Iron Fist Origin in Bangla
“A man fights with his mouth when his fists are lacking.”
— Iron Fist
Powers & Abilities:
- Chi Enhanced Physiology: ড্রাগন কে হারানোর মাধ্যমে Danny একধরনের Mystical Spiritual Energy বা Chi ব্যাবহার করার ক্ষমতা লাভ করে। ড্রাগনের গলানো Heart এর মিশ্রনে তার হাত চুবানোর পর সে ড্রাগনের Chi শোষন করে নেয়। Book of Iron Fist পড়ার পর সে তার পূর্বের সকল Iron Fist দের সম্পর্কে জানতে পারে এবং তারা কিভাবে Chi এর ব্যাবহার করেছে তা জানতে পারে। যার মাধ্যমে সে আরো দক্ষ ও নতুন নতুন কৌশল শিখে নিজেকে আরো শক্তিশালী করে গড়ে তোলে।
- Peak Human Physical Conditioning: চি ব্যাবহার করা ছাড়াই সে যেকোনো সাধারন মানুষের চেয়ে অনেক শক্তিশালী। সে অলিম্পিক লেভেল অ্যাথলেট ও জিমন্যাস্ট। তার Stamina, Strength, Agility সমূহ Peak Human Level এর।
- Chi Augmentation: Chi এর প্রতি ফোকাস করার মাধ্যমে সে তার প্রাকৃতিক ক্ষমতাগুলি অসাধারন স্তরে বা Superhuman Level এ উন্নীত করতে পারে।
- Iron Fist Punch: Chi এর শক্তি তার হাতে ফোকাস করে শক্তিশালী করে তোলে এবং তার হাত জ্বলজ্বল করতে থাকে। তখন তার পাঞ্চ গুলো অনেক শক্তিশালী হয়ে উঠে এবং তার হাতে আঘাত করলেও সে কোনো ব্যাথা অনুভব করেনা তখন।
- Chi Enhanced Speed: Chi ব্যাবহার ছাড়াই সে ৩৫ মাইল প্রতি ঘন্টায় দৌড়াতে পারে। Chi ব্যাবহার করার পর সে এত দ্রুত হয়ে যায় যে খালি চোখে তাকে দেখাই যায়না।
- Chi Enhanced Reflexes: তার প্রতিক্রিয়া এতই দ্রুত যে তার মাথার সামনে বন্দুক ঠেকিয়ে গুলি করা হলেও সে তা পাশ কাটিয়ে চলে যায়। বাতাসে থাকা তীর বা বুলেট কে ডজ দিয়ে ধরে ফেলতে পারে বা সেগুলোর গতিপথ বদলে দিতে পারে।
- Chi Enhanced Durability: সাধারন অবস্থায় ই তার দেহের টিস্যুগুলি অনেক শক্ত। Chi ব্যাবহার করে সে তার স্থায়িত্ব এর বাড়িয়ে তুলে যে একবার এক নিউক্লিয়ার বোমার বিস্ফোরন থেকেও সে কোনো ক্ষতির লক্ষন ছাড়াই বেরিয়ে আসে।
- Chi Enhanced Sense: তার আশেপাশের অবস্থা সম্পর্কে অনুভুতি তুখোড়। পিছন থেকে হটাত করে কেউ তাকে আঘাত করতে আসলে সে আগেই টের পেয়ে যায়। পাশের রুমে কেউ থাকলে তা ও বুঝতে পারে। তার অনেক Sharp Eyesight, কোনো নতুন জায়গায় গিয়েও অনেক কিছু বুঝে ফেলতে পারে, অনুভব করতে পারে।
- Chi Enhanced Healing: সে নিজেকে ও চাইলে অন্যকেউ কেও Heal করতে পারে।
- Chi Manipulation: বিভিন্ন ইল্যুশন তৈরী করে শত্রুকে হিপ্নোটাইজ করে ফেলতে পারে।
- Empathy: অন্য ব্যাক্তি বা প্রানীর অনুভূতি, আবেগ ও উদ্দেশ্য অনুভব ও বুঝতে পারে এবং নিজের অনুভুতি ব্যাক্ত করে অপরকে প্রভাবিত করতে পারে।
- Energy Absorption: অনেক সময় সে শক্তি শোষন করে তা নিজের Chi এর Augmantation এ ব্যাবহার করে।
- Environmental Adaption
- Mind Meld: অন্য কারো সাথে নিজের মাইন্ড শেয়ারের মাধ্যমে কিছু সময়ের জন্য নিজেদের মধ্যে জ্ঞান, আবেগ ও স্মৃতি ভাগ করে নিতে পারে।
- Dimensional Travel
- Master Martial Artist
- Weapons Master
- Nervous System Control
- Pressure Point Locator
- Master Acrobat
- Pressure Point Locator
Intelligence | 3 | ||||||
Strength | 2 | ||||||
Speed | 2 | ||||||
Durability | 3 | ||||||
Energy Projection | 3 | ||||||
Fighting Skills | 6 |
Trivia:
- একবার সে Colossus কে এক পাঞ্চেই অজ্ঞান করে দেয়।
- Chi ব্যাবহার করে সে তার Cancer ঠিক করেছে।
- Matt Murdock এর সিক্রেট আইডেন্টিটি বাঁচাতে সে একবার Daredevil হয়েছিলো।
- বিরাট হ্যালিকারিয়ার ও নিউক্লিয়ার বোমা ভর্তি ট্রেইন সে এক পাঞ্চেই ধ্বংস করেছিলো।
- Danny এর সৎবোন Miranda, Death Sting নামে পরিচিত।
- K’un-Lun স্বর্গের সাত শহরের অন্তর্ভূক্ত একটি শহর।