Chengiz (2023) Hindi HQ Pre- DvDRip – 480P | 720P | 1080P – x264 – 550MB | 1.2GB | 2.5GB – Download & Watch Online
/ / / /

Chengiz (2023) Bangla Hindi HDRip – 480P | 720P | 1080P – Mega Drive – 550MB | 1.2GB | 2.5GB – Download & Watch Online

150 min | Action, Crime, Thriller | Chengiz Bengali movie release date: 21 Apr 2023

IMDb Ratings : (N/A)
Rotten Tomatoes : chengiz box office collection

Storyline : Revolves around the underworld fabric of Calcutta from the 70s to the mid-90s. The one who ruled the streets then was Chengiz. Chronicles his life journey in an interesting way.

Director : Rajesh Ganguly
Chengiz Bengali Movie CastJeet, Rohit Roy, Shataf Figar

chengiz movie box office collection

Language : Bengali
Quality : HQ Pre-DvDRip
Resolution : 480P | 720P
Size : 600MB | 1.5GB

Download Chengiz (2023) in Bangla Hindi Now

Chengiz Movie Negative Review

অবশেষে চাদরাতেই দেখে ফেললাম কলকাতার প্যান ইন্ডিয়া রিলিজড “Chengiz” এর হিন্দি ডাবড ভার্সন। গতকাল ভারত জুড়ে ৭০০+ স্ক্রিনস এ ১৩০০+ শো পেয়েছে। যা এ যাবত কালের সবথেকে বড় বাংলা রিলিজ। এই প্রথম রিলিজের দিন ই জিতের সিনেমা দেখতে পেলাম।

Chengiz Bengali Movie wikipedia

Download Chengiz in 480p quality

মুভিটি নির্মিত হয়েছে জয়দেব সিং কে কেন্দ্র করে। যে খুব ছোটবেলায় বাবা মা কে খুন হতে দেখে। কিন্ত কয়েক বছর পার হলেও পুলিশ তার বিচার করতে পারেনা। তাই প্রতিশোধের জন্য সে বেছে নেয় গ্যাংস্টারের পথ। এবং এক সময় হয়ে ওঠে চেংগিজ।

Chengiz (2023) Hindi HQ Pre- DvDRip – 480P | 720P | 1080P – x264 – 550MB | 1.2GB | 2.5GB – Download & Watch Online
click here to download Full Movie
download new English , Hindi 720P HEVC mega drive link, moviehaxo download latest hindi english movie, latest hindi english tv show, web series 720p, netflix movie, tvhex.com , from Dropbox and Google drive or mega link, Hbo Max series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hbo Max movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hbo Max animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hbo Max Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , Netflix series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Netflix movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Netflix animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , Netflix Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hulu series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hulu movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hulu animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hulu Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , new English Canadian series Download Link Google Drive Mega Dropbox Fast Link , new English Canadian movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , new English Canadian animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , new English Canadian Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , Disney Plus Hotstar series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Disney Plus Hotstar movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Disney Plus Hotstar animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , Disney Plus Hotstar Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , Marvel series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Marvel movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Dc series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Dc movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , prime video series Download Link Google Drive Mega Dropbox Fast Link , prime video movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , prime video animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , tvhex, 720P hevc file mkv, Super fast Free movie download link, moviehax, 720P HEVC mega drive link, mtslbd, pahe.in, mlwb

বেশ হতাশ হলাম। দুর্বল স্ক্রিনপ্লে। ক্যারেক্টার গুলোর মধ্যকার কেমিস্ট্রি ডেভেলপড না। বিশেষত, মূল ক্যারেক্টার চেঙ্গিজ এর কোন মোটিভ পুরো মুভিতে নেই। ঠিক কি কারণে সে চেঙ্গিজ হয়ে উঠল তা বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলা যায়নি।

মুভির প্রথম আধ ঘন্টার ভেতরেই কিশোর জয়দীপ বাবা মা হত্যার প্রতিশোধ নিয়ে নেয়। এরপর তার গ্যাংস্টার হবার পেছনে আর কোন মোটিভ বিল্ডাপ করা হয়নি। এখানেই কোশ্চেন মার্ক আকা যায় যে কেন জয়দীপ কে এরপরেও গ্যাংস্টার হতে হল? তা ডিরেক্টর ক্লিয়ার করেন নি।

Download চেঙ্গিজ in 720p quality

নায়িকার ক্যারেক্টার টা না রাখলেও চলত। মুভিতে তার বিন্দুমাত্র ইমপ্যাক্ট নেই।

মুভিতে মাত্র ৩টা রিমার্কেবল একশন সিকোয়েন্স। বেশ রিয়েলিস্টিক। কিন্তু দুর্দান্ত কিছুনা। স্টান্ট সিলভার মত সাউথের একজন ব্র‍্যান্ড ডিরেক্টর কে দিয়ে একশন করানোর ইমপ্যাক্ট মুভিতে নেই বললেই চলে। মন্দের ভাল এই যে নেই কোন ওড়াওড়ি। একেবারেই সাদামাটা রিয়েলিস্টিক একশন।গুজবাম্প দেয়ার মত না।

chengiz movie release

পুলিশ এবং গ্যাংস্টারের মধ্যকার ক্যাট এন্ড মাউস রিলেশন টা খুবই দুর্বল। গ্যাংস্টার মুভিতে পুলিশ শক্তিশালি হওয়া উচিত, কিন্তু এ মুভিতে পুলিশের ভুমিকা বোধগম্য না। এই মুভিতে কলকাতার পুলিশ কিছুই পারেনা। না পেরেছে জয়দেবের বাবা মার হত্যাকারী কে ধরতে আর না পেরেছে চেঙ্গিজ কে ট্র‍্যাপে ফেলতে।

মুভির পজিটিভ বেশ কিছু দিক আছে। জিত দুর্দান্ত অভিনয় করেছে কিন্তু দুর্বল রাইটিং আর ডিরেকশনের কারণে ইমপ্যাক্টফুল হল না। স্টোরিতে বেশ ডেপথ আছে। অনেকগুলো ক্যারেক্টার আছে। কিন্তু ক্যারেক্টার গুলোর মধ্যে কেমিস্ট্রি ওয়ার্ক করছেনা।

একটার পরে একটা টার্ন আছে মুভিতে কিন্তু তা জাস্টিফাইড না। অনেকগুলো টুইস্ট থাকলেও সেগুলো প্রেডিক্টেবল ছিল। তবে শেষ দিকে ক্লাইম্যাক্স টা বেশ ভাল লেগেছে কেন জানি।

বাংলা সিনেমার তুলনায় ব্যাকগ্রাউন্ড স্কোর হয়েছে দুর্দান্ত। অল্প কিছু জায়গায় টেনশন আর সাসপেন্স ক্রিয়েট করতে বেশ কিছু মিউজিক ব্যাবহার করেছে যা কেজিএফ থেকে ইন্সপায়ার্ড মনে হয়েছে। তবে তার পরিমাণ খুবই কম।

Watch & steam jeet Chengiz Movie Online in High Quality

পুরো মুভিতে এই ভাইব টা ধরে রাখতে পারলে জমে যেত। এট লিস্ট ন্যাশনাল লেভেলে এর কম্পেরিজন করা যেত। তবে এই অল্প কিছু জায়গা বাদে টিপিকাল ব্যাকগ্রাউন্ড স্কোর বলা যায়। তবে সম্ভবত, বড় পর্দায় ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভাল লাগে যা বুঝলাম।

রোহিত রয়ের মত অভিনেতাকে প্রপারলি ইউটিলাইজ করা যায়নি। জয়দেব এর সাথে এই ক্যারেক্টারের মামা ভাগ্নের সম্পর্ক ইমোশনাল বিল্ডাপ পায়নি।

তবে জিত কে বাহবা দিতেই হবে। জিত এবার ডিরেক্টর আর কন্টেন্টকে ফ্রিডম দিয়েছে। অন্য মুভির মত ওয়ান ম্যান শো করেন নি। প্রতিটা ক্যারেক্টার কেই স্পেস দিয়েছেন। হা, তবে ক্যারেক্টার গুলো বিল্ডাপ প্রপারলি হয়নি। চেঙ্গিজ এর শক্ত কোন প্রতিপক্ষ তৈরি হয়নি৷

Chengiz Bengali movie Budget

আর কি বলব? জিত গ্যাংস্টার হিসেবে দুর্দান্ত ছিল। হিন্দি ডাবিং বেশ রিয়েলিস্টিক। চোখ বন্ধ করে মুভির অডিও শুনলে মনে হবে এই মুভি বুঝি হিন্দিতেই শ্যুট হয়েছে।

Chengiz bengali movie remake

জিত সহ বেশিরভাগ ক্যারেক্টার সম্ভবত নিজেরাই ডাবিং করেছে। ইউটিউবে রিলিজড অন্য ডাবড মুভি থেকে ওয়ে বেটার ডাবিং এখানে।

গানগুলো দুর্দান্ত ছিল। কিন্তু গল্পের সাথে মিশিয়ে গান গুলো প্লেস করা হয়নি। আবার গানের জন্য ন্যারেশন এ ও ব্যাঘাত ঘটেনি।

হলপ্রিন্ট দেখেছি। শুনেছি কালার গ্রেডিং নাকি বেশ ভাল হয়েছে। হলপ্রিন্ট এর কারণে বোঝা যায়নি যদিও।

একজন ভাল ব্র‍্যান্ড ভ্যালু সম্পন্ন স্টোরি রাইটারের সব স্টোরিই টপ নচ হবে এমন কথা নেই। একটা দুটা স্টোরি খারাপ হতেই পারে। কিন্তু জিতের কপাল এতই খারাপ যে সেই এক দুইটা জিতের কপালেই পড়ে। নাহলে কি নিরাজ পান্ডের সবথেকে দুর্বল স্ক্রিপ্ট হয় এটা!

Link Removed? Please Request Movies and Series New Link

তাছাড়া, রাজেশ গাঙ্গুলির পরিচালনা যদিও দুর্বল। তবে সর্বশেষ রাজেশ-নীরাজ-জিত এই জুটির রয়েল বেঙ্গল টাইগার বেশ প্রমিসিং সাইকো থ্রিলার ছিল। কিন্তু এবার জমল না তত।

প্যান ইন্ডিয়া রিলিজ হবার মত এটা মুভি না। তাও AA Films এর মত ডিস্ট্রিবিউটর যারা ইতোপূর্বে কেজিএফ,পুস্পা,বাহুবলি,কানতারার মত মুভি ডিস্ট্রিবিউট করেছিল তারাই এ মুভি ডিস্ট্রিবিউট করেছে কারণ, এই মুভি রিলিজের পূর্বে এর হিন্দি ডাবড ভার্সন উনাদের ভাল লেগেছিল। এর কারণ উনারাই বলতে পারবেন।

তবে হা, কলকাতায় মুভির পাবলিক ওয়ার্ড অফ মাউথ অনেক ভাল। মুম্বাই, দিল্লিতেও পাবলিক রেসপন্স বেশ পজিটিভ। হিন্দি অনেক ইউটিউবার পজিটিভ রিভিউ দিচ্ছে।

ওভারল, এই মুভিটা সাবজেক্টিভ। আপনার ভাল লাগতেও পারে আবার নাও লাগতে পারে। সম্পূর্ণ নিজ দায়িত্বে দেখবেন।

মুভির ফ্লস এর জন্য ভাল লাগুক বা না লাগুক, এট লিস্ট হেইট করবেন না সিওর।

রেটিং: ২.৫/৫

Chengiz (2023) Hindi HDRip – 480P | 720P | 1080P – Mega Drive – 550MB | 1.2GB | 2.5GB – Download & Watch Online

Similar Posts

One Comment

  1. সব কিছু সাইডে রাখি তবে KKBKKJ এর ফিগার একটু হলেও ইজ্জৎ রাখা নাম্বার আনা যেমন সালমানের সিংগেল স্ক্রীন হোল্ডের থেকে আসছে। সেটার প্রশংসা করতে হয়। তবে বলিউডে যদি ক্রেডিট দেই তো কোলকাতার ক্ষেত্রে ব্যাপারটা কেমন?

    পিষি মাসী, দাদু দিদা, খাবার ভার্স, সিরিয়াল ভার্স, গোয়েন্দা ভার্সে ডোবা প্রতিবন্ধি টালিগঞ্জে যেখানে কমার্শিয়াল সিনেমা সিংগেল স্ক্রীণ মফস্বল মৃত হয়ে কোলকাতা শহর বেজড ইন্ডাস্ট্রি হয়ে গেছে।

    যেখানে মফস্বলে কপি রিমেক হোক বা ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি হয়ে আশির দশক থেকে লড়ার পর ইন্ডাস্ট্রি আর তাদের কমারশিয়াল সিনেমায় গোত্তা খাবার পর ; ক্যারিয়ার বাচাতে ইন্ডাস্ট্রির তালে তাল মিলিয়ে সিরিয়াল গোয়েন্দা বুড়োদের আবেগ বেচে চলা লাগছে।

    যেখানে ইন্ডাস্ট্রির বিগেস্ট স্টার বলে সিংগেল স্ক্রীন স্টার বানায় তবে তার আর যোগ্যতা নেই এই কমারশিয়াল সিনেমা এই ইন্ডাস্ট্রিতে চালানোর। যেখানে আজ সিরিয়াল আর কাল গোয়েন্দা সিনেমার কাছে ক্ল্যাশে হেরে সেগুলো কে সস্তা বলা লোকই পড়শু ওগুলো করেই চিন্দি টু বিগ হিট দিয়ে কলার ঝাকানো হয় মিডিয়া আর PR গেমসে এভারেজ কালেকশনকে হিট বানানো হয় চিন্দি বাজেটের দোহাইয়ে।

    সেখানে একজন জিৎ কমারশিয়াল আর সিংগেল স্ক্রীন বাচানোর চেস্টা একা করে যান। বড় স্বপ্ন দেখেন। তারই ইন্ডাস্ট্রির ডিস্ট্রিবিউটার পলিটিক্সের কারণে হিন্দী টাট্টি সিনেমার শো আর হল দখল করে বাজে টাইমে শো আর বাজে হল দেয়। তারপরেও লড়াই চালু থাকে।

    এত ফ্লপ খেয়েও দিদির কাছে কান্নাকাটি বা ইন্ডাস্ট্রির বাকিদের পেছনে কাঠি বা খোচা না মেরেই ফাইট করা। সাকসেস পার্টি বা ইন্ডাস্ট্রির সমাজে যেয়ে লবিং তেলবাজি না করে আ্যওয়ার্ড না পাওয়া। মিডিয়ার পুশ না পাওয়া!

    আর তারপর এত ফ্লপ আর অসফলতার পরেও স্রোতের প্রতিকূলতায় ঝড়ের মাঝেও জিৎ চেঙ্গিস দিয়ে আশার আলো জ্বালে। তখন একটু হলেও তার প্রতি সম্মান চলে আসে।

    আজকের এখন অব্দি প্রাপ্ত ফাস্ট ফিলিং ও হাউজফুল লিস্ট। ইভেনিং ও নাইটে আরো বাড়বে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *