Gorr The God Butcher Origin In Bangla

“My name is Gorr, son of a nameless father, outcast from a forgotten world. I have slain my way through multitudes to stand here at the genesis of all things,blackened by vengeance, wet with holy blood, one simple dream still strong in my heart… the dream of a godless age.”

– Gorr the God Butcher

Gorr the God Butcher এর প্রথম আবির্ভাব হয় Thor: God of Thunder #2 (2012) ইস্যু তে।

Gorr এক নামহীন গ্রহে জন্ম নেয়।

তার স্বজাতি ইশ্বর/দেবতায় বিশ্বাস রাখলেও যখন তার মা, সাথী এবং সন্তানেরা তার চোখের সামনে একে একে দুর্ভিক্ষ এবং অন্যান্য প্রাকৃতিক দূর্যোগে মারা যায়, তখন তার ঈশ্বর এবং দেবতাদের উপর থেকে বিশ্বাস উঠে যায়।

সে ভাবে যদি ঈশ্বর দের অস্তিত্ব থাকতো তবে অবশ্যই তারা তার স্ত্রী সন্তানের মত অসহায় মানুষদের বাঁচাতে আসতো।

তার ঈশ্বর এর উপর অবিশ্বাস এর কারণে তাকে তাঁর উপজাতিরা বিতাড়িত করে। এরপর সে মরুভূমি তে ঘুরতে থাকে এবং মৃত্যুর আশায় ধুকতে থাকে। তখনি দুজন দেবতা লড়াই করতে করতে তার সামনে এসে পড়ে।

যা দেখে তার বিশ্বাস হয় যে দেবতারা আসলেই ছিলেন কিন্তু তারা তাঁর মৃত পরিবারের মতো অভাবগ্রস্তদের সাহায্য করেন নি, তখন সে তাদের সকলকে হত্যা করার শপথ নেয়।

তার সামনে যুদ্ধে লিপ্ত দুজন দেবতার একজন হলো Knull (God of Symbiotes/ভেনমদের দেবতা) এবং আরেকজন ছিলো সোনালী বর্ম/আর্মর পরিহিত সোনালী দেবতা। লড়াই করতে করতে  Knull এর অবস্থা নাজেহাল হওয়ায় সে Gorr এর কাছে সাহায্য চায়।

Gorr সাহায্য করার পর সে  Knull এর কাছ থেকে All-Black the Necrosword অর্জন করে।

তারপর সে দেবতাদের খোজে ঘুরতে থাকে এবং শেষ পর্যন্ত তিনি মধ্যযুগীয় পৃথিবীর আইসল্যান্ডে এসে Young Thor কে খুঁজে পায়।

 Gorr এবং Thorএর ভেতর মোকাবেলা হয় এবং Gorr Thor কে জিম্মি করে আটকিয়ে রেখে জিজ্ঞাসাবাদ এবং টানা ১৭ দিন টর্চার করে Asgard এর অবস্থান সম্পর্কে জানার জন্য। কিন্তু  Vikings দের একটি দল Thor কে উদ্ধার করতে আসে।

Thor এবং Gorr এর আবার মোকাবেলা হয় যেখানে Thor Gorr এর হাত কেটে ফেলে।।

 Gorr এরপর  পালিয়ে যায় আর Thor নিজেকে বিজয়ী ভেবে চলে আসে।

তবে এখানেই শেষ নয়, Gorr বুঝতে পাড়ে যে  তার সাহায্যের দরকার আছে, তাই সে Black Berserkers নামের একটি বিশাল বাহিনী তৈরি করে তার Necrosword দ্বারা এবং  ধীরে ধীরে সবার অগোচরে আরও বেশি বেশি দেবতাদের নির্মূল করা শুরু করে।

Necrosword এর সাহায্যে সে তার স্ত্রী-পুত্র কেও তৈরি করে। সে যত দেবতা মারতে থাকে তাদের ক্ষমতা  তত তার ভেতর প্রবেশ করতে থাকে এবং সে আর ও শক্তিশালী হয়ে উঠতে থাকে।

দেবতাদের নিখোঁজ হয়েও যাওয়া Thor এর নজরে আসে  এবং সে তাদের অন্তর্ধানের তদন্ত করতে নামে।

ইতিমধ্যে Gorr “Godbomb” তৈরী করে সকল দেবতাদের নিঃশেষ করে দেওয়ার জন্য।

Thor এবং Gorr আবার মুখোমুখি হয় । তাদের লড়াইয়ের এক পর্যায়ে Gorr Thor কে সহ টেলিপোর্ট করে ভবিষ্যতে নিয়ে আসে যেখানে King Thor, Black Berserkers দের সাথে যুদ্ধ করছিলো।

Gorr আবার অতীত থেকে সেই  Young Thor কেও নিয়ে আসে।

কিন্তু তাও এই তিনজন Thor তার সাথে শক্তিতে পেরে উঠছিলো না কারন এতদিন দেবতাদের নিঃশেষ করতে করতে Gorr এর ক্ষমতা তাদের চেয়ে অনেক বেশী হয়ে গিয়েছিল।

তখন Gorr এর স্ত্রী তাকে God বলায় Gorr রাগান্বিত হয়ে তার স্ত্রীকে খুন করে।

তারপর Gorr পুত্র  “Agar” Gorr এর এই অবস্থা দেখে বুঝতে পারে Gorr সেটায় ই রুপান্তরিত হয়েছে যা সে ঘৃণা করতো।

তাই সে Thor কে সাহায্য  করে  Gorr কে হারানোর জন্য।

Thor সেই Godbomb এর বিস্ফোরন এবং Necrosword শোষন করে নেয় এবং Young Thor Gorr কে হত্যা করতে সফল হয় । 

Powers & Abilities :

  • Constituent-Matter Manipulation: সে তার Necrosword দ্বারা বিভিন্ন Weapon, Armor, Cloak, Wings ইত্যাদি বানিয়ে ব্যাবহার করে।
  • Longevity: সে বিলিয়ন বছর ধরে বেঁচে ছিলো।
  • Regeneration
  • Superhuman Strength
  • Superhuman Durability
  • Superhuman Speed
  • Superhuman Reflexes
  • Master Combat Skills
  • Master Torturer

Trivia:

  • All-Black the Necrosword ছাড়া Gorr অতটা শক্তিশালী নয়।
  • Thor: Love and thunder এ Christian Bale কে Gorr the God butcher হিসেবে কাস্ট করা হয়েছে!


DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top