blind korean series review - blind Korean Series Review
|

blind Korean Series Review

আজ অনেকদিন পরে কোরিয়ান সিরিজ নিয়ে লিখতে বসলাম। 
📺 Series Name: Blind (2022)
🎭Genre: Thriller 
🎙️ Language: Korean 
🕖 season:1
     Total Episodes:16
🧭IMDb:8 .2
    PR:9.0
এক বাক্যে এই বছরের বেস্ট কোরিয়ান থ্রিলার।!!!
যেটা নাকি আবার একটি সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে।
No Spoiler 
📢 Plot: সিরিজটা শুরু হয় একদল রক্তাক্ত শিশু কে দিয়ে।তাদের কে তাড়া করে ফিরছে কয়েকটা হিংস্র কুকুর।
ব্লাইন্ড কোরিয়ান সিরিজ KDrama বাংলা রিভিউ- blind Korean Series Review in Bangla

কয়েকবছর পর। এক নারী র বস্তাবন্দী লাশ উদ্ধার হয়। কোন প্রিন্ট,কোন এভিডেন্স কিচ্ছু নেই। গালের দুই পাশ টা একদম Joker এর হাসির মত কেটে দেওয়া । খুনী যেন একটা নিষ্ঠুর মজা করে গেছে ডেড বডির সাঠে। 
 
এই দুই টাইমলাইনের মধ্যে কি কোন কানেকশন আছে? 
দুই ভাই এর উপর দায়িত্ব পড়ে। যাদের একজন এই পুলিশ ডিটেকটিভ, আরেকজন  বিচারক।
✍️ Review:
অনেকদিন পর আরেকটা সিরিজ পেলাম, যেটা দেখতে খাতা কলম নিয়ে বসতে হয়েছে বেশিরভাগ এপিসোডে। দুই আলাদা টাইমলাইন,আলাদা নাম চরিত্র, মরলো কে বাঁচলো…. এসবের তাল মিলাতে হিমশিম খেতে হয়েছে।

যেভাবে এসএসসি রেজাল্ট দেখবেন জেনে নিন

প্রথম দুই এপিসোড খুব আহামরি না লাগলেও এরপর থেকে ১ + ঘন্টার একটা এপিসোড ও বিন্দুমাত্র বোরিং লাগেনি আমার। মজার কথা হল মাঝপথেই কিলারের ফেস দেখিয়ে দেওয়া হবে আপনাকে। কিন্তু স্ক্রিপ্টের এমন মারপ্যাঁচ ছিল যে শেষ এপিসোডে র আগে কিছুই ১০০% শিওর হতে পারবেন না আপনি।
বেশ ভায়লেন্ট কিছু সিন আছে, যদিও সেগুলো ব্লার করে দেওয়া । Child abuse এর মোট টপিক থাকায় বেশ ডার্ক থিমের ছিল পুরো সিজন।
১৬ এপিসোড হলেও binge watch এর জন্য পারফেক্ট বলব। নিশ্চিন্ত মনে দেখতে পারেন। গুগলে সার্চ দিলেই সব এপিসোড এর লিংক পেয়ে যাবেন ,ফুল HD তে।
Esub আছে ,কোন ডাব নেই। যদি লিংক লাগে তাহলে কমেন্টে জানাতে পারেন। 

Wakanda Forever Movie Review

লেখকঃ Tridev Devnath ( মুভি লাভারস অফ বাংলাদেশ গ্রুপের অথর)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *