ওয়ার মুভি রিভিউ – war movie review

প্রায় দুইবছর পরে হৃতিক রোশান আবার নতুন দুই দুইটি সিনেমা নিয়ে আসছে। প্রথমটি হল সুপার ৩০ বা Super 30 ।

যা এতোমধ্যে রিলিজ হয়েছে এবং সুপারহিটের তকমা পেয়ে গেছে। এবার এ বছরের নিজের দ্বিতীয় সিনেমা নিয়ে আসছে হৃতিক রোশান যা মুক্তি পাবে ২ অক্টোবর ২০১৯ এ রিলিজ পাবে।
 নাম: ওয়ার বা War

War মুভির ট্রেইলার ব্রেকডাওন রিভিউ সাথে ওয়ার সিনেমার বক্স অফিস কালেকশন রিপোর্ট

এতে অভিনয় করেছে হৃতিক রোশান, টাইগার শ্রফ এবং ভানী কাপুর সহ অনেকেই। এটিই ইয়াশ রাজ ফিল্মস স্টুডিও এর প্রথম সিনেমা যেটি একসাথে তিনটি ভাষায় মুক্তি পাবে। একসাথে তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় পুরো ভারতবর্ষে রিলিজ পাবে।

 

যেহেতু রিলিজ হতে মাত্র এক মাসের ও কম সময় বাকি রয়েছে। সে কারনে ইতোমধ্যে দুটি ট্রেলার রিলিজ পেয়েছে গেছে। চলুন “War Movie” এর বিস্তারিত যেনে নেওয়া যাক। সেইসাথে “ওয়ার মুভির” ট্রেইলার এর রিভিউ এবং ব্রেকডাওন পড়ে নেওয়া যাক।

 

সিনেমার নাম: ওয়ার বা War

রিলিজ ডেট: ২ অক্টোবর ২০১৯

ভাষা: তামিল, তেলেগু এবং হিন্দি

বাজেট:

অভিনয়ে: হৃতিক রোশান, টাইগার শ্রুফ, ভানী কাপুর

প্রোডাকশন: ইয়াশ রাজ ফিল্মস স্টুডিও ওরফে yrf

ডিরেক্টর: সিদ্ধার্থ আনান্দ

প্রডিউসার: আদিত্যয়া চোপড়া

রেটিংস: not rated yet

War – Movie Trailer Review – ওয়ার ২০১৯ সিনেমা ট্রেইলার রিভিউ

War – Teaser Trailer রিভিউ

পুরো টিজারে Hrithik Roshan আর Tiger Shroff কে একে অপরের পিছনে লেগে থাকা আর মারামারি করতে দেখা যায়। মাঝখানে কয়েক মুহুর্তের জন্য Vaani Kapoor কে দেখা যায়। ফাইট সিন গুলি আর একে অপরের পিছনে তাড়া করা সিনগুলি হলিউডের কয়েকটি সিনেমার সাথে মিলে যায়।

বাঘী ৩ মুভি ট্রেইলার |

“ফাস্ট এন্ড ফিউরিয়াস” মুভি ফ্রাঞ্চাইজ এর সিনেমা “ফেট অফ দা ফিউরিয়াস” এর মুভির কিছু দৃশ্য এর সাথে সাদৃশ্য রয়েছে।  অন্য দিকে “মিশন ইম্পসিবল”  মুভি ফ্রাঞ্চাইজ এর সিনেমা  “ফলআউট” এর “টম ক্রুজ”  এর বাইক চেজিং সেম মিলে যায়।  যার ফলে সিনেমা বোদ্ধাদের কাছে ওয়ার সিনেমাটি নকল এর তকমা পায়। তবে নকলের তকমা পেলেও শেষের ১৫ সেকেন্ডের সকলের মুখ বন্ধ করে দেয় দুই সুপারস্টার এর অ্যাকশন দৃশ্যের কারনে।   War – Teaser Trailer Summary

∆ হিন্দি টিজারে ভিউস ছিল ৪৬.১৫+ মিলিয়ন বার

∆ হিন্দি টিজার ১৪ জুলাই ২০১৯ এ প্রকাশিত হয়

∆ হিন্দি টিজার এর লাইক সংখ্যা ছিল ৯.৯ লাখবার

∆ হিন্দি টিজার এর ডিসলাইক সংখ্যা ছিল ৪০ হাজার।

∆ তামিল টিজারে ভিওস ছিল মাত্র ৯.১৯ লাখ বার।

∆ তামিল টিজার ১৪ জুলাই ২০১৯ এ প্রকাশিত হয়

∆ তামিল টিজার এর লাইক সংখ্যা ছিল ৩৫ হাজার বার ।

∆ তামিল টিজার এর ডিসলাইক সংখ্যা ছিল মাত্র ৫০০ বার।

∆ তেলেগু টিজারে ভিওস ছিল ২.১ মিলিয়ন বার।

∆ তেলেগু টিজার ১৪ জুলাই ২০১৯ এ প্রকাশিত হয়

∆ তেলেগু টিজার এর লাইক সংখ্যা ছিল ৬২ হাজার বার ।

∆ তেলেগু টিজার এর ডিসলাইক সংখ্যা ছিল মাত্র ১৬০০ বার।

হিন্দি টিজার লিংক

তামিল টিজার লিংক

তেলেগু টিজার লিংক

War – Trailer রিভিউ

প্রথম দৃশ্যে দেখা যায় হৃতিক রোশান একটি প্লেন থেকে লাফ দিচ্ছে অন্য একটি সেনাবাহিনীর প্লেনে ঝাপ দিয়ে ভিতরে ঢুকার চেস্টা করছে। পরের সিনে দেখা যায় প্লেনে অবস্থিত কিছু সেনা সদস্যদের গুলি করে মারছে। তাদেরকে কেন মারছে সে বিষয়ে কিছু বলা হয়নি। এর পরে ভারতের কোন এক মন্ত্রনালয়ে এক কর্নেল এক উচ্চপদস্থ মহিলা কর্মকর্তার সাথে আলোচনা করছে।

যেখানে কবির মানে হৃতিক রোশান সেনাবাহিনীদের কে মেরে তাদের বিরুদ্ধ্যে বা দেশের বিরুদ্ধ্যে চলে গেছে। তাকে আটকানো বা মেরে ফেলার জন্য খালিদ ওরফে টাইগার শ্রফ কে দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য খালিদ কবিরের ছাত্র ছিল এমনটা জানা গেছে। তবে কবির কেন দেশদ্রোহী হল তা বলা হয়নি। ট্রেইলারে অ্যাকশন দৃশ্য গুলি সকলের নজর কেড়েছে। বাকিটুকু আপনারা ট্রেইলার দেখেই নিন।

War – Trailer Summary

∆ হিন্দি ট্রেইলার ভিউস ছিল ৫৩.৮+ মিলিয়ন বার

∆ হিন্দি ট্রেইলার ২৬ আগস্ট ২০১৯ এ প্রকাশিত হয়

∆ হিন্দি ট্রেইলার এর লাইক সংখ্যা ছিল ১.৩ মিলিয়ন বার

∆ হিন্দি ট্রেইলার এর ডিসলাইক সংখ্যা ছিল ৪৫ হাজার।

∆ তামিল ট্রেইলার ভিওস ছিল ৪.১+ মিলিয়ন এর ও বেশি।

∆ তামিল ট্রেইলার ২৬ আগস্ট ২০১৯ এ প্রকাশিত হয়

∆ তামিল ট্রেইলার এর লাইক সংখ্যা ছিল ৯২ হাজার বার ।

∆ তামিল ট্রেইলার এর ডিসলাইক সংখ্যা ছিল মাত্র ১৩০০ বার।

∆ তেলেগু ট্রেইলার ভিওস ছিল ৪.৭+ মিলিয়ন বার।

∆ তেলেগু ট্রেইলার ২৬ আগস্ট ২০১৯ এ প্রকাশিত হয়

∆ তেলেগু ট্রেইলার এর লাইক সংখ্যা ছিল ৮০+ হাজার বার ।

∆ তেলেগু ট্রেইলার এর ডিসলাইক সংখ্যা ছিল মাত্র ২৬০০+ বার।

 

@ ফ্ল্যাশ সিজন ৬ এপিসোড ২ রিভিউ

হিন্দি ট্রেইলার লিংক

দ্যা ফ্ল্যাশ সিজন ৬ এপিসোড ২ রিভিউ

Leave a Comment

Total Views: 511

Scroll to Top