রাইজ অফ স্কাইওয়াকার মুভি রিভিউ

Star Wars The Rise of Skywalker trailer poster reviewhax.blogspot.com - রাইজ অফ স্কাইওয়াকার মুভি রিভিউ

ডিজনি এর স্টার ওয়ার্স ট্রিলজি এর তৃতীয় এবং সর্বশেষ সিনেমা স্টার ওয়ার্স: রাইজ অফ স্কাইওয়াকার । এটি স্টার ওয়ার্স অরিজিনাল সিরিজ এর ৯ম সিনেমা এবং স্টার ওয়ার্স ফ্রাঞ্চাইজ এর ১১তম সিনেমা । ২০১৭ সালের দ্যা লাস্ট জেডাই সিনেমার পরের গল্প এটি । এর পরে দুই বছর বিরতি দিয়ে চলে আসছে বাকি গল্পটুকু বলতে ।

যদিও এই ট্রিলজি সিরিজে কিছুটা সমালোচনা বিদ্যমান রয়েছে । বিশেষ করে এই সিরিজে ফেমিনেসম এর ব্যাপার স্যাপার নিয়ে আসায় ।

Star-Wars-The-Rise-of-Skywalker-final-trailer-poster-reviewhax.blogspot.com
( Copyright Courtesy: Disney/Lucasfilm/Youtube )

রাইজ অফ স্কাইওয়াকার বক্স অফিস রিপোর্ট

The Rise of Skywalker এর অগ্রিম টিকিট বিক্রির সংখ্যা দেখে অনেকেই ধারণা করছে যে এটি হয়ত $২০৫ মিলিয়ন ডলার ওপেনিং উইকেন্ডে কালেক্ট করবে । তবে অনেক রিসার্চ ফার্ম এটিকে $১৭৫ মিলিয়ন ডলারে ডেবিউ করবে বলে ধারণা করছে ।

😍Note: রাইজ অফ স্কাইওয়াকার এর বিস্তারিত বক্স অফিস কালেকশন রিপোর্ট নিয়ে আমরা খুব তাড়াতাড়ি পোস্টি আপডেট করব । 😎

স্টার ওয়ার্স: রাইজ অফ স্কাইওয়াকার মুভি রিভিউ

নো স্পইলার 😀

২০১৫ সালে স্টার ওয়ার্স সিক্যুয়েল ট্রিলজি এর প্রথম সিনেমা স্টার ওয়ার্স: The Force Awakens মুক্তি পায় । সে সময় $২ বিলিয়ন ডলার এর বেশি বক্স অফিস কালেকশন করে । স্টার ওয়ার্স ফ্রাঞ্চাইজের কোন সিনেমা হিসেবে সবচেয়ে বেশি উপার্জনকারী তালিকায় ১ নাম্বারে চলে আসে । শুধু তাই নয় The Force Awakens তৃতীয় সিনেমা হিসেবে $২ বিলিয়ন ডলারের ঘরে পৌছায় ।

এর আগে জেমস ক্যামেরুন এর ১৯৯৭ সালের সুপারহিট সিনেমা টাইটানিক প্রথম সিনেমা হিসেবে বক্স অফিস কালেকশনে $২ বিলিয়ন ডলার ক্রস করে । তার পরে ২০০৯ সালে জেমস ক্যামেরন এর আরেকটি সিনেমা Avatar 3D যেটি সবচেয়ে বেশি উপার্জন কারী সিনেমা হিসেবে বক্স অফিস রেকর্ড গড়ে । সেই রেকর্ড দীর্ঘ ১০ বছর ছিল । ২০১৯ সালে সেই রেকর্ড ভেংগে ফেলে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সিনেমাটি । এখন দেখার বিষয় Star Wars: IX বা The Rise of Skywalker সিনেমাটি স্টার ওয়ার্স এর দ্বিতীয় সিনেমা হিসেবে $২ বিলিয়ন ডলারের ক্লাবে পোঁছাতে পারে কিনা ।

এর আগে চলতি বছরের নভেম্বর এর ১২ তারিখে Disnsy এর স্ট্রিমিং সার্ভিস ডিজনি প্লাস অ্যাপে স্টার ওয়ার্স এর একটি লাইভ অ্যাকশন স্পিন অফ সিরিজ ম্যান্ডোলরিয়ান প্রচারিত শুরু হয় । যেটি বর্তমানে সাপ্তাহিক ভাবে প্রচারিত হচ্ছে । ম্যান্ডোলরিয়ান সিরিজটি বর্তমানে রাইজ অফ স্কাইওয়াকার এর থেকে প্রায় ২৫ বছর আগের টাইমলাইনে রয়েছে । তাই ম্যান্ডোলরিন সিরিজের সাথে The Rise of Skywalker এর কোন যোগসুত্র রয়েছে কিনা সেটি জানা যাবে আগামী ২০ শে ডিসেম্বর এ ।

এরই ধারাবাহিকতায় গত ১২ই এপ্রিল ২০১৯ তে The Rise of Skywalker সিনেমার প্রথম টিজার ট্রেইলার প্রকাশিত হয় স্টার ওয়ার্স এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল এ ।

Star-Wars-The-Rise-of-Skywalker-trailer-Review-reviewhax.blogspot.com
( Copyright Courtesy: Disney/Lucasfilm/Youtube )

ডিজনি এর সিইও বব আইগার ২০১৬ সালে রাইজ অফ স্কাইওয়াকার এর ঘোষণা দেয় । যদিও তখন এটি ব্লাক ডাইমন্ড নামেই পরিচিত ছিল । পরবর্তীকালে ব্লাক ডাইমন্ড থেকে একে TrIXie রাখা হয় । এর ফলে রোমান সংখ্যা ix বা “নয়” সংখ্যাটিকে হাইলাইট করা হয় । কারন এটি স্টার ওয়ার্সের নয় নম্বর সিনেমা । (স্পিন অফ বাদে) । The Rise of Skywalker সিনেমা এর শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ২০১৮ সালের জানুয়ারিতে এবং মুক্তি পাওয়ার কথা ছিল ২৪শে মে ২০১৯ এ ।

 • বেন টেন অ্যাগ্রেগর এলিয়েন অরিজিন বাংলায়
 • কিন্তু প্রিপ্রোডাকশনে থাকা কালীন সময়ে স্ক্রিপ্ট রাইটার এবং প্রডিউসারদের মাঝে মনোমালিন্য হয় । যার ফলে এর শ্যুটিং শুরু হতে দেরি হয় । ফাইনাল স্ক্রিপ্ট তৈরির আগে স্টার ওয়ার্স এর ক্রিয়েটর জর্জ লুকাস এর সাথে দেখা করে এর ডিরেক্টর এবং প্রডিউসার J. J. Abrams । এর পরে আগস্ট ২০১৮ তে শুরু হয় রাইজ অফ স্কাইওয়াকার এর শ্যুটিং । ২০১৯ এর এপ্রিলে অনুষ্ঠিত স্টার ওয়ার্স ছেলিব্রেশন এ এর টাইটেল উন্মোচন করা হয় ।

  দ্যা রাইজ অফ স্কাইওয়াকার মুভি প্রিমিয়ার এবং মুক্তির দিন

  আগামী ১৬ই ডিসেম্বর লস অ্যাঞ্জেলস এর থিয়েটারে এবং ১৮ ডিসেম্বর এ ফ্রান্সে প্রিমিয়ার হয়েছে । পুরো বিশ্বে ২০ শে ডিসেম্বর এ মুক্তি পাবে । ২০২০ সালে ডিজনি প্লাস স্ট্রিমিং সার্ভিসে মুক্তি পাবে The Rise of Skywalker সিনেমাটি ।

  Must Read: মার্ভেল স্টুডিও এর ব্লাক উইডো মুভি রিভিউ পড়ে নিন ।

  স্টার ওয়ার্স: রাইজ অফ স্কাইওয়াকার সিনেমার পটভূমি

  স্টার ওয়ার্স: দ্যা লাস্ট জেডাই সিনেমার গল্পের এক বছর পরে থেকে শুরু হয়েছে এই সিনেমার গল্প । Battle of Crait, এর পরে Kylo Ren একটি Sith Wayfinder ডিভাইস খুঁজে পায় । এবং সেখান থেকে Exegol নামক একটি গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে । রে (Rey) যে এখনো নিজের জেডাই ট্রেইনিং চালিয়ে যাচ্ছিলো লুক স্কাইওয়াকারের নিকট, তাকে হত্যার নির্দেশ দেয় ফার্স্ট ওর্ডার এর নেতা । কাইলো রেন তাকে হত্যার উদ্দেশ্যে রওনা দেয় । অন্যদিকে চিওবাকা, পো, ফিন, BB-8 এবং C-3PO রে কে খুঁজতে বের হয় তাকে এই খবর জানাতে । এখন ওরা সকলে সফল হবে নাকি ব্যার্থ হয়ে, আরো বড় বিপদ ডেকে আনবে তা জানতে আপনাকে দেখতে হবে স্টার ওয়ার্স: রাইজ অফ স্কাইওয়াকার সিনেমাটি ।

  একনজরে রাইজ অফ স্কাইওয়াকার সিনেমা

  সিনেমার নাম: Star Wars: The Rise of Skywalker – স্টার ওয়ার্স: রাইজ অফ স্কাইওয়াকার

  রিলিজ ডেট: 20 Dec 2019

  ভাষা: ইংলিশ (একাধিক ভাষায় ডাবিং করা হয়েছে )

  বাজেট: N/A

  ডিরেক্টর: সিনেমাটি পরিচালনা করেছে J. J. Abrams ।

  প্রডিউসার: সিনেমাটির প্রডিউসার হিসেবে আছে তিনজন Kathleen Kennedy সহ J. J. Abrams এবং Michelle Rejwan ।

  রেটিংস: রটেন টমেটো তে এর রেটিং মাত্র ৫৮% । ক্রিটিক্সদের কাছ থেকে এটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে । অন্যদিকে এর অ্যাভারেজ রেটিং ৫.৯/১০ । যা সত্যিই হতাশাজনক ।

 • ফিউরিয়াস ৯ মুভি ট্রেইলার রিভিউ – F9 Movie Review Bangla
 • Star Wars: The Rise of Skywalker Teaser Trailer Review

  ১৩ই ফেব্রুয়ারি স্টার ওয়ার্স: রাইজ অফ স্কাইওয়াকার এর টিজার মুক্তির পরে এর ভিওস ছিল প্রায় ১১১ মিলিয়ন বার । যেটা প্রায় সকল সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব এবং অন্যান্য মাধ্যম এর মাধ্যমে এর ভিওস কাউন্ট করা হয়েছে ।

  স্টার ওয়ার্স: দ্যা রাইজ অফ স্কাইওয়াকার এর ট্রেইলার স্টার ওয়ার্স সিনেমা ফ্রাঞ্চাইজের ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ভিওস এর রেকর্ড করে । যেটি এর আগে দ্যা লাস্ট জেডাই এর নিকট ছিল । দ্যা রাইজ অফ স্কাইওয়াকার এর টিজার বাকি স্টার ওয়ার্স সিনেমা The Force Awakens এর দ্বিগুণ বেশি ভিওস পায়। সেই সাথে The Last Jedi থেমে ২০মিলিয়ন বেশি ভিওস পায় ।

  Star-Wars-The-Rise-of-Skywalker-final-trailer-poster-reviewhax.blogspot.com
  ( Copyright Courtesy: Disney/Lucasfilm/Youtube )

  স্টার ওয়ার্স: রাইজ অফ স্কাইওয়াকার সংক্ষেপিত বিবরণ

  ∆ প্রথম টিজার প্রকাশিত হয় ১২ই এপ্রিল ২০১৯ এ ।

  ∆ প্রথম টিজারের লাইক সংখ্যা ৫ লাখ ৮৫ হাজার ।

  ∆ প্রথম টিজারের ডিসলাইক সংখ্যা ৮২ হাজার ।

  ∆ প্রথম টিজারের ভিওস ছিল ৩৪ মিলিয়ন বার। (শুধুমাত্র ইউটিউব লাইক, ডিসলাইক এবং ভিওস গননা করা হয়েছে)

  ∆ প্রথম টিজারের সময়কাল ছিল ২ মিনিট ৩ সেকেন্ড ।

  ∆ প্রথমেই দেখা যায় রে কে একটি মরুভূমি গ্রহে । তার লাইটবার দিয়ে সে একটি স্পেসশিপ আঘাত করছে ।

  ∆ তারপরে দেখা যায়, চিওবাকা, C-3PO, পো, ফিন, BB-8 এবং রে কে একটি গ্রহে দেখা যায় ।

  ∆ এর পরে শুনা যায়, “No Ones Ever Really Gone” এবং তখন ইভিল হাসি দিয়ে ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যায়।

 • শ্যাযাম ট্রেলার ব্রেকডাওন ও স্যাজাম মুভি রিভিউ
 • রাইজ অফ স্কাইওয়াকার মুভি ট্রেইলার রিভিউ

  যদিও এটি D23 Special Look হিসেবে প্রকাশিত হয় । তার পরেও একে প্রথম ট্রেইলার ধরা হয় । এই ট্রেইলারের অনেক অংশ যদিও আগের স্টার ওয়ার্স এর আটটি সিনেমা থেকে নেওয়া । শেষের দিকে নতুন ক্লিপ দিয়ে এই ট্রেইলার সম্পুর্ন করা হয় । এর পরেও অনেক নতুন ক্লু বের হয়েছে ।

  Star-Wars-The-Rise-of-Skywalker-final-trailer-poster-reviewhax.blogspot.com
  ( Copyright Courtesy: Disney/Lucasfilm/Youtube )

  Star Wars: The Rise Of Skywalker Trailer Summary

  ∆ প্রথম ট্রেইলার প্রকাশিত হয়েছে ২৬ শে আগস্ট ২০১৯ এ ।

  ∆ প্রথম ট্রেইলারের লাইক সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ।

  ∆ প্রথম ট্রেইলারের ডিসলাইক সংখ্যা ৪৮ হাজার ।

  ∆ প্রথম ট্রেইলারের ভিওস মাত্র ২১ মিলিয়ন বার । ( শুধুমাত্র ইউটিউব লাইক, ডিসলাইক এবং ভিওস গননা করা হয়েছে )

  ∆ প্রথম ট্রেইলারের ব্যাপ্তিকাল ছিল ২ মিনিট ১১ সেকেন্ড ।

  ∆ এটি D23 Special Look হিসেবে প্রকাশিত হয় ।

  ∆ এই ট্রেইলার আগের স্টার ওয়ার্স এর আটটি সিনেমা থেকে বিভিন্ন দৃশ্য থেকে নেওয়া। এটি কে স্টার ওয়ার্স এর “স্কাইওয়াকার সাগা” এর ট্রিবিউট বলা চলে ।

  ∆ রে আর কাইলো কে দেখা যায় একটি স্পেসশিপ এর উপর লড়াই করতে । ট্রেইলার এর শেষের দিকে: Your journey hears its end বলে ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যায় । ব্যাকগ্রাউন্ডে LIGHTSABER ACTIVATE হয় । আর দেখা যায় রে দুইটি লাল লাইটবার হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ।

 • স্টার ওয়ার্স: রাইজ অফ স্কাইওয়াকার বক্স অফিস কালেকশন ও ট্রেইলার রিভিউ
 • Star Wars: The Rise of Skywalker final Trailer Review Bangla

  Star-Wars-The-Rise-of-Skywalker-final-trailer-poster-reviewhax.blogspot.com
  ( Copyright Courtesy: Disney/Lucasfilm/Youtube )

  ∆ ফাইনাল ট্রেইলার প্রকাশিত হয়েছে ৩১শে অক্টোবর ২০১৯ এ ।

  ∆ ফাইনাল ট্রেইলারের লাইক সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার ।

  ∆ ফাইনাল ট্রেইলারের ডিসলাইক সংখ্যা ৯৯ হাজার ।

  ∆ ফাইনাল ট্রেইলারের ভিওস মাত্র ৩২ মিলিয়ন বার । ( শুধুমাত্র ইউটিউব লাইক, ডিসলাইক এবং ভিওস গননা করা হয়েছে )

  ∆ ফাইনাল ট্রেইলারের ব্যাপ্তিকাল ছিল ২ মিনিট ৩৭ সেকেন্ড ।

  ♥ ডিসেম্বর এর শুরুতে “ফোর্টনাইট ব্যাটল রয়াল” গেমের মধ্যে স্টার ওয়ার্সের বিভিন্ন ক্যারেক্টার এর স্কিন বা শরীর এর ব্যাবহার চালু করা হয় । এর মাধ্যমে গেমাররা: Rey, Finn, crimson Sith Trooper এর মত চরিত্র নিজেদের অ্যাভাটার করতে পারত ।

  ♥ ১৪ই ডিসেম্বর জনপ্রিয় অনলাইন ভিডিও গেম “ ফোর্টনাইট ব্যাটল রয়াল ” গেমে স্টার ওয়ার্সের নতুন কিছু দৃশ্য দেখানো হয় ।

  স্টার ওয়ার্স: দ্যা রাইজ অফ স্কাইওয়াকার বক্স অফিস কালেকশন রিপোর্ট

  রাইজ অফ স্কাইওয়াকার অগ্রিম টিকিট বিক্রির সংখ্যা

  প্রি টিকিট এর বিক্রি শুরু হয় ২১শে অক্টোবর ২০১৯ এ । প্রি টিকিট বিক্রির শুরুর এক ঘন্টার মধ্যে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম কে পিছনে ফেলে দেয় বেশি টিকিট বিক্রির রেকর্ডে । যদিও প্রথম দিন শেষে এটি অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এর টিকিট বিক্রির পিছনেই থাকে ।

  শুধু তাই নয় একই সময়ে স্টার ওয়ার্সের দ্যা লাস্ট জেডাই সিনেমা থেকে দ্বিগুণ বেশি সংখ্যক টিকিট বিক্রি করে দ্যা রাইজ অফ স্কাইওয়াকার ।

 • ডিসির ব্লাক এডাম অরিজিন – Black Adam Origin Bangla
 • №’te: নতুন তথ্য এবং বক্স অফিস কালেকশন রিপোর্ট এর আপডেট নিয়ে পোস্টি খুব তাড়াতাড়ি আপডেট করা হবে । 

   Last update: 24 July 2020

  Leave a Comment

  Total Views: 1028

  Scroll to Top