Hawkeye series bangla Review
হকয়াই সিরিজ বাংলা রিভিউ
হকআই যে কিনা ক্লিন্ট বার্টন নামেই পরিচিত। তবে এভেঞ্জার্স ইনফিনিটি ওয়্যার মুভির পরে, সে নিজের আইডেনটিটি পরিবর্তন করে।
{tocify} $title={Table of Contents}
যা আমরা আভেঞ্জার্স এন্ডগেম এ তাকে নিনজা রুপে মানে ‘রোনিন’ চরিত্রে দেখতে পাই।
হকয়াই সিরিজের টাইমলাইন হচ্ছে ২০২৪ সালে। যা এন্ডগেমে থেকে কয়েকবছর পরেই।
হকাই ১৯৬৪ সালের সেপ্টেম্বরে স্টান লি ও ডন হেক দের দ্বারা নির্মিত হয়। যেখানে সে টেলস অব সাসপেন্স এর #৫৭ তম ভলিউমে নিজের আত্মপ্রকাশ করে।
২০১১ সালে থর সিনেমায় জেরেমি রেনার “ক্লিন্ট বার্টন” চরিত্র বড় পর্দায় তুলে নিয়ে আসে।
কিন্তু বড় পর্দায় আসার ১০ বছর পরেও হকয়াই এবং ব্লাক উইডো চরিত্র কে নিজেদের সোলো মুভি/সিরিজে।
না নিয়ে আসায় ভক্তদের রোষানলে পড়তে হয় মার্ভেল স্টুডিও ও কেভিন ফেইগি কে।
জেরেমি রেনারের হক আই সিরিজ রিভিউ
ইনফিনিটি ওয়্যার মুভির মুক্তির পর পরেই মার্ভেলের বস কেভিন ফেইগি নিজে ব্লাক উইডো এর সোলো মুভি তৈরির ঘোষণা দেয়।
|
হক আই সিরিজ রিভিউ
(image credit: Marvel Entertainment/ YouTube) |
অন্যদিকে ডিজনি প্লাসের জন্য হক-আই সিরিজের ঘোষণা দেয়। যার মাধ্যমে ক্লিন্ট বার্টন অবসরে চলে যাবে এবং তার বদলে কেট বিশোপ নিজেকে হকয়াই রুপে সামনে নিয়ে আসবে।
তবে ক্লিন্ট বার্টন কিন্তু অবসরে যাওয়ার সিরিয়ালে প্রথম নয়। এর আগে ক্যাপ্টেন আমেরিকা ওরফে স্টিভ রজার্স অবসরে চলে যায়।
যদিও এই সিরিজে কেট বিশপ কে ক্লিন্ট বার্টনের দায়িত্ব তুলে দেওয়া হবে। তার পরেও হকয়াই ভক্তরা আশা করতেই পারে।
এই মিনি সিরিজে ক্লিন্ট বার্টন ওরফে জেরেমি রেনার প্রাপ্য সম্মানটুকু পাবে।
হকাই সিরিজের ভিলেন কে?
হকাই সিরিজের ভিলেন হল ইকো।
ইকো কেন হকয়াই কে মারতে চায়?
এর সহজ উত্তর হচ্ছে, ইকো ওরফে মায়া লোপেজ এর বাবা যে কিনা ট্র্যাক স্যুট মাফিয়া গ্যাং এর সদস্য ছিল । তাকে রোনিন মেরে ফেলে। যা মায়া লোপেজ দেখে ফেলে।
রোনিন মানে হক-আই যে ব্লিপের পরে নিজেকে নিঞ্জা ফাইটার্স এ ট্রান্সফরমেশন করে।
Hawkeye Series Review In Bangla
৬ পর্বের এই হক আই সিরিজ কেমন হবে সে নিয়ে অনেক বাক বিতর্ক ছিল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এর ভক্তদের মাঝে।
তবে চতুর্থ এপিসোডেই পুরা ফাটিয়ে দিয়েছে ইয়েলেনা বিলোভা চরিত্রটি। ওহ হ্যা ইনি কিন্তু নাতাশা রোমানোফ এর বোন এবং নিজেও এক ব্লাক উইডো।
এই ইয়েলেনা ক্লিন্ট বার্টন কে মারতে চায়। কারন সে ভাবে যে নাতাশা কে ক্লিন্ট মেরেছে এই ভেবে।
হক আই সিরিজে কিংপিন আছে কি?
এইটা একটা বড় প্রশ্ন ছিল। আসলে এর আগে নেটফ্লিক্সের অরিজিনাল ডেয়ারডেভিল সিরিজে ভিনসেণ্ট ডোওফ্রিও উইলসন ফ্রিস্ক চরিত্রে অভিনয় করে পুরাই আগুন লাগায় দিয়েছিল।
এখন এই উইলসন ফিস্ক ওরফে কিংপিং চরিত্রে অন্য কাউকে নিলে মার্ভেল ইউনিভার্সে যে যুদ্ধ লেগে যেত, তা তো নিশ্চিত। যে কারণে আগের অভিনেতা কেই উইলসন ফ্রিস্ক চরিত্রে রাখা হচ্ছে।
এর মানে Kingpin আছে এই হক আই সিরিজে?
জ্বি কিংপিন আছে। শুধু তাই নয়, এই কিংপিনই হলো মায়া লোপেজ ওরফে ইকো এর কাকা 😁।
হক-আই সিরিজে ডেয়ারডেভিল আছে?
না হক-আই সিরিজে আপাতত ডেয়ারডেভিল কে দেখা যাবে না। তবে উইলসন ফ্রিস্ক থাকায় ভবিষ্যতে হয়ত ডেয়ার ডেভিল ওরফে ম্যাট মার্ডক কেও দেখা যেতে পারে।
ডিসেম্বরের ১৭ তারিখে রিলিজ হওয়া স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম এ স্পাইডার ম্যান এর উকিল হিসেবে ম্যাট মার্ডক ওরফে স্বয়ং ডেয়ারডেভিল কে দেখা গেছে।
আর এই চরিত্রে আছে আমাদের এক মাত্র চার্লি কক্স। যাকে নেটফ্লিক্সের ডেয়ারডেভিল, দ্যা ডিফেন্ডার সিরিজ গুলিতে ম্যাট মার্ডক বা ডেয়ারডেভিল চরিত্রে দেখা গেছে।
‘ওয়াকান্ডা ফরেভার’ Wakanda Forever Movie Review
আপাতত হক আই সিরিজের মাত্র ৫ টা এপিসোড প্রচার হয়েছে। তাই সিজন ফিনালেতে কি হবে সেটা নিয়ে আমি পুনরায় বিস্তারিত লিখব।
- hawkeye on Wikipedia
- হক আই সিরিজ on imdb
thanks everyone for reading this Article
হক আই সিরিজ রিভিউ
(image credit: Marvel Entertainment/ YouTube) |
Hawkeye 2021 TV series Review in Bangla,