ডিসি এর পিস মেকার সিরিজ রিভিউ
পিস মেকার সিরিজ রিভিউ
পিস মেকার ডিসি এর দ্যা সুসাইড স্কুয়াড মুভির স্পিন অফ ও প্রিকুয়েল সিরিজ হতে যাচ্ছে।
আমাদের সকলের প্রিয় জন সিনা অভিনীত এই পিসমেকার সিরিজ।
গত আগস্টে যখন জেমস গুন এর ডিরেকশনে “দ্যা সুসাইড স্কোয়াড” মুক্তি পায়।
তখন সকলেরই মন জয় করে জন সিনার পিস মেকার চরিত্র টা।
যে কারণে ওয়ার্নারমিডিয়া কোম্পানির স্ট্রিমিং সার্ভিস এইচবিওম্যাক্স এ পিস মেকার স্পিন অফ সিরিজের ঘোষণা দেয়।
ওহ আরেকটা কথা। ব্লাক এডাম মুভির সাথে পিস মেকার সিরিজ সংযুক্ত থাকবে।
এর মানে ডিসি ফ্যানদের জন্য PeaceMaker একটি মাস্ট ওয়াচ সিরিজ হতে চলেছে।
আগামী ১৩ই জানুয়ারী ২০২২ থেকে প্রতি সপ্তাহে একটি করে নতুন এপিসোড প্রচারিত হতে চলেছে।
জেমস গুন এই সিরিজের মোট পাচটা এপিসোড ডিরেক্ট করেছে।
পিস মেকার সিরিজে মোট আটটা এপিসোড প্রচারিত হতে পারে।
পিস মেকার সিরিজ রিভিউ
পিস মেকার ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের প্রথম সিরিজ হতে চলেছে। যা শুধু ছোট পর্দায় এ আবদ্ধ থাকবে না।
বরং ছোট বড় দুই জায়গায় একই সাথে মাতিয়ে রাখবে। যেমনটা মার্ভেলের হক-আই সিরিজের বেলায় হয়ে ছিল।
জানুয়ারী ২০২১ থেকে জুলাই মাস পর্যন্ত এই সিরিজের শ্যুটিং করা হয়।
পিস মেকার সিরিজ রিভিউ | (image credit: HboMax/YouTube) |
The Suicide Squad (2021) এর পরে থেকে এই সিরিজের গল্প শুরু।
যেখানে ক্রিস্টোফার স্মিথ ওরফে জন সীনা কে দেখা যাবে, সে কিভাবে এই পিস মেকার রুপ ধারণ করে।
সেই সাথে তার গোপনীয় মিশন তো আছেই।
তবে বলে রাখা ভালো যে আমরা পিস মেকার সিজন ২ পেতে চলেছি।
ডিসির Peacemaker সিরিজের বিস্তারিত
২০২১ এর ডিসির ভার্চুয়াল ফ্যান্ডম ইভেন্টে প্রথমবারের মতো পেসমেকার এর ক্লিপ প্রকাশ করা হয়।
যেখানে ক্রিস্টোফার স্মিথ কেই নয়। তার সাথে তার পোষা ইগলের ছবি ও তুলে নিয়ে আসা হয়।
পিস মেকার সিরিজটি শ্যুটিং করতে প্রায় ১৩১ দিন সময় লাগে।
পিছ মেকার সিরিজ রিভিউ, পিস মেকার সিরিজ রিভিউ,
ডিসি পিছ মেকার সিরিজ রিভিউ, ডিসি পিস মেকার সিরিজ রিভিউ, পিছ মেকার সুপারহিরো সিরিজ রিভিউ,
peacemaker series review in bangla
ডিসির সিরিজ রিভিউ, জন সিনার মুভি, জন সিনার মুভি, জন সিনার ছবি, ডাবলু ডাবলু জন সিনা, ডাবলু ডাবলু ই জন সিনা,
Peacemaker সিরিজ বাংলা রিভিউ, জন সিনার বক্সিং, পিস মেকার, পিস মেকার সিরিজ, পিস মেকার সিরিজ রিভিউ, tvhex,
এইচবিও ম্যাক্স, Tvhex.Com, সিরিজ রিভিউ, ওয়েব সিরিজ রিভিউ, সুপারহিরো সিরিজ, সুপারহিরো,