ওবি ওয়ান সিরিজ রিভিউ Obi-Wan Kenobi Bangla Review

সিরিজটা দেখার আগে অনেক বেশি হাইপড ছিলাম। অনেকটাই ইনফিনিটি ওয়ার বা এন্ডগেম টাইপের (পুরোপুরি না, কাছাকাছি)। কারণ ওবি ওয়ান স্টার ওয়ার্সে আমার সবচাইতে প্রিয় ক্যারেক্টার। বাট এখন মনে হচ্ছে এই সিরিজ না আসলেই ভাল হত।
প্রথমে সিরিজের কি কি ভাল লেগেছে সেটা বলি, সবার আগে প্রিন্সেস লেইয়া। কখনোই ভাবি নি বেবি ইয়োডা বা বেবি গ্রুটের জায়গায় কেউ ভাগ বসাতে পারবে। প্রিন্সেস লেইয়া হিসেবে অভিনয় করা Vivien Lyra Blair এর জন্মই হয়েছে এই চরিত্রের জন্য।

ওবি ওয়ান সিরিজ রিভিউ Obi-Wan Kenobi Bangla Review
(image credit: Lucas Film/ Disney Plus)

লুক খুব একটা স্ক্রিনটাইম পায়নি, জান বাচাতেই ব্যস্ত ছিল বেশির ভাগ সময়। তাই তাকে নিয়ে খুব বেশি কিছু বলতে পারছি না।

প্রিন্সেস লেইয়া আর অবি ওয়ানের মুহুর্তগুলো ছিল অসাধারণ। স্টার ওয়ার্সে এমন রিলেশনের অভাব নেই (ডিন জারিন-বেবি ইয়োডা, ওমিগা-হান্টার)।
 

Obi-Wan Kenobi
spoiler Review of the series.
Personal Rating 6/10
..

এটার মত ইমোশনাল কোনটাই ছিল না। 

বিশেষ করে ফোর্থ এপিসোডে যখন অবি ওয়ানের হাত ধরে, তার মুখের অভিব্যাক্তি বলে দিচ্ছিল, ওবি ওয়ান যখন তার পাশে আছে সে তখন সবচাইতে নিরাপদ। প্লাস বিদায় নেয়ার সময় যখন লেইয়াকে তার বাবা-মায়ের কথা বলে (ব্যাকগ্রাউন্ডে জন উইলিয়ামসের প্রিন্সেস লেইয়া থিম বাজছিল)।
ম্যাকগ্রেগরকে নিয়ে বলার দরকার নাই আশা করি।
সিরিজের স্কোর দূর্দান্ত। কম্পোজারের কাছে এটা নিশ্চয়ই পাজল সল্ভের মত মনে হয়েছে।
লাইটসেবার ব্যাটলের কোরিওগ্রাফিও বেশ ভাল। বিশেষ করে অবশ্যই লাস্ট ব্যাটেলের। ফাইনাল এপিসোড নিয়ে একটু পর কথা বলছি।
এবার আসি কেন হতাশাজনক বলছি। প্রথমত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মুহুর্তের কাহিনী। এপিসোড ৩ আর এপিসোড ফোরের মাঝে এর আগে কেবল রৌগ ওয়ান আর রেবেলস সিরিজ পেয়েছিলাম। রেবেলসে একটা এপিসোডে ওবি ওয়ান ছিল। সেই এপিসোডে সে ফাইট করে ডার্থ মৌলের সাথে।
 ঐ ছোট ফাইটের মাধ্যমে বোঝা যায়, ওবি ওয়ান এখন কতটা Wise man. সে কিভাবে এই পর্যায়ে এসেছে আমি ভেবেছিলাম সেটা জানতে পারব এই সিরিজে। কিন্তু সেটা হলো না।
সিরিজটা একেবারেই টিপিকাল স্টার ওয়ারস। ছয় এপিসোডের চারটাই কিভাবে তারা ইনকুইসিটর/ভেডারের হাত থেকে পালালো সেই কাহিনী। এই কাহিনী আমরা বহু দেখেছি। অরজিনাল ট্রিলজি+সিকুয়েল, রেবেলসে অহরহ দেখেছি এসব। এখানেও সেম। আমরা জানি, ওবি ওয়ান-লেইয়া অবশ্যই বাঁচবে। 
তাই এসব স্কেপ সিনে যে তারা পালাতে পারবে আমরা জানি। অসাধারণ কিছুই ছিল না স্টোরিতে।
এরপর রিভা। আমি জানি না তার গল্প কেন এই দুইজনের গল্পের মাঝে জড়ানো হল। বাট খুবই অপ্রয়োজনীয় একটা সাবপ্লট। এবং সেটাকে ওবি ওয়ান আর ভেডারের গল্পে এনে সেম গুরুত্ব দেয়া হল।
 এই স্টোরিতে যেখানে প্রিকুয়েল আর অরজিনালকে জোড়া লাগানোর কথা, সেখানে আরো ভেজাল করে দিল। যেমন এই সিরিজে আমরা দেখলাম, ওবি ওয়ানের সাথে লুকের সাথে ভাল সম্পর্ক ছিল প্রিন্সেস লেইয়ার। 
মনে হয় না ফাইনাল এপিসোডের পর নিউ হোপ পর্যন্ত তার দেখা হয়েছে লুকের সাথে। অথচ ওবি ওয়ান যখন মারা যায়, লুক ছিল বিমর্ষ আর তাকে শান্তনা দিচ্ছিল লেইয়া!
আংকেল ওয়েন আর আন্ট বেরু স্টার ওয়ারসের সবচাইতে আন্ডার রেটেড ক্যারেক্টার। এই সিরিজেও তাদের সেভাবে আনলো না। অথচ তারাই লুককে নিজের সন্তানের মত লালন পালন করেছিল। বিশেষ করে আন্ট বেরুর সাথে লুকের বন্ডিং আবারো স্কিপ করে গেল।
কোয়াই গন ফিরবে সবাই জানত। বাট এত বাজেভাবে? প্রথম এপিসোড থেকেই ওবি ওয়ান বার বার তার মাস্টারকে ডাকছিল। দেখেই মনে হচ্ছিল, এখানে একটা ইমোশনাল ব্যাপার আছে। 
বিশেষ করে রিভেঞ্জ অফ দ্যা সিথ মুভিতে যে যখন জানতে পারে কোয়াই গন ফিরে এসছে সে খুব অবাক হয়, বাট এখানে! কোন এক্সপ্রেশন বা ইমোশনই ছিল না।
স্টোর্মট্রুপারদের এইম বাজে আমরা জানি, তাই বলে এত বাজে? থালা বাদে একটা টার্গেটও তারা অই সরু গলিতে হিট করতে পারল না?
তারপর আমার সবচাইতে বড় প্রশ্ন এপিসোড তিনে। ভেডার অই সামান্য আগুন পার হয়ে ওবি ওয়ানকে ধরতে পারত না? কেন ছেড়ে দিল সেদিন ওবি ওয়ানকে? কোন প্রশ্ন আছে? হাতের এত কাছে থেকে ছেড়ে দিয়ে আবার তাকে ধরার জন্য উন্মাদ হয়ে গেল!
যাইহোক, এই সিরিজে প্রথমে ভিলেইন হিসেবে ডার্থ মৌলকে নেয়ার কথা ছিল।পরে ভেডারকে নেয়া হল। তো, সিজিয়াই বিহীন যুগের ভেডার আর এই ভেডার অনেক তফাত। তার কিছুটা রৌগ ওয়ানে দেখা যায়। তাই আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম। এই সিরিজে এসে সে প্রথমেই যেভাবে ঘাড় মটকে মানুষ মেরে ফেললো, গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। 
ফাইনাল এপিতে দুইজনের ডুয়েল খুবই ইমোশনাল ছিল। তবে ওবি ওয়ানকে যেভাবে ভেডারের কাছাকাছি পাওারফুল দেখালো, সে অতটা কখনোই ছিল না। আমি শিওর না এটা কি লুক যেভাবে ভেডারকে ROTJ তে হারিয়েছিল, এখানেও সেম থিওরি যায় কিনা। বাট ওবি ওয়ান গত দশবছর লাইটসেবার চালায়নি। আর এদিকে রাগে ফুঁসতে থাকা ভেডার একজন সিথ লর্ড। 
ডায়ালগগুলো দূর্দান্ত। বিশেষ করে ওবি ওয়ানের বলা “Then my friend is truely dead’ কথাটা আমাকে মনে করিয়ে দিল ROTJ এর একটা মুহুর্তের কথা। দুজনের কনভারসেশন এই সিরিজের বেশ মোমেন্ট।
তবে সমস্যা হল, ওবি ওয়ান কিন্তু হত্যা করেনি ভেডারকে। অথচ কয়েকবছর পর সে লুককে ফোর্স করবে তার নিজের বাবাকে হত্যা করার জন্য। ঠিক মিললো না ব্যাপারটা।
যাইহোক, সব মিলিয়ে আমি খুবই হতাশ।

নস্টালজিক করেছে এই সিরিজ যেটা এখন ডিজনির প্যারাসিটামল। বাট ওবি ওয়ান ক্যারেক্টারকে খুব বেশি কিছু একটা দিতে পারেনি।

সে কি নিজের অনুশোচনা থেকে পুরোপুরি মুক্ত? কিন্তু কিভাবে? আস্লেই এনাকিন ডার্থ ভেডারে পরিণত হবার জন্য গোটা জেডাই কাউন্সিল দায়ী। 
এটাই আমার গোটা সিরিজ নিয়ে ভাবনা।

Obi-Wan Kenobi Series Review

Obi-Wan Kenobi is a beloved character in the Star Wars franchise, and his standalone series on Disney+ has been highly anticipated by fans. The show, simply titled “Obi-Wan Kenobi,” picks up 10 years after the events of “Revenge of the Sith,” with Ewan McGregor reprising his role as the iconic Jedi Knight.

One of the strongest aspects of the series is McGregor’s performance as Obi-Wan. He effortlessly slips back into the role, bringing a sense of gravitas and vulnerability to the character. The series explores a different side of Obi-Wan, as we see him struggling to come to terms with his failures and the loss of his former apprentice, Anakin Skywalker. It’s a nuanced portrayal that adds depth to the character and makes the audience feel a deeper connection to him.

The series also shines in its world-building. The show is set on the planet of Tatooine, and the creators have done an excellent job of bringing the desert planet to life. The cinematography is stunning, capturing the vastness and beauty of the desert, while also highlighting the harsh living conditions. The show also delves deeper into the culture of Tatooine, introducing new characters and subplots that add to the richness of the Star Wars universe.

The story itself is engaging and well-paced, with plenty of action, drama, and moments of levity. The show explores themes of redemption, sacrifice, and the cost of war, making it a thought-provoking and emotionally resonant viewing experience. The series also features a strong supporting cast, including Hayden Christensen as Darth Vader and Indira Varma as Satine, the leader of the planet Mandalore.

Overall, “Obi-Wan Kenobi” is a fantastic addition to the Star Wars franchise. It offers a fresh perspective on a beloved character, while also expanding the Star Wars universe in exciting new ways. The series is visually stunning, emotionally engaging, and features strong performances from its cast. It’s a must-watch for any Star Wars fan and it’s a great example of how Disney+ is doing a great job with the Star Wars franchise.

1 thought on “ওবি ওয়ান সিরিজ রিভিউ Obi-Wan Kenobi Bangla Review”

Leave a Comment

Total Views: 359

Scroll to Top