অনার্স প্রথম বর্ষের ভর্তি গাইড। ১ম মেরিটে ভর্তি হওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান

কিভাবে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে হয়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স প্রথম বর্ষ এর ১ম মেরিটে ভর্তি হওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান

অনার্স ভর্তি গাইড

✴️ ৩০ তারিখ ১ম মেরিটে চান্সপ্রাপ্তদের ভর্তির সময়সীমা শেষ হয়েছে। যারা ভর্তি হয়েছো সবার ভর্তি ৩১ তারিখ অর্থাৎ আজ‌কের মধ্যে এপ্রুভ হয়ে যাবে।

✳️ যারা চান্স পাওনি তারা ২য় মেরিটের জন্য অপেক্ষা করো। ২য় মেরিট রেজাল্ট খুব দ্রুতই দিয়ে দিবে। আগামী ৫/৭ দিনের মধ্যেই দিবে।

✴️ যারা ১ম মেরিটে চান্স পেয়ে মাইগ্রেশন ‘ON’ করে ভর্তি হয়েছো, তাদের মাইগ্রেশনের রেজাল্ট ২য় মেরিট রেজাল্টের সাথে প্রকাশিত হবে।

✳️ যারা ১ম মেরিট রেজাল্টে চান্স পেয়েও ভর্তি হওনি, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

✴️ যারা ২য় মেরিট রেজাল্টেও চান্স পাবেনা, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

✳️ রিলিজ স্লিপ আবেদন শুরু হতে কিছুদিন দেরি হবে। কারণ, ২য় মেরিট রেজাল্ট দেওয়ার পর চান্সপ্রাপ্তদের ভর্তি চলবে। তাদের ভর্তি শেষে বিভিন্ন কোটায় (মুক্তিযোদ্ধা, উপজাতি) আবেদনকারীদের রেজাল্ট দিবে। তারপর তাদের ভর্তি চলবে। তারপর রিলিজ স্লিপ আবেদনের নোটিশ দিবে।

কিভাবে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে হয়?
জাতীয় বিশ্ববিদ্যালয় এর অনার্স প্রথম বর্ষে যেভাবে ভর্তি হবেন বিস্তারিত জেনে নিন।

১ম মেরিটে ভর্তি হওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান

১. প্রশ্নঃ আমি ১ম মেরিটে ভর্তি হয়েছি কিন্তু আমার ভর্তি এখনো পেন্ডিং দেখাচ্ছে এপ্রুভ হয় নি, এখন আমি কি করবো?

🟢উত্তরঃ আপাতত আপনার এখন কিছুই করার নেই,৩০ তারিখ ১ম মেরিটে চান্সপ্রাপ্তদের ভর্তির সময়সীমা শেষ হয়েছে। যারা ভর্তি হয়েছেন সবার ভর্তি ৩১ তারিখ অর্থাৎ আজ‌কের মধ্যে এপ্রুভ হয়ে যাবে।

২. প্রশ্নঃ আমি ১ম মেরিটে সাবজেক্ট পাই নি, ২য় মেরিটের রেজাল্ট কবে দিবে?

🟢উত্তরঃ ২য় মেরিটের রেজাল্ট ১ম মেরিটের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ শেষ হওয়ার ৫-৭ দিন পর দিবে।

৩. প্রশ্নঃ আমি চূড়ান্ত ফরম পূরণ করার সময় মাইগ্রেশন ‘ON’ করি নাই, আমার সাবজেক্ট কি পরিবর্তন হবে?

🟢উত্তরঃ না, হবে না, মাইগ্রেশন অটোমেটিক হয় না।

৪. প্রশ্নঃ আমি ১ম মেরিটে মাইগ্রেশন ‘ ON’ করে ভর্তি হয়েছি,


মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে?

🟢উত্তরঃ যারা ১ম মেরিটে মাইগ্রেশন ‘ON’ করে ভর্তি হয়েছেন, তাদের মাইগ্রেশনের রেজাল্ট ২য় মেরিট রেজাল্টের সাথে প্রকাশিত হবে।

৫. প্রশ্নঃ আমি ১ম মেরিটে সাবজেক্ট পেয়েও ভর্তি হই নি, আমি কি রিলিজে আবেদন করতে পারবো?

🟢উত্তরঃ হ্যাঁ, যারা ১ম মেরিটে সাবজেক্ট পেয়েও ভর্তি হয় নি, তারা রিলিজে নতুন করে আবার ৫ টি কলেজে আবেদন করতে পারবে।

৬. প্রশ্নঃ রিলিজ স্লিপ আবেদন কবে শুরু হবে?

🟢উত্তরঃ রিলিজ স্লিপ আবেদন শুরু হবে (১ম মেরিট+২য় মেরিট+বিভিন্ন কোটায় মুক্তিযোদ্ধা, উপজাতি) তাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ শেষ হওয়ার পর।
ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।

অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে লক্ষ্য করুন

🔰যারা ১ম মেধা তালিকায় চান্স পাননি তারা অপেক্ষা করুন ২য় মেধা তালিকার জন্য।

🔰যারা চান্স পেয়েছেন কিন্তু ভর্তি হননি তারা অপেক্ষা করুন রিলিজ স্লিপের জন্য।

🔰১ম মেধা তালিকায় ভর্তি হয়ে যারা মাইগ্রেশন করেছেন তারা অপেক্ষা করুন ২ম মেধা তালিকার রেজাল্টের জন্য। কেননা, ২য় মেধা তালিকা এবং ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশনের রেজাল্ট একই দিনেই দিবে।

🔰২য় মেধা তালিকার রেজাল্ট ১ম মেধা তালিকর ভর্তি কার্যক্রম শেষ হওয়ার ৩ থেকে ৪ দিন পরেই দিবে।

🔰মাইগ্রেশন যারা করেন নি তাদের আর কিছুই করতে হবে না। বই কিনে পড়াশোনা শুরু করে দিন।

🔰রিলিজ স্লিপ অনেক দেরি আছে। তাই আগেই কেউ এত টেনশন বা দুশ্চিন্তা করবেন না।

রিলিজ এর আগে রিলিজ স্লিপ নিয়ে বিস্তারিত পোষ্ট আকারে তুলে ধরা হবে।

Leave a Comment

Total Views: 306

Scroll to Top