ব্যাডল্যান্ড হান্টার্স মুভি রিভিউ – Badland Hunters Movie Review

ব্যাডল্যান্ড হান্টার্স মুভি রিভিউ

Badland Hunters Movie Review

হেটার্সদের মুখ সবসময় নিজের সাফল্য দিয়ে বন্ধ করা উচিত

২০২২ সালে যখন ঘোষণা এসেছিল যে ট্রেন টু বুসান এর জনপ্রিয় অভিনেতা Don Lee আগামীতে একটি অ্যাকশন ফিল্ম নেটফ্লিক্সে সরাসরি রিলিজ দেবে।

তখন কোরিয়ান ট্রেডের লোকেদের অনেকেই ডন লিকে নিয়ে সমালোচনা করেছিলেন।

এমনকি একটা আর্টিকেলও বেরিয়েছিলো যে নেটফ্লিক্স এর মত একটা গ্লোবাল OTT প্লাটফর্ম সেখানে ডন লির ফিল্ম ভালো চলবে না।

ব্যাডল্যান্ড হান্টার্স মুভি রিভিউ - Badland Hunters Movie Review
image credit: Netflix

গত বছরও যখন নেটফ্লিক্স Badland Hunters ফিল্মটির রিলিজের ব্যাপারে আগাম তথ্য দিলো।

তখন সাফল্যের ঈর্ষাতে থাকা হেটাররা বলেছিল Crime City/Roundup সিরিজের জোরে চলছেন নেটফ্লিক্সে এলে এক্সপোজ হয়ে যাবে।

এগুলোর ফল কি হলো জানেন? ২৬ই জানুয়ারী Badland Hunters ফিল্মটা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই গ্লোবাল চার্টে ট্রেন্ডিং এ চলে এলো। ওপেনিং উইকেন্ডে মাত্র ৩ দিনে 15 Million ভিউয়ারশিপ তুলে ফেলেছে।

তারপর বলাই চলে হ্যাটট্রিক ভাবে ৩টি সপ্তাহ নাম্বার ১ পজিশনে ছিল। শুধু এতেই থামেনি ২০২৪ সালের এশিয়ার প্রথম ফিল্ম হিসেবে 50 Million ভিউয়ারশিপ ক্রস করতে চলেছে এই ব্যাডল্যান্ড হান্টার্স সিনেমা টি।

কারণ ২৪ দিনের মাথায় প্রায় 42 Million ভিউয়ারশিপ তুলে ফেলছে।

এখনো পর্যন্ত কোনো এশিয়ান ফিল্ম বিশ্বের টপ ১০টি সর্বোচ্চ ভিউয়ারশিপ তোলা Non-English ফিল্মের তালিকায় পৌঁছাতে পারেনি৷

কারণ স্প্যানিশ, ফ্রেঞ্চ এবং ইতালিয়ান সিনেমা সেই জায়গা গুলো ডমিনেট করে।

ডন লি কি পারবেন কোরিয়ান সিনেমাকে সেই গৌরবে পৌঁছাতে? আমার মনে হয় পারবে। যদিও এটিকে মাল্টিস্টারার প্রজেক্ট হিসেবেই প্রেসেন্ট করা হচ্ছে ।

তবে ফিল্মের মধ্যে সুপারস্টার তো একজনই রয়েছেন সেটি হলেন ডন লি নিজেই।

যেই সমালোচকরা Badland Hunters ফিল্মের ঘোষণার সময়ে হেসেছিলো আজকে তারাও মানতে বাধ্য হচ্ছে যে ফিল্মটা কোরিয়ান সিনেমাকে নেটফ্লিক্সের গ্লোবাল প্লাটফর্মে একটা নতুন স্থান দিয়েছে।

ডন লির সাথে সাথে এশিয়ারও একটি গর্বের ব্যাপার বটে।

Leave a Comment

Total Views: 1512

Scroll to Top