তার নির্দেশ ছাড়া কিছুই করতে পারেনা।
  • Illusion Casting: তার শরীরে একধরনের কমলা রঙের টিউবার উৎপন্ন হয় যা খেলে ভিকটিমরা Illusion এর মুখোমুখি হয়। ভাল এবং সৎ ব্যাক্তিরা তা অনুভব না করলেও খারাপ ও মন্দ লোকেরা ভয়ংকর ও বেদনাদায়ক Illusion এর মুখোমুখি হয়।
  • Astral Projection: সে তার দেহ ছেড়ে তার Conscious Mind কে অন্য স্থানে স্থানান্তর করতে পারে। যেকেনো উদ্ভিদে তা স্থানান্তর হতে পারে এবং সবুজের মধ্যে ভ্রমন ও চলাচল করতে পারে।
  • Possession: অন্যের দেহ তে নিজের সারাংশ স্থানান্তর করে তাকে নিয়ন্ত্রন করতে পারে।
  • Size Alteration: আকার পরিবর্তন করতে পারে।
  • Superhuman Strength
  • Controlling Plants and green/ Chlorokinesis
  • Immortality
  • Regeneration
  • Resurrection
  • Brilliant Chemist and Botanist

Weakness:

  • Pollution: পরিবেশ দূষনে গাছের যেমন ক্ষতি হয়, Swamp Thing ও দূর্বল হয়ে পড়ে।
  • Speech Impediment: যদিও সে অনেক জ্ঞানী, কিন্তু Swamp Thing এ রুপান্তরিত হওয়ার সময় তার মস্তিষ্কে আঘাতের কারনে সে ধীরে কথা বলে। 

Trivia:

  • তার সবচেয়ে বড় দূর্বলতা হলো Pollution (পরিবেশ দূষন)
  • Swamp Thing কে The Weed বলেও অভিহিত করা হয়েছে (!)
  • সর্বপ্রথম Swamp Things aka Alex Olsen কে Alec Holland এর পূর্বসুরি ধরা হয় এমন কি Alex ,Parliament of Trees এর ফাউন্ডিং মেম্বার।
  • এখন পর্যন্ত ৯ জন বিভিন্ন সময়ে Swamp Thing হিসেবে আবির্ভূত হয়েছেন। 
    • Alex Olsen
    • Alec Holland
    • Albert Höllerer
    • Tefé Holland
    • Allan Hallman
    • Aaron Hayley
    • Calbraith A. H. Rodgers
    • Jon Haraldson
    • Levi Kami

About Swamp Thing:

  • Real Name: Alec Holland
  • Eyes: Red
  • Hair: No Hair
  • Skin: Green
  • Creators: Len Wein, Bernie Wrightson
  • First Appearance: Swamp Thing #1 (November, 1972)

DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top