GUARDIANS OF THE GALAXY VOL 3 ফিল্মের প্রথম উইকেন্ড বক্স অফিস রিপোর্ট
- ডমেস্টিক গ্রোস – $114 Million
- ওভারসিস গ্রোস – $168.1 Million
▫️ওয়ার্ল্ডওয়াইড গ্রোস – $282.1 Million
⭕ বাজেট – $250 Million
➡️ Covid-এর পর হলিউডের ৮তম হায়েস্ট গ্লোবাল ওপেনিং।
➡️ MCU-এর ক্রমাগত ৬টি ফিল্ম ডমেস্টিকে $100 Million+ ওপেনিং তুলতে সক্ষম হলো।
➡️ Guardians Of The Galaxy ট্রিলজির সর্বোচ্চ গ্লোবাল ওপেনিং।
➡️ এই বছরের এখনো ২য় সর্বোচ্চ ডমেস্টিক এবং গ্লোবাল ওপেনিং।
➡️ বক্স অফিসে হিট হতে কমপক্ষে বিশ্বব্যাপী $700 Million গ্রোস তুলতে হবে।
মুক্তি পেল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এর নতুন সিনেমা গার্ডিয়ান্স অফ দ্যা গ্যালাক্সি ভলিউম ৩।
Table of Contents
Movie: Guardians of the Galaxy Vol. 3
Release date: 3rd May 2023 (Italy) / [5th May Worldwide]
Director: James Gunn
IMDB rating: 8.4/10 (আরো অনেক বাড়বে)
গার্ডিয়ান অফ দ্যা গ্যালাক্সি মুভি রিভিউ
Guardians of the Galaxy vol.3 হচ্ছে MCU Phase 5 এর দ্বিতীয় মুভি। আমরা সবাই জানি যে Phase 4 টা fans দের খুবই dissapoint করেছে, তবে সবাই ভেবেছিল যে Phase 5 টা ভালো করে শুরু করবে ।
কিন্তু Ant Man Quantumania তেমন একটা success আনতে পারেনি। তবে এখন মনে হচ্ছে Marvel এখন comeback করতে পারবে এই GOTG Vol.3 মুভি টা দিয়ে, Marvel অনেকদিন পর আবার track এ ফিরেছে।
মুভিটার ব্যাপারে যদি এক কথায় বলি তাহলে Makers-রা খুবই যত্ন সহকারে বানিয়েছে, অসাধারণ ত হবেই,পরিচালক যেহেতু James Gunn, expectations fullfill করতে পেরেছে।
Story-র ব্যাপারে কিছু বললাম না, কিছু বললেই spoiller হয়ে যাবে।
সবার performance নিয়ে যদি বলি তাহলে প্রত্যেকটা cast খুবই ভালো কাজ করেছে, বিশেষ করে Villain High Revolutionary
পুরো মুভিটাতে Rocket Racoon আর High Revolutionary-র উপর focus করা হয়েছে, এখানে Rocket এর Origin দেখানো হয়েছে যা কিছুটা দুঃখজনক।
এখন যদি technical aspects নিয়ে কথা বলি তাহলে, এটা Visually IMPRESSIVE, VFX এবং Cinematography ছিল অসাধারণ, বিশেষ করে ক্যামেরার কাজ, মুভির climax এ একটা sequence আছে যেখানে একটা One Take Action sequence আছে।

এত সুন্দভাবে কোরিওগ্রাফি করা হয়েছে যে এটাকে আপনারা Marvel এর one of the best action sequence বলতে পারবেন।
মুভিতে এমন অনেক moments আসে যেখানে Serious Situation গুলাতে এমন এমন One liner jokes দেয় যা Hilarious ছিল, এখানে Groot কে খুবই Matured দেখানো হয়েছে, মুভিতে মোটামুটি লেভেল এর brutality ছিল, আর কিছু moments আপনাকে shock করে দিবে।
একটা good news হচ্ছে আমরা Guardians দের শেষ বারের মতন দেখছি না, সামনের মুভি গুলা তে তাদের আরো apprearance হবে । তবে James Gunn আবার marvel এর কোনো project করবে কিনা sure না, কারণ বর্তমানে সে DC handle করছে। দেখা যাক সামনে কি হয়।
তবে মুভিতে কিছুটা নেগেটিভ দিক আছে, যেমন এখানে Adam Warlock কে কম screentime দেওয়া হয়েছে, এই character এর ভালোই potential আছে, আশা করি সামনে তাকে নিয়ে ভালো মত কাজ করা হবে।
অবশেষে এটাই বলবো, Marvel এই মুভিটা দিয়ে একটা সুন্দর comeback দিতে পারে, Highly Recommend করবো theatre এ গিয়ে দেখার জন্য, আর যদি আপনার আশেপাশে কোনো IMAX THEATRE থাকে তাহলে কোনো ভাবেই মিস করা যাবে না।
মুভিতে 2 টা Post Credit Scenes আছে, 1st টা সুন্দর ছিল কিন্তু 2nd টা না দেখলেও চলবে but চাইলে দেখতে পারেন।
আপনার Opinion আমার থেকে different হতে পারে, which is totally normal. কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
mcu #moviereview #marvel #marvelcinematicuniverse
ধন্যবাদ।