রাইজ অফ স্কাইওয়াকার মুভি রিভিউ
ডিজনি এর স্টার ওয়ার্স ট্রিলজি এর তৃতীয় এবং সর্বশেষ সিনেমা স্টার ওয়ার্স: রাইজ অফ স্কাইওয়াকার । এটি স্টার ওয়ার্স অরিজিনাল সিরিজ এর ৯ম সিনেমা এবং স্টার ওয়ার্স ফ্রাঞ্চাইজ এর ১১তম সিনেমা । ২০১৭ সালের দ্যা লাস্ট জেডাই সিনেমার পরের গল্প এটি । এর পরে দুই বছর বিরতি দিয়ে চলে আসছে বাকি গল্পটুকু বলতে ।
যদিও এই ট্রিলজি সিরিজে কিছুটা সমালোচনা বিদ্যমান রয়েছে । বিশেষ করে এই সিরিজে ফেমিনেসম এর ব্যাপার স্যাপার নিয়ে আসায় ।
![]()
download new English , Hindi 720P HEVC mega drive link, moviehaxo download latest hindi english movie, latest hindi english tv show, web series 720p, netflix movie, tvhex.com , from Dropbox and Google drive or mega link, Hbo Max series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hbo Max movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hbo Max animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hbo Max Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , Netflix series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Netflix movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Netflix animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , Netflix Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hulu series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hulu movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hulu animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hulu Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , new English Canadian series Download Link Google Drive Mega Dropbox Fast Link , new English Canadian movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , new English Canadian animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , new English Canadian Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , Disney Plus Hotstar series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Disney Plus Hotstar movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Disney Plus Hotstar animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , Disney Plus Hotstar Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , Marvel series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Marvel movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Dc series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Dc movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , prime video series Download Link Google Drive Mega Dropbox Fast Link , prime video movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , prime video animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , tvhex, 720P hevc file mkv, Super fast Free movie download link, moviehax, 720P HEVC mega drive link, mtslbd, pahe.in, mlwb
|
( Copyright Courtesy: Disney/Lucasfilm/Youtube ) |
রাইজ অফ স্কাইওয়াকার বক্স অফিস রিপোর্ট
The Rise of Skywalker এর অগ্রিম টিকিট বিক্রির সংখ্যা দেখে অনেকেই ধারণা করছে যে এটি হয়ত $২০৫ মিলিয়ন ডলার ওপেনিং উইকেন্ডে কালেক্ট করবে । তবে অনেক রিসার্চ ফার্ম এটিকে $১৭৫ মিলিয়ন ডলারে ডেবিউ করবে বলে ধারণা করছে ।
😍Note: রাইজ অফ স্কাইওয়াকার এর বিস্তারিত বক্স অফিস কালেকশন রিপোর্ট নিয়ে আমরা খুব তাড়াতাড়ি পোস্টি আপডেট করব । 😎
স্টার ওয়ার্স: রাইজ অফ স্কাইওয়াকার মুভি রিভিউ
নো স্পইলার 😀
২০১৫ সালে স্টার ওয়ার্স সিক্যুয়েল ট্রিলজি এর প্রথম সিনেমা স্টার ওয়ার্স: The Force Awakens মুক্তি পায় । সে সময় $২ বিলিয়ন ডলার এর বেশি বক্স অফিস কালেকশন করে । স্টার ওয়ার্স ফ্রাঞ্চাইজের কোন সিনেমা হিসেবে সবচেয়ে বেশি উপার্জনকারী তালিকায় ১ নাম্বারে চলে আসে । শুধু তাই নয় The Force Awakens তৃতীয় সিনেমা হিসেবে $২ বিলিয়ন ডলারের ঘরে পৌছায় ।
এর আগে জেমস ক্যামেরুন এর ১৯৯৭ সালের সুপারহিট সিনেমা টাইটানিক প্রথম সিনেমা হিসেবে বক্স অফিস কালেকশনে $২ বিলিয়ন ডলার ক্রস করে । তার পরে ২০০৯ সালে জেমস ক্যামেরন এর আরেকটি সিনেমা Avatar 3D যেটি সবচেয়ে বেশি উপার্জন কারী সিনেমা হিসেবে বক্স অফিস রেকর্ড গড়ে । সেই রেকর্ড দীর্ঘ ১০ বছর ছিল । ২০১৯ সালে সেই রেকর্ড ভেংগে ফেলে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সিনেমাটি । এখন দেখার বিষয় Star Wars: IX বা The Rise of Skywalker সিনেমাটি স্টার ওয়ার্স এর দ্বিতীয় সিনেমা হিসেবে $২ বিলিয়ন ডলারের ক্লাবে পোঁছাতে পারে কিনা ।
এর আগে চলতি বছরের নভেম্বর এর ১২ তারিখে Disnsy এর স্ট্রিমিং সার্ভিস ডিজনি প্লাস অ্যাপে স্টার ওয়ার্স এর একটি লাইভ অ্যাকশন স্পিন অফ সিরিজ ম্যান্ডোলরিয়ান প্রচারিত শুরু হয় । যেটি বর্তমানে সাপ্তাহিক ভাবে প্রচারিত হচ্ছে । ম্যান্ডোলরিয়ান সিরিজটি বর্তমানে রাইজ অফ স্কাইওয়াকার এর থেকে প্রায় ২৫ বছর আগের টাইমলাইনে রয়েছে । তাই ম্যান্ডোলরিন সিরিজের সাথে The Rise of Skywalker এর কোন যোগসুত্র রয়েছে কিনা সেটি জানা যাবে আগামী ২০ শে ডিসেম্বর এ ।
এরই ধারাবাহিকতায় গত ১২ই এপ্রিল ২০১৯ তে The Rise of Skywalker সিনেমার প্রথম টিজার ট্রেইলার প্রকাশিত হয় স্টার ওয়ার্স এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল এ ।
![]() |
( Copyright Courtesy: Disney/Lucasfilm/Youtube ) |
ডিজনি এর সিইও বব আইগার ২০১৬ সালে রাইজ অফ স্কাইওয়াকার এর ঘোষণা দেয় । যদিও তখন এটি ব্লাক ডাইমন্ড নামেই পরিচিত ছিল । পরবর্তীকালে ব্লাক ডাইমন্ড থেকে একে TrIXie রাখা হয় । এর ফলে রোমান সংখ্যা ix বা “নয়” সংখ্যাটিকে হাইলাইট করা হয় । কারন এটি স্টার ওয়ার্সের নয় নম্বর সিনেমা । (স্পিন অফ বাদে) । The Rise of Skywalker সিনেমা এর শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ২০১৮ সালের জানুয়ারিতে এবং মুক্তি পাওয়ার কথা ছিল ২৪শে মে ২০১৯ এ ।
কিন্তু প্রিপ্রোডাকশনে থাকা কালীন সময়ে স্ক্রিপ্ট রাইটার এবং প্রডিউসারদের মাঝে মনোমালিন্য হয় । যার ফলে এর শ্যুটিং শুরু হতে দেরি হয় । ফাইনাল স্ক্রিপ্ট তৈরির আগে স্টার ওয়ার্স এর ক্রিয়েটর জর্জ লুকাস এর সাথে দেখা করে এর ডিরেক্টর এবং প্রডিউসার J. J. Abrams । এর পরে আগস্ট ২০১৮ তে শুরু হয় রাইজ অফ স্কাইওয়াকার এর শ্যুটিং । ২০১৯ এর এপ্রিলে অনুষ্ঠিত স্টার ওয়ার্স ছেলিব্রেশন এ এর টাইটেল উন্মোচন করা হয় ।
দ্যা রাইজ অফ স্কাইওয়াকার মুভি প্রিমিয়ার এবং মুক্তির দিন
আগামী ১৬ই ডিসেম্বর লস অ্যাঞ্জেলস এর থিয়েটারে এবং ১৮ ডিসেম্বর এ ফ্রান্সে প্রিমিয়ার হয়েছে । পুরো বিশ্বে ২০ শে ডিসেম্বর এ মুক্তি পাবে । ২০২০ সালে ডিজনি প্লাস স্ট্রিমিং সার্ভিসে মুক্তি পাবে The Rise of Skywalker সিনেমাটি ।
☞ Must Read: মার্ভেল স্টুডিও এর ব্লাক উইডো মুভি রিভিউ পড়ে নিন ।
স্টার ওয়ার্স: রাইজ অফ স্কাইওয়াকার সিনেমার পটভূমি
স্টার ওয়ার্স: দ্যা লাস্ট জেডাই সিনেমার গল্পের এক বছর পরে থেকে শুরু হয়েছে এই সিনেমার গল্প । Battle of Crait, এর পরে Kylo Ren একটি Sith Wayfinder ডিভাইস খুঁজে পায় । এবং সেখান থেকে Exegol নামক একটি গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে । রে (Rey) যে এখনো নিজের জেডাই ট্রেইনিং চালিয়ে যাচ্ছিলো লুক স্কাইওয়াকারের নিকট, তাকে হত্যার নির্দেশ দেয় ফার্স্ট ওর্ডার এর নেতা । কাইলো রেন তাকে হত্যার উদ্দেশ্যে রওনা দেয় । অন্যদিকে চিওবাকা, পো, ফিন, BB-8 এবং C-3PO রে কে খুঁজতে বের হয় তাকে এই খবর জানাতে । এখন ওরা সকলে সফল হবে নাকি ব্যার্থ হয়ে, আরো বড় বিপদ ডেকে আনবে তা জানতে আপনাকে দেখতে হবে স্টার ওয়ার্স: রাইজ অফ স্কাইওয়াকার সিনেমাটি ।
একনজরে রাইজ অফ স্কাইওয়াকার সিনেমা
সিনেমার নাম: Star Wars: The Rise of Skywalker – স্টার ওয়ার্স: রাইজ অফ স্কাইওয়াকার
রিলিজ ডেট: 20 Dec 2019
ভাষা: ইংলিশ (একাধিক ভাষায় ডাবিং করা হয়েছে )
বাজেট: N/A
ডিরেক্টর: সিনেমাটি পরিচালনা করেছে J. J. Abrams ।
প্রডিউসার: সিনেমাটির প্রডিউসার হিসেবে আছে তিনজন Kathleen Kennedy সহ J. J. Abrams এবং Michelle Rejwan ।
রেটিংস: রটেন টমেটো তে এর রেটিং মাত্র ৫৮% । ক্রিটিক্সদের কাছ থেকে এটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে । অন্যদিকে এর অ্যাভারেজ রেটিং ৫.৯/১০ । যা সত্যিই হতাশাজনক ।
Star Wars: The Rise of Skywalker Teaser Trailer Review
১৩ই ফেব্রুয়ারি স্টার ওয়ার্স: রাইজ অফ স্কাইওয়াকার এর টিজার মুক্তির পরে এর ভিওস ছিল প্রায় ১১১ মিলিয়ন বার । যেটা প্রায় সকল সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব এবং অন্যান্য মাধ্যম এর মাধ্যমে এর ভিওস কাউন্ট করা হয়েছে ।
স্টার ওয়ার্স: দ্যা রাইজ অফ স্কাইওয়াকার এর ট্রেইলার স্টার ওয়ার্স সিনেমা ফ্রাঞ্চাইজের ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ভিওস এর রেকর্ড করে । যেটি এর আগে দ্যা লাস্ট জেডাই এর নিকট ছিল । দ্যা রাইজ অফ স্কাইওয়াকার এর টিজার বাকি স্টার ওয়ার্স সিনেমা The Force Awakens এর দ্বিগুণ বেশি ভিওস পায়। সেই সাথে The Last Jedi থেমে ২০মিলিয়ন বেশি ভিওস পায় ।
![]() |
( Copyright Courtesy: Disney/Lucasfilm/Youtube ) |
স্টার ওয়ার্স: রাইজ অফ স্কাইওয়াকার সংক্ষেপিত বিবরণ
∆ প্রথম টিজার প্রকাশিত হয় ১২ই এপ্রিল ২০১৯ এ ।
∆ প্রথম টিজারের লাইক সংখ্যা ৫ লাখ ৮৫ হাজার ।
∆ প্রথম টিজারের ডিসলাইক সংখ্যা ৮২ হাজার ।
∆ প্রথম টিজারের ভিওস ছিল ৩৪ মিলিয়ন বার। (শুধুমাত্র ইউটিউব লাইক, ডিসলাইক এবং ভিওস গননা করা হয়েছে)
∆ প্রথম টিজারের সময়কাল ছিল ২ মিনিট ৩ সেকেন্ড ।
∆ প্রথমেই দেখা যায় রে কে একটি মরুভূমি গ্রহে । তার লাইটবার দিয়ে সে একটি স্পেসশিপ আঘাত করছে ।
∆ তারপরে দেখা যায়, চিওবাকা, C-3PO, পো, ফিন, BB-8 এবং রে কে একটি গ্রহে দেখা যায় ।
∆ এর পরে শুনা যায়, “No Ones Ever Really Gone” এবং তখন ইভিল হাসি দিয়ে ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যায়।
রাইজ অফ স্কাইওয়াকার মুভি ট্রেইলার রিভিউ
যদিও এটি D23 Special Look হিসেবে প্রকাশিত হয় । তার পরেও একে প্রথম ট্রেইলার ধরা হয় । এই ট্রেইলারের অনেক অংশ যদিও আগের স্টার ওয়ার্স এর আটটি সিনেমা থেকে নেওয়া । শেষের দিকে নতুন ক্লিপ দিয়ে এই ট্রেইলার সম্পুর্ন করা হয় । এর পরেও অনেক নতুন ক্লু বের হয়েছে ।
![]() |
( Copyright Courtesy: Disney/Lucasfilm/Youtube ) |
Star Wars: The Rise Of Skywalker Trailer Summary
∆ প্রথম ট্রেইলার প্রকাশিত হয়েছে ২৬ শে আগস্ট ২০১৯ এ ।
∆ প্রথম ট্রেইলারের লাইক সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ।
∆ প্রথম ট্রেইলারের ডিসলাইক সংখ্যা ৪৮ হাজার ।
∆ প্রথম ট্রেইলারের ভিওস মাত্র ২১ মিলিয়ন বার । ( শুধুমাত্র ইউটিউব লাইক, ডিসলাইক এবং ভিওস গননা করা হয়েছে )
∆ প্রথম ট্রেইলারের ব্যাপ্তিকাল ছিল ২ মিনিট ১১ সেকেন্ড ।
∆ এটি D23 Special Look হিসেবে প্রকাশিত হয় ।
∆ এই ট্রেইলার আগের স্টার ওয়ার্স এর আটটি সিনেমা থেকে বিভিন্ন দৃশ্য থেকে নেওয়া। এটি কে স্টার ওয়ার্স এর “স্কাইওয়াকার সাগা” এর ট্রিবিউট বলা চলে ।
∆ রে আর কাইলো কে দেখা যায় একটি স্পেসশিপ এর উপর লড়াই করতে । ট্রেইলার এর শেষের দিকে: Your journey hears its end বলে ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যায় । ব্যাকগ্রাউন্ডে LIGHTSABER ACTIVATE হয় । আর দেখা যায় রে দুইটি লাল লাইটবার হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ।
Star Wars: The Rise of Skywalker final Trailer Review Bangla
![]() |
( Copyright Courtesy: Disney/Lucasfilm/Youtube ) |
∆ ফাইনাল ট্রেইলার প্রকাশিত হয়েছে ৩১শে অক্টোবর ২০১৯ এ ।
∆ ফাইনাল ট্রেইলারের লাইক সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার ।
∆ ফাইনাল ট্রেইলারের ডিসলাইক সংখ্যা ৯৯ হাজার ।
∆ ফাইনাল ট্রেইলারের ভিওস মাত্র ৩২ মিলিয়ন বার । ( শুধুমাত্র ইউটিউব লাইক, ডিসলাইক এবং ভিওস গননা করা হয়েছে )
∆ ফাইনাল ট্রেইলারের ব্যাপ্তিকাল ছিল ২ মিনিট ৩৭ সেকেন্ড ।
♥ ডিসেম্বর এর শুরুতে “ফোর্টনাইট ব্যাটল রয়াল” গেমের মধ্যে স্টার ওয়ার্সের বিভিন্ন ক্যারেক্টার এর স্কিন বা শরীর এর ব্যাবহার চালু করা হয় । এর মাধ্যমে গেমাররা: Rey, Finn, crimson Sith Trooper এর মত চরিত্র নিজেদের অ্যাভাটার করতে পারত ।
♥ ১৪ই ডিসেম্বর জনপ্রিয় অনলাইন ভিডিও গেম “ ফোর্টনাইট ব্যাটল রয়াল ” গেমে স্টার ওয়ার্সের নতুন কিছু দৃশ্য দেখানো হয় ।
স্টার ওয়ার্স: দ্যা রাইজ অফ স্কাইওয়াকার বক্স অফিস কালেকশন রিপোর্ট
রাইজ অফ স্কাইওয়াকার অগ্রিম টিকিট বিক্রির সংখ্যা
প্রি টিকিট এর বিক্রি শুরু হয় ২১শে অক্টোবর ২০১৯ এ । প্রি টিকিট বিক্রির শুরুর এক ঘন্টার মধ্যে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম কে পিছনে ফেলে দেয় বেশি টিকিট বিক্রির রেকর্ডে । যদিও প্রথম দিন শেষে এটি অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এর টিকিট বিক্রির পিছনেই থাকে ।
শুধু তাই নয় একই সময়ে স্টার ওয়ার্সের দ্যা লাস্ট জেডাই সিনেমা থেকে দ্বিগুণ বেশি সংখ্যক টিকিট বিক্রি করে দ্যা রাইজ অফ স্কাইওয়াকার ।
№’te: নতুন তথ্য এবং বক্স অফিস কালেকশন রিপোর্ট এর আপডেট নিয়ে পোস্টি খুব তাড়াতাড়ি আপডেট করা হবে ।