Halo Series Review হালো সিরিজ রিভিউ

Steven Spielberg এর প্রযোজনায় ভীষণ জনপ্রিয় Halo গেম ফ্র্যাঞ্চাইজি নিয়ে বানানো এই টিভি সিরিজ।

🎬 Series: Halo (2022)

হালো সিরিজ রিভিউ
(image credit: Paramount Plus)
🎭Genre: Action, Sci Fi
🎐 Network: Paramount +
🎟️Season:1
     Episodes:9
🎀RT:70%
     IMDb:7.0
     PR: 5.5
No Spoiler
🎁Plot: Spartan রা হল মানবজাতি র সবচে প্রশিক্ষিত আর শক্তিশালী সেনা। টাইটেনিয়াম আর্মারের মত তাদের মন ও দুর্ভেদ্য। 
একটা স্পেশাল চিপের জন্য আশেপাশে লাশের স্তূপ জমে গেলেও তাদের বিন্দুমাত্র ইমোশন কাজ করেনা। কিন্তু যখন একটা রহস্যময় Alien Artefacts তাদের টিমের চিফের হাতে পড়ে, তখন সব হিসাবনিকাশ পাল্টে যেতে শুরু করে।
🎧 Review: ট্রেইলার দেখেই বুঝে গিয়েছিলাম যে ধুন্ধুমার লেভেলের একশন সিরিজ হতে চলেছে।
টিভি সিরিজ হিসাব করলে ভায়োলেন্স VFX সহ টেকনিক্যাল প্রায় সব দিকেই অসাধারণ লেগেছে সিরিজটা। 
Spartan দের আর্মার সহ একশন সিকুয়েন্স গুলো যতোটা সম্ভব গেম কে ফলো করেই বানানো হয়েছে। Creature Design গুলো ও ভাল লেগেছে।
কিন্তু সিরিজের আসল সমস্যা হল চিত্রনাট্য। মাঝপথে সিরিজ খেই হারিয়ে ফেলেছিল, যদিও শেষ টা বেশ ভালভাবেই কাভার আপ দিয়েছে। বেসিক প্লট টা খুব ই কমন । 
Master chief  চরিত্রে Pablo Schreiber কে মানাবে এটা নিয়ে কোন সন্দেহ ছিল না। বডি বিল্ড,লুক সবদিকেই পারফেক্ট।
কিন্তু স্ক্রিপ্ট ঠিকমত ব্যবহার ই করতে পারেনি।  বরং নারী চরিত্র গুলোকে খুব সুন্দর ভাবে ডেভেলপ করা হয়েছে।
সবশেষে বলব , একশন সিরিজ হিসাবে Halo হতাশ করবে না মোটেও। 
#Also Read:  লাল সিং চাড্ডা মুভি রিভিউ
তবে প্লট নিয়ে ভাবলে দুর্বলতার শেষ নেই সিরিজে। সামনে সেকেন্ড সিজন আসবে।

Leave a Comment

Total Views: 347

Scroll to Top