জম্বিল্যান্ড ডাবল ট্যাপ বক্স অফিস কালেকশন রিপোর্ট – zombieland double tap movie review
Zombieland Double Tap Box Office Collection Report
Zombieland Double Tap হল ২০০৯ সালে মুক্তি পাওয়া জম্বিল্যান্ড সিনেমার সিক্যুয়েল । এর প্রথম কিস্তি রিলিজ হওয়ার আগেই দ্বিতীয় সিক্যুয়েল তৈরির কাজ শুরু হয় । কিন্তু প্রোডাকশন জটিলতার কারনে প্রায় ১০ বছর পরে মুক্তি পায় এর সিক্যুয়েল।
জোম্বিল্যান্ড ডাবল ট্যাপ বক্স অফিস কালেকশন রিপোর্ট
Release Date: ১৮ই অক্টোবর ২০১৯ US (Worldwide)
Casting: Woody Harrelson,Jesse Eisenberg,Abigail Breslin,Emma Stone,Rosario Dawson,Zoey Deutch এবং Luke Wilson
মুভি সিরিজ: Zombieland
Ratings: N/A
জুলাই ২০১৮ তে সিনেমার কাস্টিং এর মেম্বারদের সাথে সিনেমার চুক্তি সম্পন্ন হয় । এর পরে এর শ্যুটিং শুরু হয়।
বর্তমানে সিনেমাটি হলে চলছে এছাড়াও অনেকেই সিনেমাটি দেখেনি (আমিও দেখিনি) । তাই সবার সুবিধার জন্য স্পইলার দিতে চাই না। শুধুমাত্র বক্স অফিস কালেকশন রিপোর্ট দিলাম । আর ছোট্ট খাট্টো রিভিউ এর সাথে কিছু তথ্য ।
Box Office Collection Report
২০ ই অক্টোবর পর্যন্ত (নিয়মিত আপডেট করা হবে)
# ডমেস্টিক :- ২৬.৭ মিলিয়ন ডলার (২২০ কোটি টাকা)
★ ওভারসীস :- ৫.৩ মিলিয়ন ডলার (৪২ কোটি টাকা)
★ টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রোস:- ৩২ মিলিয়ন ডলার (২৭০ কোটি টাকা)
★ মুভি বাজেট:- ৪২ মিলিয়ন ডলার (৩৫৫ কোটি টাকা)
★ বিজ্ঞাপন এবং মার্কেটিং বাজেট:- ৬০ মিলিয়ন ডলার
★ অন্তত ৩০০ মিলিয়ন ডলার আয় করতে হবে সিনেমাটি বক্স অফিস হিট হতে
★ আপাতত সিনেমাটি ডমেস্টিক বক্স অফিস কালেকশন স্টাবল
বক্স অফিস পারফরমেন্স
∆ মুক্তির ১ম দিন আয় করে ১০ মিলিয়ন ২য় দিন আয় ৭% ড্রপ করে আয় করে ৯ মিলিয়ন এবং ৩য় দিন ৩৩% ড্রপ খেয়ে আয় করে ৭ মিলিয়ন। ১ম উইকেন্ড শেষে আয় ২৬ মিলিয়ন ডলার, এর মাধ্যমে বেশ ভালো শুরু করেছে মুভিটি।
∆ অন্যদিকে ওভারসীসে মাত্র ১৭ টি দেশে মুক্তি পাওয়ায় সেখান থেকে আয় হয়েছে মাত্র ৫ মিলিয়ন ডলার ।
∆ মাসের শুরুতেই মুক্তি পাওয়া ডিসির জোকার সিনেমা এবং জম্বিল্যান্ড এর সাথে একই সময়ে মুক্তি পাওয়া ম্যালিফেসেন্ট: মিসট্রেস অফ এভিল এর কারনে জম্বিল্যান্ড এর বক্স অফিস কালেকশন এ ভাটা পড়ে যায়। এর পরেও অনেকেই আশা করছে যে Zombieland: Double Tap সিনেমাটি বক্স অফিসে হিট হবে ।
একনজরে ওভারসীস কালেকশন:-
যুক্তরাজ্যঃ১.৭ মিলিয়ন
অস্ট্রেলিয়াঃ১.৫ মিলিয়ন
[সব দেশের কালেকশন এখনো পাওয়া যায় নি]
[ আপাতত মুভিটি ব্যাবসা করছে! ]
ট্রেইলার ব্রেকডাওন
Zombieland: Double Tap সিনেমাটি সংক্ষেপে বর্ণনা
♥ মুভিটি ১৮ অক্টোবর ডোমেস্টিকে ৩৪৬৮ টি হলে মুক্তি পায়
♥ মুভিটির রানটাইম ১ ঘন্টা ৩৩ মিনিট
♥ অ্যাডভেঞ্চার কমেডি জনরার মুভিটি প্রায় সব জায়গা থেকে পজেটিভ রিভিউ পেয়েছে
♥ মুভিটির আইএমডিবি রেটিং ৭.৩/১০ এবং রটেন টমেটোস ৬৬% ফ্রেশ।
DC Joker Movie Box Office Collection Report – ডিসি জোকার সিনেমার বক্স অফিস কালেকশন রিপোর্ট
DC Titans Season 2 Episode 7 Review – ডিসি টাইটান্স সিজন ২ এপিসোড ৭ রিভিউ
Maleficent: Mistress of Evil Box Office Collection Report – ম্যালিফেসেন্ট: মিসট্রেস অফ এভিল এর বক্স অফিস কালেকশন রিপোর্ট
DC Titans Season 2 Trailer Breakdown Review – ডিসি টাইটান্স সিজন ২ ট্রেইলার ব্রেকডাওন রিভিউ