FB IMG 1649087937466 - BLACK PRIEST DOCTOR STRANGE BANGLA ORIGIN
/ /

BLACK PRIEST DOCTOR STRANGE BANGLA ORIGIN

origin of BLACK PRIEST DOCTOR STRANGE

তো চলুন জেনে আসি BLACK PRIEST DOCTOR STRANGE এর কমিক হিস্টোরি। 

Black Priest Doctor Strange form টি Doctor Strange এর most powerful form. কিন্তু doctor strange এর এই form নিয়ে জানার আগে আমাদের জানতে হবে Black Priest সম্পর্কে। 

{tocify} $title={Table of Contents}

Black Priest রা হচ্ছে অনেক পাওয়ারফুল কিছু Cosmic Beings।  এরা তাদের পাওয়ারকে ব্যবহার করে শুধুমাত্র বিভিন্ন earth type planet কে destroy করার জন্য, হ্যা এরাও galactus এর  মতো earth কে destroy করে থাকে তবে সেটা তারা খারাপের জন্য করে না, তারা কিছু earth কে destroy করে multiverse কে ব্যালেন্স করার জন্য। 

BLACK PRIEST DOCTOR STRANGE এর কমিক হিস্টোরি
download new English , Hindi 720P HEVC mega drive link, moviehaxo download latest hindi english movie, latest hindi english tv show, web series 720p, netflix movie, tvhex.com , from Dropbox and Google drive or mega link, Hbo Max series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hbo Max movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hbo Max animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hbo Max Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , Netflix series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Netflix movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Netflix animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , Netflix Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hulu series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hulu movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hulu animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , Hulu Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , new English Canadian series Download Link Google Drive Mega Dropbox Fast Link , new English Canadian movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , new English Canadian animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , new English Canadian Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , Disney Plus Hotstar series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Disney Plus Hotstar movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Disney Plus Hotstar animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , Disney Plus Hotstar Cartoon Download Link Google Drive Mega Dropbox Fast Link , Marvel series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Marvel movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , Dc series Download Link Google Drive Mega Dropbox Fast Link , Dc movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , prime video series Download Link Google Drive Mega Dropbox Fast Link , prime video movies Download Link Google Drive Mega Dropbox Fast Link , prime video animation Download Link Google Drive Mega Dropbox Fast Link , tvhex, 720P hevc file mkv, Super fast Free movie download link, moviehax, 720P HEVC mega drive link, mtslbd, pahe.in, mlwb
(image crdit: Marvel)

জি হ্যা ঠিক celestial দের মতোই অনেকটা, Black Priest রা আগে থেকেই আন্দাজ করতে পারে কোন earth planet multiverse এর জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। তাই এদের এক হিসেবে খারাপ বলা যাবে না,  কারন এরা multiverse কে protect করতেই এটা করে থাকে।

 এরা দলবদ্ধ হয়ে কাজ করে থাকে কারন এরা একা একা কিছুই করতে পারে না। একা একা কিছু না করতে পারার কারন হচ্ছে এরা একটি মাত্র word এর বাইরে কিছুই বলতে পারে না, বুঝিয়ে দিচ্ছি ব্যাপার টা— 

আমরা সাধারণত যদি একটা লাইন বলি যেমন “Give me a Glass of Water” এই লাইনটা বলতে আমাদের অন্য কারো প্রয়োজন পরে না, পুরো লাইন একসাথেই বলতে পারি কিন্তু Black Priest এই লাইনটা একা একসাথে বলতে পারবে না, তাদের এই লাইনটা বলার জন্য ৬ জন Black Priest লাগবে কারন তারা একজন একটি মাত্র word উচ্চারণ করতে পারে,

 তাই এই ৬ জনের কেউ বলবে give কেউ বলবে me কেউ বলবে a কেউ বলবে glass কেউ বলবে of আর কেউ বলবে Water। ছয় জন ৬টা word বলেই এই লাইনটা সম্পুর্ণ করবে, ঠিক এভাবেই তারা কোন planet কে destroy করার জন্য একসাথে হয়ে Spell casting করেই সেটি destroy করতে পারে। 

এবার আসি Doctor Strange কিভাবে black priest doctor strange হইলো? 

Black Priest multiverse কে বাচানোর জন্য বিভিন্ন earth কে destroy করে দিয়েছিলো আর তার মধ্যে Black Swan এর home world ও ছিলো

যখন তারা black swan এর home world destroy করছিলো তখন তাদের নজর পরে Ancient Black Swan এর দিকে যে ছিলো প্রচুর ইন্টেলিজেন্ট,  Black Priest রা তাই এই black Swan কে possessed কে নেয় 

যেনো তারা black swan এর এই ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা স্পেল কাস্টিং যেনো এক লাইনেই সহজে করতে পারে। এদিকে black  swan কে possessed এর ব্যাপারে Doctor Strange এর কাছে খবর চলে যায় 

যে কিনা তখন Secretly Illuminati team এর জন্য কাজ করছিলো।  Doctor Strange এই ব্যাপারে জানার পর সে black Swan কে মুক্ত করার জন্য চলে আসে, এখানে বলে রাখা ভালো যে Doctor Strange মনে করেছিলো Black Swan কে কোনো Demon possessed করেছিলো

যাই হোক এরপর Doctor Strange Black Swan কে তার সব magical casting abilities দিয়ে মুক্তি করার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়, এরপর Black Swan এর মধ্যে থাকা black priest doctor strange কে বলে যে

 “আমি একে মুক্ত করে দিবো যদি তুমি তোমার শরীর আমাকে দিয়ে দাও”। এটা শুনে Doctor Strange অনেক চিন্তাভাবনা করলো এবং অবশেষে একটা সিন্ধান্তে এলো যে black swan কে মুক্ত করাই তার প্রধান দায়িত্ব এখন আর তাই সে এই চুক্তিতে রাজি হয়ে যায়। 

এরপর Black Pries black swan কে ছেড়ে Doctor Strange কে possessed করে নেয়, আর এভাবেই Doctor Strange হয়ে যায় Black Priest Doctor Strange. Black Priest Doctor Strange হবার পরই doctor Strange বুঝতে পারে এটা কোনো demon নয় বরং black priest.

এরপর doctor strange আস্তে আস্তে সব জেনে যায় এই black priest এর ব্যাপারে এবং সে এটাও জানতে পারে যে এরা multiverse কে protect করতে যেকোন earth বা তার Reality কে destroy করে দিতে প্রস্তুত।

পাশাপাশি এটাও জেনে যায় তারা একটা লাইন একসাথে বলতে পারে না।  এরপর থেকে Doctor Strange তার মেধা আর পাওয়ারকে কাজে লাগিয়ে একটা লাইনকে একসাথে বলা শিখে নেয় মানে black priest দের একটা spell casting লাইন একসাথে বলা শিখে নেয়।

এরপর থেকে black priest doctor strange কে ব্যবহার করে খুব সহজেই তাদের যেকোন ম্যাজিকাল স্পেল একলাইনে বলতে পারছিলো। আর এই কারনেই black priest রা doctor strange কে তাদের লিডার বানিয়ে দেয়,

আর এভাবেই doctor strange black priest দের সকল পাওয়ার নিজে ব্যবহার করতে সক্ষম হয় আর এভাবেই doctor strange হয়ে যায় তার most powerful form BLACK PRIEST DOCTOR STRANGE. 

Powers & Abilities 👇🏻 

Black priest doctor strange এতোটাই পাওয়ারফুল যে সে একটি পুরো planet কে শুধুমাত্র একটি লাইন বলেই destroy করে দিতে পারে। BP Doctor Strange এর মধ্যে আছে লক্ষ্য লক্ষ্য mind যার কারনে সে multiverse এর কোথায় কি হচ্ছে সবকিছুই জানে 

আর এই এতো এতো mind থাকায় তার mind কে কেউ control করতে পারে না ইভেন Professor X বা Jean Grey যারা most powerful telepathy তারাও তার mind Control করতে পারে না 

Control তো দুরের কথা তার mind এ ডুকতেও পারে না। Multiverse এর কোনো বিপদ আসলে তা সে অনেক আগে থেকেই আন্দাজ করে ফেলতে পারে, bp Doctor strange এর matter reorganizing এর পাওয়ারও বিদ্যমান 

মানে এর উপর কোন matter power কাজে আসে না,  Captain Marvel এর cosmic power এবং black bolt এর sonic voice ও bp doctor strange এর কিছুই করতে পারেনা। 

energy blast,  Pyrokinesis, Reality Breaking, Reality rebuilding, Matter manipulation, Matter destroying, matter rebuilding, enery consuming, Energy absorption, Energy controlling, Magical Abilities, Magical immunity, Super highgenic strength, Durability, Telekinesis, Telepathy, Cosmic Energy, Physical Abilities সহো আরো অনেক অনেক পাওয়ারের অধিকারী Bp Doctor Strange. 

bp Doctor strange চাইলেই Captain Marvel, Magneto, Black Bolt এর মতো কিছু ক্যারেক্টর কে শুধু স্পেল কাস্টিং করেই তাদের মেরে কংকাল বানিয়ে দিতে পারে আবার regenerate ও করে দিতে পারে। 

bp Doctor strange comic এ eternity কেও টক্কর দিয়েছিলো। Black Priest Doctor Strange এতোটাই পাওয়ারফুল যে একে হারাতে পারবে এমন ক্যারেক্টর অনেক কমই আছে,  Black Priest Doctor Strange কে Beyonder, Living Tribunal & One Above All ছাড়া 

আর কোনো ক্যারেক্টরই হারাতে পারবে বলে মনে হয় না কারন এই form অনেক বেশিই পাওয়ারফুল।  তবে আমি comparison এ যাবো না কারন কমিকে এই black priest doctor strange কে অনেক কম সময়ই দেখানো হয়েছে।

Multiverse of Madness movie related আলোচনায় ইতিমধ্যেই আমি Black Bolt, Rintrah, Namor, Professor X, Scarlet Witch কে নিয়ে কমিক হিস্টোরি দিয়ে দিয়েছি, আর আজ চলে এলাম একটা গুরুত্বপূর্ণ চরিত্রকে নিয়ে আলোচনা করতে। যদিও এই চরিত্রটির মুভিতে থাকার সম্ভাবনা খুবই কম, কিন্তু তবুও ভাবলাম এই চরিত্রটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। 

💥 BLACK PRIEST DOCTOR STRANGE 💥

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *