ফাস্ট এক্স (ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 10 নামেও পরিচিত) এটি লুইস দ্বারা পরিচালিত আসন্ন আমেরিকান অ্যাকশন সিনেমা ।
Table of Contents
যেটি জাস্টিন লিন এবং ড্যান মাজেউ লিখেছেন।
এটি F9 (2021) এর সিক্যুয়েল, এটি ফাস্ট এন্ড ফিউরিয়াস এর প্রধান কিস্তির দশম সিনেমা হিসেবে কাজ করছে এবং অন্যদিকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজিতে এগারোতম চলচ্চিত্র আছে।
বাকি একটা হলো হব্বস অ্যান্ড শ সিনেমা। যেটি ২০১৯ এ মুক্তি পেয়েছিল।
Fast X 2023 Movie Review in Bangla
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 10 মুভি ট্রেলার রিভিউ
The real “Family Man” is back…
Fast X এর ট্রেইলার দেখার সময় আমার অবস্থা:
“এই বুঝি গাড়ি নিয়ে মহাকাশে দৌড় দিল”… কিন্তু এই ধরনের কিছুই হয়নি আবার যা দেখিয়েছে তাও কিন্তু কম না। Fast ফ্র্যাঞ্চাইজির মুভি থেকে আপনি যে বিষয়গুলো এক্সপেক্ট করবেন তার সবই পাবেন।
এখানে ব্রায়ান ক্যারেক্টর এর ও কিছু দৃশ্য দেখানো হয়েছে ।
ফ্যামিলি, ওভার দ্যা টপ অ্যাকশন সিকোয়েন্স এমনকি গাড়ি দিয়ে দুইটি হেলিকপ্টার ক্র্যাশ করানো। আমার মতে Vin Diesel অনেকটা হলিউডের “সালমান খান”। কারণ এদের অ্যাকশন সিকোয়েন্সগুলো যতই লজিকলেস হোকনা কেন দর্শকদের পুরাই মজা দিয়ে ছাড়ে।
ট্রেইলারে যে বিষয়টি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো মুভির Antagonist অর্থাৎ Jason Momoa. মুভির ভিলেন যে পাওয়ারফুল হবে তার আন্দাজা ট্রেইলার দেখেই লাগানো যায়।
আর তাছাড়া মুভিতে পুরো অর্ধেক হলিউডের A লিষ্ট অ্যাক্টরদের দিয়ে কাস্ট লিষ্ট ভর্তি করে রেখেছে, তাই মুভির হিট হওয়া তো নিশ্চিত।

$340 million এর বাজেটের এই সিনেমা মুক্তি পাবে আগামী মে মাসের ১৯ তারিখে।
পুরা ফাস্ট এন্ড ফিউরিয়াস ফ্রাঞ্চাইজের সবচেয়ে বড় বাজেটের এই সিনেমা।
এক্স ২০২৩
এক্স২০২৩