Disclosure: This content is reader-supported, which means that if you click on some of our links. then we may earn a commission.
কিং সলোমন এর বশকৃত ৭২ ডেমনের উপর সিরিজের আজ চতুর্থ পর্ব। আজকের ডেমন “সামিজিনা”
#72_Demons_of_Hell
৭২ ডেমনের বিস্তারিত বর্ণনার ৪থ পর্ব। - Samigina
আগের পর্বগুলি পড়ুন:
৭২ ডেমনের বিস্তারিত বর্ণনার প্রথম পর্ব। - Bael বায়াল অথবা বা’আল। পড়ে নিন।
৭২ ডেমনের বিস্তারিত বর্ণনার দ্বিতীয় পর্ব। - Agares - "অ্যাগারেস" এছাড়াও 'অ্যাগারস’ বা ‘অ্যাগারিয়া’ কিংবা ‘অ্যাগারাট'। পড়ে নিন।
৭২ ডেমনের বিস্তারিত বর্ণনার ৩য় পর্ব। - Vassago - "ভাসাগো” পড়ে নিন।
কিং সলোমন এর বশকৃত ৭২ ডেমনের উপর সিরিজের আজ চতুর্থ পর্ব।
আজকের ডেমন “সামিজিনা”
![]() |
credit: google/internet |
4. Samigina ৭২ ডেমনের লিস্টের ৪ নাম্বার ডেমন হল “সামিজিনা”। একে “গ্যামিগিম” বা “গ্যামিগিন” ও বলা হয়। তার বর্ণনা অনেক স্পেল ও ম্যাজিকের বইয়ে পাওয়া যায়। সে “লেসার কী অফ সলোমন” বইয়ের চতুর্থ ডেমন এছাড়া “সামিজিনা” “সিউডেমোনার্কিয়া ডেমোনাম” বইয়ের ছেচল্লিশ নাম্বার ডেমন। “সামিজিনা” একটি সিলভার সিলযুক্ত ডেমন । সে একজন মার্কুইস অর্থাৎ উচ্চ বংশীয় । “সামিজিনা” ডেমন হওয়ার আগে এঞ্জেল ছিল। সে একজন ফলেন এঞ্জেল। হেল এর উত্তর দিকের একজন শাসক সে। হেল এর ৩০ লিজিয়ন ডেমন সে শাসন করে। বলা হয় “সামিজিনা” এপ্রিল মাসের ২০-৩০ তারিখ পর্যন্ত সবথেকে শক্তিশালী থাকে।

প্রথম ছবি সামিজিনার কাল্পনিক ছবি ও ২য় টা তার সিল।
Disclosure: This post May contains affiliate links that support our Blog.
When you purchase something after clicking an affiliate link, we may receive a commission.
Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents