অনার্স ৪র্থ বর্ষ পরিক্ষা ২০২৩ ফ্রম ফিলাপের নোটিশ ও বিবিএ 4th Year পরিক্ষা রুটিন
কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে Honours 4th Year এর পরিক্ষার ফ্রম ফিলাপ এর নোটিশ ।
অনার্স ৪র্থ বর্ষ পরিক্ষা ২০২৩ রুটিন
অনার্স ৪র্থ বর্ষ (২০১৭-১৮ শিক্ষাবর্ষের) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ।

সেই সাথে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের শেষ সপ্তাহে বা মে মাসের ১ম সপ্তাহে।
অনার্স বিবিএ ৪র্থ বর্ষের ফ্রম ফিলাপ এর সময়
◾ সময়সীমাঃ ১২/০২/২০২৩ইং হতে ১৩/০৩/২০২৩ইং (শিক্ষার্থী কর্তৃক)। অর্থাৎ BBA Honurs 4th year form fill up এর সময় দেওয়া হয়েছে এক মাস। যা শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ।
এই সময়ের মধ্যে অবশ্যই নিজ নিজ কলেজের নির্দিষ্ট ডিপার্টমেন্টে গিয়ে স্যারদের সাথে পরামর্শ করে ফ্রম ফিল আপ এর টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
বিস্তারিত আপনার কলেজ নোটিশে জানতে পারবেন
✅ বি_দ্রঃ এ কার্যক্রমে অংশগ্রহণ করবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নিয়মিত ২০১৬-১৭,২০১৫-১৬ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।

🔥ব্রেকিং নিউজ 🔥
◾ এতে অনেকটা ক্লিয়ার, আগামী মার্চ ও এপ্রিল মাস জুড়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৩য় বর্ষের(২০১৮-১৯) পরীক্ষার আয়োজন করতে পারে। রুটিন প্রকাশে অপেক্ষা।
◾অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময়সীমাঃ ১২/০২/২০২৩ইং হতে ১৩/০৩/২০২৩ইং (শিক্ষার্থী কর্তৃক)
২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি।