দ্যা সাইলেন্স মুভি রিভিউ
![]() |
(image credit: internet) |
আর সেখানেই বন্দী থাকা একদল অদ্ভুত প্রানী ছাড়া পেয়ে যায় এবং পুরো শহরে ছড়িয়ে পড়ে।
স্ক্রিনপ্লে ছিলো খুবই সুন্দর। রাতের অন্ধকারে সিনেমাটোগ্রাফি হয়েছে তুখোড়। বিজিএমও বেশ মানানসই ছিলো।
![]() |
(image credit: internet) |
আর সেখানেই বন্দী থাকা একদল অদ্ভুত প্রানী ছাড়া পেয়ে যায় এবং পুরো শহরে ছড়িয়ে পড়ে।
স্ক্রিনপ্লে ছিলো খুবই সুন্দর। রাতের অন্ধকারে সিনেমাটোগ্রাফি হয়েছে তুখোড়। বিজিএমও বেশ মানানসই ছিলো।
💥 SILK 💥 আজ থেকে SPIDERVERSE এর বিশেষ কিছু Spider-Man Variant এর কমিক হিস্টোরি সিরিজ শুরু করলাম। যেহেতু এটা আমার সিরিজ সেহেতু এটার একটা নাম দিলাম “SPIDERFREAKIANS” ❤️ সবার আগে SILK কে দিয়েই শুরু করি,কারন এই ভ্যারিয়েন্টটা নিয়ে Sony অনেক আগে থেকেই একটা সিরিজ বের করবে বলা হচ্ছে আর mcu তেও Spider-man: Homecoming মুভিতে Tiffany…
হাই স্কেলের একশন, কমেডি, রোমান্স, ড্রামা সবকিছুর কম্বিনেশনে এই ট্রেইলার একটা ভালো সিনেমা আসার ইঙ্গিত দিচ্ছে। প্রথেমেই বলি ডিরেক্টর করন মালহোত্রার কথা। উনি মাই নেম ইজ খান, যোধা আকবরের মতো সিনেমা তৈরি করেছেন। (image credit: YRF) তার কাছে এরকম একটা পিরিয়ড ড্রামার প্রজেক্ট পড়াটা বলিউডের জন্য স্বস্তির ব্যাপার। Shamshera trailer promises a high-scale period drama….
আবারো আসছে ভিন ডিজেল অভিনীত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের নবম কিস্তি Furious 9 । এই মুভির মাধ্যমে এই সিরিজের নামকরণ করা হয়েছে fast saga । {tocify} $title={Table of Contents} ২০১৭ সালে ফেট অফ দ্যা ফিউরিয়াস মুক্তির পরে ২০১৯ সালে মুক্তি পায় এই সিরিজের প্রথম স্পিন অফ মুভি “হব্বস অ্যান্ড শ” যেটা গত বছর মুক্তি পেয়েছিল…
Avatar 2 মুভির টাইটেল Avatar: The Way of Water সেটা সবাই ইতিমধ্যেই জানেন। এই পোস্টে Cinemacon ইভেন্টে দেখানো টিজারে কি কি আছে তা আলোচনা করা হবে। এটা সেখানে উপস্থিত থাকা একজনের আর্টিকেল থেকে অনেক সময় নিয়ে বাংলায় অনুবাদ করেছি আপনাদের সুবিধার্থে। #Also Read: Ring Of Power Series Review ” টিজার শুরু হয় নাভির একটি পরিবার যেখানে…
প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া বাঘী-২ মুক্তির পরে, আগামী মার্চে মুক্তি পাচ্ছে বাঘীর পরবর্তী সিক্যুয়েল বাঘী ৩ । পুর্ববর্তী সিনেমার ন্যায় এই সিনেমায় লিড রোলে থাকছে টাইগার শ্রোফ এবং শ্রাদ্ধা কাপুর । Table Of Contents Get Link নতুন কাস্টিং হিসেবে রিতেশ দেশমুখ থাকছে টাইগারের বড় ভাই হিসেবে । বাঘী ৩ মুভি ট্রেইলার রিভিউ –…
ANT-MAN AND THE WASP: QUANTUMANIA ফিল্মের ওপেনিং উইকেন্ড বক্স অফিস রিপোর্ট :- • ডমেস্টিক গ্রোস – $104 Million• ওভারসিস গ্রোস – $121.3 Million ▫️ওয়ার্ল্ডওয়াইড গ্রোস – $225.3 Million Ant Man সিরিজের বিগেস্ট ওপেনিং বক্স অফিসে হিট হতে বিশ্বব্যাপী $600 Million গ্রোস তুলতে হবে ডমেস্টিক মার্কেটে Covid Pandemic-এর পর ১০ তম হায়েস্ট ওপেনিং 🎞️ Phase 4-এ…