Loki series Review

Loki’s Different Versions

আসন্ন Loki সিরিজে Loki এর বিভিন্ন অল্টারনেট ভার্সন এর দেখা পাওয়া যেতে পারে বলে Rumour রয়েছে। তাই তার কিছু অল্টারনেট ভার্সন এর পরিচয় এখানে তুলে ধরা হলো।


Loki:

Loki – কে কে না চেনে। God of Mischief ও Prince of Lies নামে যে অধিক পরিচিত। মেইনস্ট্রিম টাইমলাইন অর্থাৎ Earth-616 এর Loki কেই প্রধান Loki হিসেবে ধরা হয়। Jotunheim এর Frost Giant দের রাজা King Laufey এর পুত্র সে। King Laufey এর সাথে Asgard এর রাজা Odin এর যুদ্ধ এর পর Loki কে করুন অবস্থায় দেখে তাকে সে Asgard এ নিয়ে এসে নিজের সন্তানের মতো লালন-পালন করে বড় করে তোলে। কিন্তু ক্ষমতার প্রতি লোভ এর কারনে সে শেষমেশ নিজের আপনদের বিরুদ্ধেই লড়াই করা শুরু করে। হয়ে ওঠে God of Mischief!


About Loki:

  • Real Name: Loki Laufeyson
  • Gender: Male
  • Eyes: Green
  • Hair: Black
  • Height: 6′4″ (1.93 m)
  • Weight: 525 lbs (238.14 kg)
  • Origin: Frost Giant
  • Citizenship: Asgardian
  • Reality: Earth-616
  • First Appearance: Journey into Mystery #85 (October, 1962)


Lady Loki:

Ragnarok ইভেন্ট এর পর সব Asgardian দের মতো তার ও মৃত্যু ঘটে এবং সে পুনরায় আবার আগমন ও করে। কিন্তু এবার সে Lady Sif এর দেহে অবস্থান নেয় এবং পূনর্জন্ম নেওয়া Asgardian দের বিশ্বাস জেতা শুরু করে। কিন্তু অভ্যাস অভ্যাস-ই থেকে যায়, শীঘ্রই সে তার আসল রূপ God of Mischief এ ফিরে আসে এবং Doctor Doom এর বিশ্বস্ত হয়ে উঠে। Lady Sif ফিরে আসার পর সে তার আসল পুরুষ রূপে ফিরে আসে এবং যার পরপর ই Siege (2010) কমিক ইভেন্ট শুরু হয়।
  • Reality: Earth-616
  • First Apperance: Thor #5 (January, 2008)


Kid Loki:

Seige (May, 2010) কমিক ইভেন্টের শেষে Avengers দের Sentry এর ডুয়াল পার্সোনালিটি Void এর হাত থেকে বাঁচাতে গিয়ে Loki নিজেকে উৎসর্গ করে। সে সেখানে মারা গেলেও তার মৃত্যু পারমানেন্ট ছিলো না, সে আবার পূনর্জন্ম নেয় কিশোর হিসেবে।
Loki series review in Bangla
(image credit: Marvel/Disney Plus)

কিন্তু পূনর্জন্ম নিলেও তার আগের কোনো স্মৃতি ই মনে ছিলোনা, শুধুমাত্র ঘুমানোর সময় সে তার আগের জন্মের অনেক কিছু স্বপ্নে দেখতো যা সে দুঃস্বপ্ন মনে করতো। Thor তাকে সাহায্য করার জন্য Asgard এ নিয়ে যায় তাকে সাহায্য করার জন্য যেখানে তার বিকাশ ঘটে।

  • Reality: Earth-616
  • First Appearance: Thor #617 (November, 2010)

# Mythology and Gods in MCU!

Variants of Loki in Disney Plus series!

☣️ Frost Giant Loki:

এটি ছিলো Thor এর প্রথম মুভিতে দেখানো কাহিনির রেফারেন্স। Thor মুভিতে দেখা যায়, Loki কে Jotunheim থেকে পাওয়ার পর তার Frost Giant দের মতন নীল রূপ থেকে মানুষের রূপে পরিনত করে Spell এর মাধ্যমে। কিন্তু এই Loki কে Frost Giant হিসেবে দেখা যায় অর্থাৎ সেই আর্থ এর Loki কে Odin পায়নি অথবা তাকে পেলেও তাকে মানুষের রূপে পরিনত করেনি। এও হতে পারে সে Jotunheim এর রাজা।
Loki series review in Bangla
(image credit: Marvel/Disney Plus)

☢️ Hulk Loki:

এটি ছিলো The Avengers মুভিতে দেখানো Loki ও Hulk এর মুখোমুখি হওয়ার দৃশ্যটির রেফারেন্স হিসেবে। The Avengers মুভিতে Hulk এর হাতে. বেদম পিটুনি খাওয়ার পর Loki, Hulk এর থেকে দূরত্ব মেনে চলে। কিন্তু সে দেখতে পায়, অন্য এক আর্থে Hulk আর Loki এর সমন্বয়ে এক Loki বিদ্যমান যে কিনা দেখতে Hulk এর মতন।
Loki series review in Bangla
(image credit: Marvel/Disney Plus)

☣️ Cyclist Loki:

Loki Series এ যেই Cyclist Loki কে দেখা যায় তার হাতে ছিলো Tour de France trophy যা এক স্বনামধন্য Cycling Tournament এর ট্রফি। মজার ব্যাপার হলো ২০১৮ সালের Tour de France এর ট্রফি টি হারিয়ে যায় যা এখনো খুঁজে পাওয়া যায়নি। What if Loki stole that trophy XD
আর ও একটি মজার ব্যাপার হলো, Cyclist Loki এর যেই ফটোটি তা ছিলো Thor: Ragnarok মুভির সময়কার Tom Hiddlestone এর একটি সেট ফটো যা ফটোশপের মাধ্যমে Cyclist Loki তে রুপান্তর করা হয়।
Loki series review in Bangla
(image credit: Marvel/Disney Plus)

☢️ Viking Loki:

Viking Loki ছিলো Mighty Thor কমিক হতে রেফারেন্স যেখানে Loki তার অতীতে Viking Era এর সময়কার কাহিনি শোনায়। Mighty Thor #6 কমিকের কভারে এই Viking Loki কে দেখা যায়। অবশ্য MCU এতেও বলা হয়েছে Viking Era এর সময় হতে Asgardian রা পৃথিবীতে ভ্রমন করতো এবং তাদের কে Viking রা God হিসেবে মানতো।
Loki series review in Bangla
(image credit: Marvel/Disney Plus)

☣️ Trickster Loki: 

Thor ও Loki সহ Asgardian রা Norse Mythology এর অংশ। কিন্তু সিরিজে দেখানো Trickster Loki টি ছিলো Greek Mythology এর গড “PAN” এর আদলে তৈরী। বাকানো শিং, দাড়ি, ছাগলের মতন পা যা Pan এর সাথে সাদৃশ্যপূর্ণ। Pan কে God of Wild বলা হয়ে থাকে তার প্রকৃতি ও সংগীত এর প্রতি ভালোবাসার কারনে। PAN was the god of shepherds and hunters, and of the meadows and forests of the mountain wilds. এছাড়াও তার ভিতর যৌনকামনা অনেক :3 তার বাবা Hermes ও Loki এর মতন দুষ্ট প্রকৃতির গড।
Loki series review in Bangla
(image credit: Marvel/Disney Plus)

☢️ Lady Loki:

Lady Loki কমিক হতেই তুলে আনা হয়েছে। যদিও সিরিজের Lady Loki এর অরিজিন এর সাথে কমিকের মিল নেই। কমিকে দুটি Lady Loki কে এখন পর্যন্ত দেখা গেছে। যার মধ্যে একজন ছিলো অল্টারনেট ইউনিভার্স এর এবং আরেকজন হলো মেইন টাইমলাইন (Earth-616) এর Loki যখন Lady Sif এর দেহে অনুপ্রবেশ করে মেয়ে হয়ে যায়।
Loki series review in Bangla
(image credit: Marvel/Disney Plus)

Loki সিরিজের এপিসোড ৪ এর পোস্ট ক্রেডিট সিনে আমরা Loki এর আরও নতুন ৪ জন ভ্যারিয়েন্ট দেখতে পাই। যাদের সম্পর্কে নিচে তুলে ধরা হলোঃ
Loki series review in Bangla
(image credit: Marvel/Disney Plus)

☣️ Old Loki:

Old Loki হিসেবে আমরা যাকে দেখতে পাই তার কস্টিউমটি ছিলো হলুদ ও সবুজের মিশেলে তৈরি যা এতদিন দেখে আসা MCU এর Loki হতে সম্পূর্ন আলাদা। আসলে এটি ছিলো Comic এর Classic Loki এর এডাপ্শন। সম্পূর্ন কমিক এক্যুরেট লুক ছিলো এটি। হতে পারে এই Old Loki আসলে কমিকের Earth – 616 থেকেই এসেছে। লিকড ফটোতে সামনের এপিসোডে তার আরো গুরুত্বপূর্ণ  রোল থাকবে বলে দেখা গেছে।

☢️ Kid Loki:

Kid Loki কেও কমিক হতে তুলে আনা হয়েছে। কমিকে Adult Loki বা Prime Loki যখন Void এর বিরুদ্ধে Avengers দের লড়াইয়ে সাহায্য করতে যায় তখন সে মৃত্যুর মুখোমুখি হয়। কিন্তু মৃত্যু কি God of Mischief কে আটকাতে পারবে? ঠিক ই সে তার মৃত্যু কে trick করে পুনর্জন্ম নেয় এক কিশোর হিসেবে। কিন্তু তার আগের কোনো স্মৃতি ই মনে থাকেনা পুনর্জন্মের পর। এই Kid Loki এর আদলেই আমরা সিরিজে সেই কিশোর বয়সী Loki কে দেখি।

☢️ Boastful Loki:

এই Loki এর হাতে হাতুরির মতন দেখতে এক অস্ত্র দেখা যায়। হতে পারে তা Thor এর Mjolnir এর কোনো এক রূপ অথবা এটি শুধুই এক সাধারন অস্ত্র। তবে এই Loki, Worthy Loki কিনা তা এখনো নিশ্চিত নয়। কমিকে এর অনুরূপ কাউকে দেখা যায়নি। কিন্তু এই Loki কে দেখতে অনেকটা warrior এর মতন ই লাগছে। যুদ্ধ-বিগ্রহে তার হাত অনেক প্রসারিত হতে পারে।

☣️ Reptile Loki:

Kid Loki এর কোলে এক Crocodile কে Loki এর সেই Significant Horns এর হেলমেট দেখা যায়। কমিকে এর কোনো উপস্থিতি নেই। তবে হতে পারে, কমিকে Thor কে Loki একবার এক ব্যাঙে পরিনত করে। যা থেকে অনুপ্রাণিত হয়ে হয়তোবা এই Reptile Loki কে দেখানো হয়েছে।

Leave a Comment

Total Views: 301

Scroll to Top