বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

rWRM1Iq - বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

গত সপ্তাহে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়ছে।

নতুন এই সার্কুলারটি www.tourismboard.gov.bd ওয়েবসাইটে গত 16 জানুয়ারি 2022 তারিখে প্রকাশিত হয়েছে।

০৩ টি পদের বিপরীতে মাত্র ০৬ জন লোক নিয়োগ দেওয়া হবে।

যারা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে চাকরি করতে ইচ্ছুক তাদের কে নির্ধারিত সময় সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন সংক্রান্ত সকল তথ্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর জব সার্কুলার ২০২২ এর আলোকে এই পোস্টে বিস্তারিত ভাবে আলোচনা করছি।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ আবেদন

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে, একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আমরা এই পোস্টের মাধ্যমে নতুন এই চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানবো।

আপনি যদি বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ খুঁজে থাকেন তাহলে আপনিও এই পোস্টটি পড়তে পারেন।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী
  • সংস্থা: (বিটিবি) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড
  • বিজ্ঞপ্তি প্রকাশ কাল: ১৬ জানুয়ারি ২০২২
  • পদের সংখ্যা: ০৩ টি
  • শূন্যপদের সংখ্যা: ০৬ টি
  • চাকরির ধরণ: সরকারি ফুল টাইম জব
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থানে হতে পারে
  • বেতন: ৯,৩০০ টাকা থেকে ৩৮,৬৪০/- টাকা পর্যন্ত
  • অনলাইন আবেদন ফি: ১১২/- ও ৪৪৮/-
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু হবেঃ ২০ জানুয়ারি ২০২২ থেকে
  • আবেদন এর শেষ সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত
 সরকারি চাকরি নতুন সার্কুলার
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য

১. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা

শূন্যপদের সংখ্যা: ০১ টি

বেতন স্কেল: ১৬,০০০ থেকে ৩৮,৬৪০/- টাকা

গ্রেড: ১০তম

শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত।

বয়স: ৩০ বৎসর।

২.পদের নাম: কম্পিউটার অপারেটর

শূন্য পদের সংখ্যা: ০৩ টি

বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা

গ্রেড: ১৩ তম

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষ হতে হবে।

বয়স: ৩০ বছর।

৩. পদের নাম: অফিস সহকারী (কম্পিউটার অপারেটর)

শূন্যপদের সংখ্যা: ০২ টি

বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা

গ্রেড: ১৬তম

শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন এইচএসসি (HSC) পাশ।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

বয়স: ৩০ বছর।

আরোও পড়ুন

আবেদন সংক্রান্ত আরও তথ্য

সকল প্রার্থীকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা ও কিভাবে অনলাইনে আবেদন করবেন তা জানুন

আমাদের এই সকল তথ্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড চাকরির বিজ্ঞপ্তি ২০২২ হতে সংগ্রহ করা হয়েছে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু ও শেষের সময়সীমা নিম্নরূপ:

বর্ণনা তারিখ সময়
আবেদন শুরুঃ ২০ জানুয়ারি ২০২২ সকাল ১০.০০ টা
আবেদন শেষঃ ১৮ ফেব্রুয়ারি ২০২২ বিকাল ০৫.০০ টা পর্যন্ত

অনলাইনে আবেদন করার নিয়ম

নিচে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

  1. প্রথমেই ভিজিট করুন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট btb.teletalk.com.bd অথবা উপরের বাটনে ক্লিক করুন।
  2. এবার আপনি Application Form এ ক্লিক করুন।
  3. এখন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জব সার্কুলার ২০২২ এ উল্লিখিত ০৩ টি পদের নাম এই পেজে দেখতে পাবেন। আপনি যে পদে আগ্রহী সেটা Select করুন। এর পরে Next এ ক্লিক করুন।
  4. No সিলেক্ট করুন। তারপর আবার Next এ ক্লিক করুন।
  5. এখন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনলাইন আবেদন ফরম পেয়ে যাবেন। পূরণ করে অনলাইনে সাবমিট করুন।
আবেদন ফি জমাদান করার পদ্ধতি

btb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে সাবমিট করলে আপনি একটি User ID সম্বলিত আবেদন কপি পাবেন।

এ User ID ব্যবহার করে Teletalk Bangladesh Limited কর্তৃক SMS এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা, অনুসারে প্রার্থীকে নিম্নবর্ণিত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে SMS করে আবেদন ফি জমা দিতে হবে।

প্রথম SMS: BTB <স্পেস> User ID(এই ইউজার আইডি আপনি এপ্লাইয়ের ফর্মে পাবেন) লিখে Send করুন 16222 নম্বরে।

এখন আপনি এসএমএস রিপ্লাইয়ে এর মাধ্যমে একটি পিন পাবেন। তাই দিয়ে আপনি দ্বিতীয় মেসেজ পাঠাবেন।

দ্বিতীয় SMS: BTB <স্পেস> Yes <স্পেস> PIN লিখে Send করুন 16222 নম্বরে।

উল্লেখ্য, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2022 এ উল্লিখিত প্রশাসনিক কর্মকর্তা পদের জন্য আবেদন ফি ৪৪৮/- টাকা জমা দিতে হবে।

সেই সাথে কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী পদের জন্য ১১২/- টাকা জমা দিতে হবে।

 

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2022

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2020

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড চাকরির বিজ্ঞপ্তি ২০২২

শেষ পৃষ্ঠা

আরোও দেখুনঃ

কিভাবে নিয়োগ পরীক্ষা ও প্রবেশপত্র ডাউনলোড করবেন?

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করা হবে।

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট www.tourismboard.gov.bd এর মাধ্যমে জানা যাবে।

এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন নিচের দেওয়া লিঙ্কে প্রবেশ করে। আর হ্যা এই এডমিট কার্ড লিখিত ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সাথে নিয়ে আসতে হবে।

 

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

Bangladesh Tourism Board Job Circular 2021

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2022

আরোও পড়ুন

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি BTB

DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top