এসএসসি পরীক্ষা রুটিন ২০২২ প্রকাশ – এখনই ডাউনলোড করুন

ssc exam routine 1 - এসএসসি পরীক্ষা রুটিন ২০২২ প্রকাশ – এখনই ডাউনলোড করুন

শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি পরীক্ষার রুটিন বলা হয়েছে পরীক্ষা শুরু হবে আগামী 19 জুন এবং শেষ হবে 6 জুলাই ।

এক্ষেত্রে নতুন নিয়মে চলতি বছর এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে ।

যেখানে শিক্ষার্থীদের কে বলা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন পত্র তৈরি করা হচ্ছে ।

যে সকল শিক্ষার্থী এখনো সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করে তাদের সুবিধার্থে সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড লিংক নিচে তুলে ধরা হলোঃ

যেখানে পরীক্ষার সময় 3 ঘণ্টা পরিবর্তে দেয়া হয়েছে দুই ঘণ্টার মধ্যে শিক্ষার্থীরা প্রথমে সময় পাবে 20 মিনিট নৈবিত্তিক প্রশ্ন লেখার জন্য পরবর্তীতে এক ঘন্টা 40 মিনিট সময় হবে ।

সৃজনশীল প্রশ্ন লেখার জন্য সৃজনশীল এবং নৈবিত্তিক এর মধ্যে কোন ধরনের বিরতি থাকবে না ।

এছাড়া পরীক্ষা হলে আধাঘন্টা আগে পৌঁছাতে হবে অর্থাৎ পরীক্ষা শুরু হবে সকাল 10 ঘটিকা এবং শিক্ষার্থীদের সাড়ে নয় টায় পরীক্ষা হলে পৌঁছাতে হবে ।

শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার সময়সূচিতে বলেছে যে পরীক্ষা শুরু হবে সকাল 10 ঘটিকায় এবং পরীক্ষা শেষ হবে দুপুর 12 ঘটিকায় এক্ষেত্রে বিকালে কোন ধরনের পরীক্ষা নেই।

এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে রুটিন নিচে তুলে ধরা হলো

এসএসসি পরীক্ষা রুটিন ২০২২ প্রকাশ
(image source: Bangladesh Education Board)

নতুন নিয়মে এসএসসি পরীক্ষা হবে যেখানে মানবন্টন এ 100 নম্বরের পরিবর্তে পরীক্ষা নেয়া হবে ব্যবহারিক সকল বিষয়ে 45 নম্বরে ।

যার মধ্যে শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্নের জন্য 30 নম্বর পাবে এবং নৈবিত্তিক প্রশ্নের জন্য 15 নম্বর পাবে।

অন্যদিকে যে সকল বিষয়ের ব্যবহারিক নিয়ে সেখানে 100 নম্বরের পরিবর্তে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে ৫৫ নম্বরে ।

যার মধ্যে সৃজনশীল থাকবে ৪০ নম্বর এবং নৈতিক থাকবে 15 নম্বর ।

শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 50 নম্বর।

Leave a Comment

Total Views: 357

Scroll to Top