ম্যালিফেসেন্ট: মিসট্রেস অফ এভিল বক্স অফিস রিপোর্ট – mistress of evil movie review
Maleficent: Mistress of Evil Box Office Collection Report
২০১৪ সালের মে মাসে প্রথম Maleficent ছবি প্রকাশের পরে, এর লিড অ্যাক্টোর জোলি বলেছিলে যে এর সিক্যুয়াল আসবে । পরে সেই বছরের জুনে দ্বিতীয় সিনেমাটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল । জোলি ২০১৬ এর এপ্রিল সিনেমাটিতে স্বাক্ষর করে । রেনিং, যিনি পাইরেটস অফ ক্যারিবিয়ানের সহ-পরিচালক ছিলেন এবং ডিজনির হয়ে ডেড ম্যান টেল নো টেলস এর ডিরেক্টর কে অক্টোবরে ছবিটি পরিচালনা করার জন্য নিয়োগ করা হয় । ২০১৮ সালে আঞ্জোলিনা জোলি শ্যুটিং এ যোগদান করে ।
ম্যালিফেসেন্ট: মিসট্রেস অফ এভিল এর বক্স অফিস কালেকশন রিপোর্ট
Release Date: October 18, 2019 US (Worldwide)
Casting: Angelina Jolie
মুভি সিরিজ: Maleficent
Ratings: n/a
Review By: Reviewhax
ম্যালিফেসেন্ট: মিসট্রেস অফ এভিল রিলিজ হয় মার্কিন যুক্তরাষ্টে 18 ই অক্টোবর, 2019 এ। বিশ্বব্যাপী ইতোমধ্যে 155 মিলিয়ন ডলারের বেশি আয় করে ফেলেছে । ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অভিনয়ের জন্য জোলি, ফ্যানিং, ইজিওফোর সহ প্রায় সবাই প্রশংসা কুড়িয়েছে। তবে সমালোচনাও ছিল দেখার মত। বিশেষ করে ” জটলা প্লট এবং অত্যধিক কৃত্রিম ভিজ্যুয়াল ” এর জন্য সমালোচক দের কাছে নেগেটিভ মন্তব্য পেয়েছে ।
বর্তমানে সিনেমাটি হলে চলছে এছাড়াও অনেকেই সিনেমাটি দেখেনি (আমিও দেখিনি) । তাই স্পইলার দিতে চাই না। শুধুমাত্র বক্স অফিস কালেকশন আর ছোট্ট খাট্টো রিভিউ দিব?।
Maleficent: Mistress of Evil Box Office Collection Report:
২০ অক্টোবর পর্যন্ত
# ডমেস্টিক :- ৩৬.১ মিলিয়ন ডলার (৩০৪ কোটি টাকা)
★ ওভারসীস :- ১১৭.৯ মিলিয়ন ডলার (৯৯০ কোটি টাকা)
★ টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রোস:- ১৫৩.৭ মিলিয়ন ডলার (১২৯৫ কোটি টাকা)
★ মুভি বাজেট:- ১৮৫ মিলিয়ন ডলার (১৫৬৬ কোটি টাকা)
★ অন্তত ৪০০ থেকে ৪৭৫ মিলিয়ন ডলার আয় করতে হবে বক্স অফিস হিট হতে ।
★ অন্তত ৫০০ মিলিয়ন ডলার আয় করতে হবে সিনেমাটি লাভবান হতে।
★ আপাতত সিনেমাটি ডমেস্টিক বক্স অফিস কালেকশন কমতির দিকে
★ বক্স অফিস কালেকশন এর ভরাডুবি। যদিও সিনেমাটি মাত্র প্রথম উইকেন্ড পার করল তাই বলা যাচ্ছে না এর ভবিষ্যৎ ।
বক্স অফিস পারফরমেন্স:-
∆ মুভিটি মুক্তির ১ম দিন আয় করে ১২ মিলিয়ন, এরপরদিন আয় ১২% বৃদ্ধি পেয়ে আয় করে ১৪ মিলিয়ন এবং ৩য় দিন আয় ৩২% ড্রপ খেয়ে আয় করে ৯ মিলিয়ন। ১ম উইকেন্ডে মোট আয় ৩৬ মিলিয়ন,যা এই বড় বাজেটের সিনেমার ক্ষেত্রে মোটেও ভালো শুরু নয়। তবে ওভারসীসে দারুণ শুরু করছে সিনেমাটি। সব্বোর্চ আয় করেছে চীন থেকে ২২ মিলিয়ন।
একনজরে ওভারসীস কালেকশন:-
চীন – ২২ মিলিয়ন
রাশিয়া- ১০ মিলিয়ন
মেক্সিকো – ৭ মিলিয়ন
ইন্দোনেশিয়া – ৪ মিলিয়ন
ইতালি – ৪ মিলিয়ন
দক্ষিণ কোরিয়া – ৪ মিলিয়ন
ব্রাজিল – ৪ মিলিয়ন
∛☞ মুভিটি কে ক্রিটিক্সরা ভালো চোখে দেখেনি । সিনেমাটির ভরাডুবির কারন হিসেবে বলা হচ্ছে অনেক দেরিতে রিলিজ হওয়া এবং প্লট নিয়ে ।
[ আপাতত মুভিটি প্রথম উইকেন্ড শেষ করছে ! ]
ক্রিটিকস রিভিউ:
♥ রটেন টমেটোস ৪১% ফ্রেশ।
♥ আইএমডিবি রেটিং ৭.১/১০
♥ মেটা ক্রিটিক ১০০ এর মধ্যে মাত্র ৪৩
♥ সিনেমাস্কোর এ এর রেটিং A
আগের উইকেন্ডে মুক্তি পাওয়া ডিসি জোকার আর সেই সাথে একই সময়ে মুক্তি পাওয়া জোম্বিল্যান্ড সিনেমাটি তরুণদের মাঝে প্রচুর জনপ্রিয়তা পায়। যার ফলে ম্যালিফেসেন্ট: মিসট্রেস অফ এভিল এর বক্স অফিস কালেকশন এ ভাটা পড়ে যায়। এর পরেও অনেকেই আশা করছে যে মেলিফিসেন্ট বক্স অফিসে হিট হবে ।
ফ্যান্টাসি/অ্যাকশন জনরার মুভিটি ১৮ অক্টোবর ডোমেস্টিকে ৩৭৯০ টি হলে মুক্তি পায়। মুভিটির রানটাইম হল ১ ঘন্টা ৫৮ মিনিট ।