Downloan Salman Khan Kisi Ka Bhai Kisi Ki Jaan (2023) Hindi 1080p | 720p | 480p Web DL – 2.2 GB |1.1 GB | 460 MB Mega Drive Link
Download Kisi Ka Bhai Kisi Ki Jaan (2023) Hindi 1080p | 720p | 480p WebHD x264 AAC – 2.6 GB | 1.2 GB | 450 MB

Kisi Ka Bhai Kisi Ki Jaan Release Info
Title: Kisi Ka Bhai Kisi Ki Jaan
Year: 2023
Size: 1.6GB
Quality: Bluray
IMDb: 7.1/10
Language: Hindi
All Genres: Action, Comedy
Plot: The eldest brother refuses to marry since he believes it may create disharmony in his big family. His brothers, who’ve already found partners, come together to find a match for him.
🎬 Kisi Ka Bhai Kisi Ka Jaan
শুরুতেই বলি, এই মুভির কোনো সমস্যাই ছিলো না যদি না এতে সালমান খান অভিনয় না করতো৷
সালমান খান অভিনয় না করলে এটা সেই ৮-১০ টা ছবির মতোই ফ্লপ হতো কেউ দেখতো না।
প্রথমত রিমেক তারউপর এমন দুর্বল স্টোরিতে কেনো অভিনয় করলেন সালমান খান? একজন মহল্লা দখল আর তাদের রক্ষা করবে এক ভাইজান।

ভাইজান তিন জনের নিজের ভাই না হয়েও অনাথ থেকে একাই মানুষ করেসেন আর আর এটা শুনে কেঁদে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরা, ভগবানের কাছে প্রার্থনা করতেই ভাবি আসা, ভাই আসার সময়, হেরে যাওয়ার সময় ছিটি মারা।
আপনারা যারা মুভি দেখেন বুঝেন তারাই বলতে পারবেন এসব কি ছিলো?এক্টিং বলতে এই মুভিতে ভেঙ্কাটেশ ও তার পরিবারের এক্টিং ছাড়া আর কিছুই ছিলো না। ড্যান্সার, সিঙ্গার দিয়ে এ্যাক্ট করালে ভালো কিছু কখনোই পাবেন না।
সালমান খান অনেক বড় সুপারস্টার, তার এক্টিং নিয়ে বলা সহজ নয়। কিন্তু সেও অনেক সিনে খুবই বাজে এক্সপ্রেশন দিসে, দেখে মনে হবে এসব সিন সে ১-২ টেকেই করে ফেলসে তবে কিছু সিনে বেশ ভালো এক্টিংও করেসে।ডিরেকশন খুবই দুর্বল।
সিন মনে ধরার মতো নয়, কানেক্ট করার মতো না। সবাইকে সিন বলে দেওয়া হয়েসে আর যে যার যার মতো করেসে। আপনি একটা সিন ভেবেসেন সেটা তো পর্দাতেও ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে, ডিরেকশন এমন হলে হবে না যে দেখে মনে হবে সার্কাস নাকি!
ছবি শুরু হতে না হতেই গান, যার সাথে কোনো মিল নেই কিছুই। যাই হোক, দুর্বল স্টোরিকে যতটুকু ভালো ভাবে দেখানোর সুযোগ ছিলো ঠিক ততটুকুই বাজেভাবে দেখানো হয়েসে। এক জায়গায় পূজা, শেহনাজ হায়দ্রাবাদে এমন ভাবে গাল লাগালো মনে হবে যেনো এ্যায়ার্ড ফাঁশন।
Kisi Ka Bhai Kisi Ki Jaan (2023) Hindi 1080p | 720p | 480p HDRip x264 AAC – 2.6 GB |1.2 GB | 450 MB Mega Drive Link
এই মুভিতে সালমানের বড় চুল রাখার আইডিয়ার যার ছিলো তাকে আর কোনো মুভির আশেপাশেও আসতে দেিয়া উচিত না। “Naiyo Lagda” গান ও ট্রেন সিনে সালমানের লুক দেখার মতো ছিলো না। ডিরেকশন বলতে মুভির ৩-৪ টা একশন সিনই ভালো ছিলো, সালমানকেও সেই লেগেসে!
যারা সালমান খানের বড় ভক্ত, তারা শুধুমাত্র দেখার জন্য যে এটায় ভাইজান কেমন করেসে, তার জন্য একবার দেখতে পারে।
Table of Contents
তাছাড়া কিছুই নেই! আপনার মতামত নাও মিলতে পারে, আপনার আরো ভালো-মন্দ লাগতে পারে।
Kisi Ka Bhai Kisi Ki Jaan (2023)
145 min | Action, Comedy, Drama | 21 Apr 2023
IMDb Ratings : (N/A)
Rotten Tomatoes :
Storyline : The eldest brother refuses to marry since he believes it may create disharmony in his big family. His brothers, who’ve already found partners, come together to find a match for him.
Director : Farhad Samji
Cast(s) : Salman Khan, Pooja Hegde, Venkatesh Daggubati
Language : Hindi
Quality : HD Web DL
Resolution : 480P | 720P | 1080P
Size : 470MB | 1.1GB | 2.2GB
kisi ki bhai kisi kajaan
শুরুতেই মুভিটার পজেটিভ দিক নিয়ে কথা বলি-
১.সিনেমেটোগ্রাফি: সিনেমাটির সিনেমেটোগ্রাফি, লোকেশন সেট এরাঞ্জমেন্ট যথেষ্ট ভালো ছিল।এমনকি রাধে, দাবাং ৩ এগুলার থেকে একশান সিন, ভিএফক্স (যদিও কম কাজ ছিল) যথেষ্ট ডিসেন্ট ছিল মেট্রো ফাইট, জিমে ফাইট ভালোই ছিল।
২.এই ফিল্মের গানগুলো খারাপ ছিল না , যারা বাজে বাজে বলে গলা ফাটাচ্ছে এরা সুযোগ পেয়ে হুদাই ট্রল করতেছে।
৩.মুভিটার আইডিয়া গুলা ভালো ছিল বাট স্কিপ্ট এবং ডিরেকশন এর অভাবে আইডিয়া গুলা ভালোভাবে কাজে লাগে নাই।
৪.ফাস্ট হাফে ভাগস্রির সিন টা সুন্দর ছিল।
৫.সালমান এর বড় চুল বাদে বাকি সবখানেই তাকে ডিসেন্ট লেগেছে,ফিটনেস টাও রিসেন্ট মুভিগুলোর তুলনাই মারাত্মক ছিল।
এবার আসি খারাপ দিকগুলোই। এই মুভির খারাপ দিক বলে শেষ করা যাবে না।
১.সব কথার এক কথা একজন এত বড় স্টাররে কেন রিমেক করতে হবে?মানলাম সালমানের বাস্তব জীবনের ব্যচলর লাইফ আর ভাইজান তকমা নিয়ে বানাইতে চাইছে মুভি টা তাই বলে এই রিমেক!!
২.মুভিতে অনেক ইলিমেন্টস অ্যাড করতে চাইছিলো যেমন একটু ইমোশন, একটু রোমান্স, একটু অ্যাকশন।
কিন্তু ভাই এই দুর্বল স্কিপ্ট কি এত চাপ সইতে পারবে!
৩. মুভির ডিরেক্টর লর্ড সামজির কি গা* খায়া ডায়ালগ লেখছে নাকি আল্লাহ ই জানে আর সালমান ই বা এইসব ডায়ালগ নিজের মুভিতে রাখল কিভাবে।
৪.এই যুগে এসেও ৭-৮ টা গান কেন? বিষয় টা বুঝতে পারি নাই যদিও লেন্থ কম ছিল বলে হজম করা গেছে।
৫. ফিল্মে কখন প্রেম হয়ে গেল পুজা- সালমান এর তাই বুঝা গেল না।
সালমান এর লুক, ফিটনেস নিয়ে কোন অভিযোগ নেই। এই ৫৭ বছর বয়সেও সুন্দর সুঠম দেহ দিয়ে হিরোইজম বজাই রাখার জন্য যথেষ্ট কিন্তু সে কোন দুঃখে আগলা চুল লাগাইতে যাই? আজেবাজে খাপ ছাড়া স্কিপ্ট চয়েস করে! বাজে ডিরেক্টর, বাজে ডিরেকশন!!
Kisi Ka Bhai Kisi Ki Jaan (2023) Hindi V2 HQ Pre-DvDRip – 480P | 720P | 1080P – x264 – 450MB | 1.2GB | 2.6GB – Download & Watch Online
ঘুরের ফিরে একই গল্প সব গল্পের শেষে শার্ট খুলে ক্লাইমেক্সে ডিসুম ডিসুম দিয়ে আর কত!
নতুন কিছু আনুন -ভাল ডিরেক্টরদের সাথে ভালো কাজ করুন-আপনার এত বড় ফ্যান বেজের ভাষা বুঝুন।😞
নিজের মতামত জানিয়ে দিন। ধন্যবাদ..❤️
Kisi Ka Bhai Kisi Ki Jaan