/ /

Darkseid Bangla Origin

Darkseid এর অরিজিন 

💥 DARKSEID 💥 #mrcomicfreak Mcu তে যদি মোস্ট পাওয়ারফুল সুপারভিলেন Thanos থাকে তাহলে Dc তে মোস্ট পাওয়ারফুল সুপারভিলেন হচ্ছে Darkseid। এই Darkseid এর পাওয়ার Beyond Level এর, কারন Darkseid নিজেও একটা God তবে সেটা জন্মগত ভাবে নয় বরং নিজের বুদ্ধিমত্তা দিয়েই god হয়েছে। সেটা কিভাবে তা আমি আজ আলোচনা করবো। ORIGIN OF DARKSEID 👇🏻 Darkseid এর অরিজিন ২টা দেখানো হয়েছে, প্রথমট এসেছিলো ১৯৯৭ সালে আসা Fourth World কমিক ইভেন্টে, কিন্তু আমি এটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো না শুধু একটা ছোট্ট ধারনা দিয়ে দেই। যখন RAGNAROK নামের একটি ইভেন্টে All gods এর প্লানেট ধ্বংস হয়ে যায় তখন এই ধ্বংস লীলার অংশ পুরো স্পেসে ছড়িয়ে পড়ে এবং এই ধ্বংস লীলার অংশ যেখানে সেখানে স্পর্শ করেছে সেখানে নতুন নতুন god এর উৎপত্তি হয়েছে তার মধ্যে Ares,Zeus,Atenna ও অন্যান্য অন্যতম। আর এর মাধ্যমেই নতুন ২টা প্লানেটের সৃষ্টি হয়, একটির নাম NEW GENESIS আরেক্টির নাম APOKOLIPS। এই দুই প্লানেটের মধ্যে Izaya new genesis এ রাজত্ব করতো অন্যদিকে Drax যে কিনা Apokolips এ রাজত্ব করতে ভবিষ্যতে। এই Drax আর Izaya চাইতো দুই প্লানেটের মধ্যে শান্তি বজায় রাখতে, কিন্তু এতে Drax এর ছোট ভাই Uxas রাজি ছিলো না। সে চাইতো নিজে রাজা হয়ে Apokolips এর উপর রাজত্ব করতে। আর এই লোভের কারনেই Uxas তার নিজেরই বড় ভাই Drax কে ধোকা দিয়ে মেরে ফেলে এবং নিজে Apokolips এর রাজা হয়ে যায়, আর রাজা হওয়ার সে নিজের নামকরণ করে Darkseid হিসেবে।

Darkseid এর অরিজিন
download new English , Hindi 720P HEVC mega drive link, moviehaxo download latest hindi english movie, latest hindi english tv show, web series 720p, netflix movie, tvhex.com , from Dropbox and Google drive or mega link, Hbo Max series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hbo Max movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hbo Max animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hbo Max Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , Netflix series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Netflix movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Netflix animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , Netflix Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hulu series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hulu movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hulu animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hulu Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , new English Canadian series Download Link Google Drive Mega Dropbox Fast Link , new English Canadian movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , new English Canadian animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , new English Canadian Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , Disney Plus Hotstar series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Disney Plus Hotstar movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Disney Plus Hotstar animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , Disney Plus Hotstar Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , Marvel series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Marvel movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Dc series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Dc movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , prime video series Download Link Google Drive Mega Dropbox Fast Link , prime video movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , prime video animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , tvhex, 720P hevc file mkv, Super fast Free movie download link, moviehax, 720P HEVC mega drive link, mtslbd, pahe.in, mlwb

এবার আসি Darkseid এর 2011 সালে আসা Justice League Darkseid কমিকের স্টোরিতে। এই গল্পে Darkseid এর আসল নাম Uxas ছিলো। তার পরিবারে শুধু তার এক বোন এবং তার বোনার জামাই ছিলো। Uxas এর পরিবার এখানে কৃষকের কাজ করতো। Uxas রা যে প্লানেটে থাকতো এই প্লানেটের সকল মানুষ God এর কাছে প্রার্থনা করতো, কিন্তু এই প্লানেটের god রা এসব মানুষের কোন গুরুত্বই দিতো না, তারা তাদের আনন্দ নিয়ে ব্যস্ত থাকতো এমনকি নিজেদের বিনোদনের জন্য প্লানেটে থাকা মানুষদেরই মারতে থাকতো। আর এই কারনেই Uxas এই god দের অনেক ঘৃনা করতো, সে চাইতো এরা যেন ধ্বংস হয়ে যায়। একদিন Uxas তার পরিবারের কাছ থেকে লুকিয়ে god দের পাহাড়ের চুড়ায় উঠে যায়, যেন সে ওদের সাথে কথা বলে এসব ধ্বংস লীলা বন্ধ করতে পারে। কিন্তু সে তাদের প্যালেসে গিয়ে দেখে সকল god এতো ধ্বংস লীলা করার পরও সাধারণ মানুষদের জন্য একটু সহানুভূতিও নেই বরং তারা নাক ডেকে ডেকে আরামসে ঘুমাচ্ছে। এটা দেখার পর Uxas এর আরো মাথা খারাপ হয়ে যায় এবং সে প্রতিশোধ নিবে বলে সিদ্ধান্ত নেয়। তারপর সে ঘুমন্ত অবস্থায় সকল god দের কানে একে অপরের বিপক্ষে হিংসা ডুকিয়ে দিয়ে চলে আসে। এরপর এই হিংসার জন্য ওইখানে থাকা সকল god রা একে অপরের সাথে লড়াই করতে শুরু করে, আর লড়াই করতে সকল god আধমরা হয়ে পরে যেতে শুরু করে। একটি god Uxas এর সামনে পরে এবং uxas এর কাছে সাহায্য চাইতে থাকে। কিন্তু Uxas তাকে সাহায্য না করে উলটা মেরে ফেলে, আর মেরে ফেলার পর সেই god এর সকল পাওয়ার uxas এর শরীরে প্রবেশ করে যায়, আর এই পাওয়ার দিয়ে সে অন্যান্য god দেরও মেরে ফেলে আর সকল god এর পাওয়ার তার শরীরে প্রবেশ করে যায়। অনেক god এর পাওয়ার uxas এর শরীরে প্রবেশ করায় Uxas শরীরের চামড়া পাথরে রুপান্তর হয়ে যায় এবং সে নিজে একটি god এ রুপান্তর হয়ে যায়। এদিকে uxas সকল god দের মেরে মেরে শক্তি নিতে থাকে অন্যদিকে তার বোন এই ধ্বংস লীলার কবলে পরে মারা যায়। আর তাই তার বোনের জামাই তাকে নিকে শেষ বেচে থাকা একটি god এর কাছে যায় এবং তার স্ত্রীকে বাচিয়ে দিতে বলে, তখন অই god বলে তার সময় শেষ হয়ে গিয়েছে আর তাই সে যাওয়ার আগে তার সকল শক্তি uxas এর বোনের জামাই কে দিয়ে যাবে। এরপর সেই god তার সকল পাওয়ার uxas এর বোনের জামাই মানে Izaya কে দিয়ে মারা যায়। Izaya এই পাওয়ার পেয়ে হয়ে যায় highfather। এরপর highfather আর uxas মানে যার নাম এখন Darkseid সে মুখোমুখি হয়, highfather darkseid কে বলে তারা এখন god হয়ে গেছে আর তাই তারা ২জন মিলে এখন ধ্বংস হয়ে যাওয়া প্লানেটকে ঠিক করতে পারবে, কিন্তু ঘৃনার কারনে Darkseid পুরো প্লানেটটাকেই আরো বেশি করে ধ্বংস করে দেয় এবং একেবারে নিঃশেষ করে দেয় আর এই ধ্বংস হওয়া প্লানেটের নাম সে দেয় Apokolips। এরপর থেকেই Darkseid এই Apokolips প্লানেটের মধ্যে রাজত্ব করতে থাকে। এরপর সে teleportation মাধ্যমে বিভিন্ন প্লানেটে গিয়ে নিজের ধ্বংস লীলা চালাতে থাকে আর রাজত্ব করতে থাকে, এরপর সে যখন earth এ আসে তখন তার সাথে মুখোমুখি হয় Justice League এর। Darkseid Justice League কে পাত্তা না দিলেও সে Superman কে অনেক হিংসা করতে থাকে কারন সে চাইতো তার চেয়ে বেশি কোন Superpowerful being থাকুক। আর এই কারনেই Darkseid এর সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে Superman কেই ধরা হয়ে থাকে। এই কমিকে Highfather আর Darkseid এর মধ্যকার লড়াই বন্ধ করার জন্য তাদের নিজ নিজ সন্তানের অদলবদল ও দেখানো হয়েছিলো যা আমি আলোচনা করিনি। POWER & ABILITIES 👇🏻 Darkseid একজন New God। কমিকে ২ রকমের god দের দেখানো হয়েছে। Old Gods আর New Gods। Darkseid হচ্ছে New Gods যাদের পাওয়ার লেভেল অনেক হাই। New Gods রা immortal আর তাই ডারক্সেইদ এর ও Immortality আছে। Superhuman Strengh, durability, Speed, Agility, Reflexes সবধরনের পাওয়ারই Darkseid এর আছে। Darkseid matter এবং Energy manipulation করতে পারে। Teleportation করে এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে যেতে পারে, Telepathy পাওয়ার use করে যেকোন কাউকেই কন্ট্রোল করতে পারে এবং নিজের কাছে ব্যবহার করতে পারে। তাছাড়া Darkseid superman এর মতো উড়তেও পারে, ঝড়ের গতিতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। Darkseid এর শরীরে শুধুমাত্র একটি god নয় বরং অনেক god এর শক্তি বিদ্যমান থাকায় তাকে হারানো রীতিমতো অসম্ভব। এটাই ছিলো Darkseid এর অরিজিন আর পাওয়ার। পরের পোস্ট কাকে নিয়ে করবো জানিয়ে দিয়েন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *