Superman কে জীবিত করা Cyborg কে বাঁচানো। বলছি Mother Box এর কথা। কমিক্সেও এই Mother Box গুলার অরিজিন কনফার্ম করা হয় নাই। এটা destroy ও করতে পারে আবার ক্রিয়েট ও করতে পারে। Justice League এ motherbox main thing হওয়া সও্বেও অনেকে motherbox এর ব্যাপারে জানতো না।
Motherbox’s future in DCEU
আর JL এ motherbox এ এতোটাও ফোকাস করা হয় নাই। কিন্তু ZSJL এ একদম তা উল্টো। ZSJL এ motherbox object form এ ছিল। JL Unlimited TV show তে দেখেছি motherbox bomb tube মানে teleport এর জন্য। কিন্তু আসলে motherbox teleport ছাড়াও Superman কে জীবিত করা, Cyborg এর কেও বাঁচিয়েছে।
আর ১০০০ বছর আগে Stephenwolf earth কে Apokolips বানানোর জন্য এসেছিলো। কিন্তু Old Gods রা তা হতে দেয় নাই। আর Zeus ৩ motherbox কেও আলাদা করেছিল বুঝাই যাচ্ছে motherbox কতোটা powerful।
DC universe এ ফিউচারে আমরা আরো motherbox দেখব ।
Bruce Wayne বলেছিল motherbox planet reshape করার জন্য ডিজাইন করা হয়েছে। আর Superman planet থেকেও শক্তিশালি।
Copyright: DC / Warner Bros.
এখন কথা হলো mother box কি Infinity stones এর মতো importance পেয়েছে???
Zack Snyder Justice League এ motherbox কে যেভাবে importance দেখিয়েছে তা ঠিক ছিল। কিন্তু কথা হলো যে ZSJL হলো non-canon। আর JL হলো canon। আর JL এ motherbox ZSJL এর মতো importance পায় নাই। সামনেই দেখা যাক তাদের project গুলোতে WB এই মাদারবক্স কে কি রকম role দিবে!!!!!!!!
লোকি সিরিজ দেখার আগে আপনাকে কি কি দেখতে হবে??
ডিসির মাদার বক্সের অরিজিন ইতিহাস ও অতীত বর্তমান ও ভবিষ্যৎ যেনে নিন
GUARDIANS OF THE GALAXY VOL 3 ফিল্মের প্রথম উইকেন্ড বক্স অফিস রিপোর্ট ▫️ওয়ার্ল্ডওয়াইড গ্রোস – $282.1 Million ⭕ বাজেট – $250 Million ➡️ Covid-এর পর হলিউডের ৮তম হায়েস্ট গ্লোবাল ওপেনিং। ➡️ MCU-এর ক্রমাগত ৬টি ফিল্ম ডমেস্টিকে $100 Million+ ওপেনিং তুলতে সক্ষম হলো। ➡️ Guardians Of The Galaxy ট্রিলজির সর্বোচ্চ গ্লোবাল ওপেনিং। ➡️ এই বছরের এখনো…
মুসাফির [ নো স্পয়লার ] ❝ঢাকা এট্যাক❞ এরপর আরেফিন শুভ’র সেকেন্ড বেস্ট একশন ফিল্ম ছিলো ❝মুসাফির❞। পরিচালক আশিকুর রহমান আশিকের দারুণ এক নির্মাণ ছিলো এই ❝মুসাফির❞। অল্প বাজেটের মধ্যেও যে দারুণ এক ফিল্ম নির্মাণ করা যায়, সেটা আশিকুর রহমান দেখিয়ে দিয়েছেন। এজন্য তিনি আলাদা করে ধন্যবাদ ডিজার্ভ করেন। সব চলচিত্রের মতো এই ফিল্মেও পজিটিভ নেগেটিভ…
DCEU Man of Steel (2013) Batman v Superman: Dawn of Justice (2016) Suicide Squad (2016) Wonder Woman (2017) Justice League (2017) (Canon) Aquaman (2018) Shazam! (2019) Birds of Prey (2020) Wonder Woman 1984 (2020) The Suicide Squad (2021) Peacemaker (2022) (Series) Shazam! Fury of the Gods (2022) Black Adam (2022) The Flash (2023) Aquaman and…
২০২১ এ ডিসির অন্যতম হাইপড মুভি সুইসাইড স্কোয়াড ২ এর অন্যতম মূখ্য চরিত্র হল কিং শার্ক নামক এক হিউম্যানয়েড শার্ক বা মানবাকৃতির হাঙর। এর স্রষ্টা Karl Kesel. দেখতে এবং আচার-আচরণ অনেকটাই গুলুমুলু কিউট হিসেবে উপস্থাপন করা হলেও ভয়ংকর সুন্দর বলে একটা কথা আছে না? সেটা খাপেখাপে মিলে যায় এর সাথে। সুইসাইড স্কোয়াড মুভির কিং শার্কের…
“My mission is to stamp out the outmoded concept of patriotism!” — Flag-Smasher Karl Morgenthau ছিলেন একজন wealthy Swiss banker এর ছেলে। পরে তার বাবা একজন Diplomat হন, যার ফলে সে তার বাবার সাথে বিভিন্ন বিভিন্ন Diplomatic Mission এ বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন ভাষা শিখে ফেলে। সে মার্শাল-আর্ট শিখা শুরু করে ছোট বয়স…
গতকালই তো মুক্তি পেল বলিউডের মোস্ট এন্টিসিপেটেড Brahmastra মুভির ট্রেলার, যেটার স্টোরিটা অনেকটা সুপারহিরো এবং হিন্দু মিথোলোজির সমন্বয়ে গঠিত, তো আজকে আমি আসলে এটা কোন মিথোলোজির উপর বেসড করে বানানো সেটা সবার সামনে উপস্থাপন করব সেই সাথে ট্রেলারের কিছু এক্সপ্লেইনও থাকবে। তো চলুন শুরু করি। “হিন্দুধর্ম অনুযায়ী সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা হল ত্রিদেব( ব্রহ্মা, বিষ্ণু, শিব)।…