1st April মুভি রিলিজ করবে বলে সনি এভাবে চুতিয়া কাটবে ভাবিনি মানে কী নেক্সট লেভেলের ডগশিট বানাইছে সনি।একেবারে তষ্য জঘন্য।লাস্ট টাইম এইরকম আটার ট্র্যাশ মুভি হইছিলো Blade Trinity Ghost Rider 2 Jonah Hex
অনেক বছর পর সেই লেভেলের একটা মুভি ডেলিভার করতে পারছে সনি👏👏সনি হচ্ছে এমন একটা কোম্পানি যারা শুধু অন্য কোম্পানির আইপি প্রপার্টি মিল্কিং করে টাকা কামানোর ধান্দায় থাকে।দুনিয়ায় একমাত্র পোষ্ট ক্রেডিট এর জন্য মুভি একমাত্র সনি ই বানাচ্ছে যা দেখতে পাচ্ছি।
![]() |
(Image credit: Sony Pictures) |
Venom 2 দেখার পর মনে হয়েছিলো এর থেকে বাজে মুভি Justice League এরপর তৈরি হয় নাই কিন্ত বিলিভ মি Morbius ২০১৭ সালের গ্যাস্ট্রিক লিগ আর ভেনম ২ এর ও বাপ।
ট্রেইলার দেখে মনে হয়েছিলো মুভিটা এটলিস্ট ভেনম এর থেকে বেটার হবে।মুভিটা হয়তো আসলেই ভালো হয়েছিল কিন্ত সনি as usual 🙂
Jared Leto এর জন্য মায়া হয়।মুভিতে তিনি যথেষ্ট চেষ্টা করেছেন স্টেলার একটা পারফরম্যান্স দেয়ার কিন্ত ডিরেকশন এডিটিং আর প্রেজেন্টেশন ফালতু হলে তার আর কিছু করার থাকে না।খামোখা একটা Razzie নমিনেশন ঢুকবে তার ঝুলিতে।
মুভিতে আসলে ভালো বলতে আছে টা কী?কিছুই নেই যাস্ট মরবিয়াসের ফ্লাই করার সিনে একটা ইফেক্ট ঐটাই ভালো যাস্ট আর বাকীসব আটার শিট।
আর ভিলেইন ও ভাই🤣🤣কী টাট্টি ভিলেইন বানাইছে লল।
^Read Also: মুন নাইট অরিজিন – Moon Knight Series Review in Bangla
স্টোরি ফালতু
লেটো বাদে স্টারকাস্টের এক্টিং ফালতু
একশন সিনের এডিটিং ফালতু
CGI VFX তো একদম শিট লেভেলের
ডিরেকশন ফালতু
ব্যাকগ্রাউন্ড মিউজিক মুভিতে আসলেই ছিলো কী না মনে নাই
ক্যারেক্টর ডেভেলপমেন্ট আর এই মুভি উলটা পথে হাটে
অভারঅল মুভি এডিটিং এত চপি যে মনে হয় যেন র্যান্ডম কয়েকটা সিন মোবাইলে এডিট করে কম্পাইলেশন করে দিছে
ভালো কোন ডায়লগ বা সংলাপ নেই
এত ছোট রানটাইমের মুভি তাও পেসিং ফালতু
সিনেমাটোগ্রাফি তো আরো ফালতু।Zack Snyder এর ডার্ক টোন রেপ্লিকেট করতে গিয়ে ১০৮ দিছে পুরা।
মুভিটা নিজেকে যা হিসেবে প্রমোট করেছিলো অথবা যা এর usp হওয়ার কথা ছিলো সেসব কিছুও নেই।
এই মুভি দেখার দরকার নাই স্কিপ করেন।হলে দেখে টাকা আর টাইমের জন্য রিগ্রেট করা লাগবে।
আর ৪৪ সেকেন্ডের পোষ্ট ক্রেডিটের জন্য পুরা মুভি দেখার কোন মানে হয় না।তবে পোষ্ট ক্রেডিট এর কথা বললে সেখানে যে সারপ্রাইজ রয়েছে সেই ক্যারেক্টর টার লুক এবং ডিজাইন ভালো তবে সিনটা একদম illogical কোন সেন্স নাই।