Beast Boy Origin in Bangla
একদিন সেখানকার আদিবাসীদের রাজা Tawaba এর পা এ ইনফেকশন হলে, তাকে সুস্থ্য করে তোলে। কিন্তু তার জন্য সেই আদিবাসীদের Witch Mobu তাকে হিংসা করতে থাকে। শেষমেশ Mark সফল হয়ে যায়; সে আবিষ্কার করে ফেলে মানুষ ও প্রানীর মধ্যে থাকা একরকম জেনেটিক বন্ড, কিন্তু এদিকে তার ছেলে Garfield এক মরনব্যাধি রোগে আক্রান্ত হয় যার নাম Sakutia. এটি এমন একটি রোগ যা সকল প্রানীর জন্য মরনঘাতি শুধুমাত্র আফ্রিকার Green Monkey এর উপর তা কোনো প্রভাব ফেলে না। ছেলেকে বাঁচাতে সে তার উপর নিজের ই করা আবিষ্কার প্রয়োগ করে, এক বিশেষ Ray যা এর আগে কোনো মানুষের উপর পরীক্ষা করা হয়নি। Garfield এ যাত্রায় বেঁচে যায়, ২৪ ঘন্টার জন্য সে Green Monkey হয়ে যায় এবং রোগ ও সেরে যায়। ২৪ ঘন্টা পর সে আবার আগের মানুষের রূপে ফিরে এলেও তার শরীর সবুজ রঙের হয়ে যায়। তার বাবা বুঝতে পারে, এটি সেই Ray এরই পার্শ্বপ্রতিক্রিয়ার ফল। সে বানরের মতন গাছে গাছে ঝুলে বেড়ায়, সে মনে করে তার ভিতর একটু হলেও সেই Green Monkey বিদ্যমান। তখনি তার মা তার সামনে এক Black Mamba সাপকে দেখতে পায়, মা কে বাঁচাতে নিজের অজান্তেই সে এক বেজি তে রুপান্তরিত হয়। সাপ কে মেরে মা কে বাঁচায়, তার বাবা-মা দুজন ই তা প্রত্যক্ষ করে এবং তাকে তার এ ক্ষমতা লুকিয়ে রাখতে বলে কারন নইলে অন্যরা তাকে রিসার্চ এর জন্য ব্যাবহার করতে পারে।
“No one gets it, do they? Everyone assumes I’m unhappy because I haven’t been “normal” since I was a kid. They feel sorry for me. My parents died, I got green skin, called a freak. I joined the Titans where my girlfriend was killed… after selling us out to Deathstroke. Yeah, life has been hard. It’s sucked sometimes. But that doesn’t mean I don’t like it. And being “normal” is overrated anyway.”
— Beast Boy
Powers & Abilities:
- Unique Physiology
- Terrestrial Metamorph / Shapeshifting: সে তার জানা যেকোনো প্রানীতে রূপান্তরিত হতে পারে। এমনকি কোনো বিলুপ্ত প্রানী বা অন্য গ্রহের প্রানীতেও তাকে রূপান্তরিত হতে দেখা যায়। সে যেই প্রানী তে রূপান্তর হয়, সেই প্রানীর সকল ক্ষমতা তার ভিতর চলে আসে। শুধু সমস্যা একটাই সে যেই প্রানীতেই রুপান্তরিত হোক না কেনো প্রানীর গায়ের রঙ সবুজ থাকে যা তাকে সেই প্রানীর প্রজাতি হতে আলাদা করে।
- Animal Mimicry
- Martial Arts
- Adaptive
- Psionic
- Stamina
- Stealth
- Tracking
- Wall Clinger
- Poisonous
- Radar Sense
- Size Manipulation
- Fly
- Super Speed
- Super Strength
- Super Sight
- Super Smell
- Super Hearing
- Claws
- Chameleon
Trivia:
- কমিকে সে একজন এক্টর এবং বিভিন্ন টিভি শো তে কাজ করেছে।
- তার ঠিকানা হিসেবে দেখানো হয়েছে 437 Franklin #202, Hollywood, CA.
- New 52 টাইমলাইনে তাকে লাল রঙের করে দেয়া হয় যাতে কমিক ভক্তরা প্রচুর নিন্দা জানায়।
- Beast Boy – Raven এর জুটি সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম।
- তাকে সবসময় Funny ও সবার উপর Joke করে বেড়াতে দেখলেও বাস্তবে সে তার নিজের কস্ট লুকাতে তা করে থাকে।
- তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে Cyborg.
- যেকোনো প্রানীতে রুপান্তরিত হতে তার এক সেকেন্ড সময়ও লাগেনা।
- সে বিভিন্ন প্রানীর মিশেলে হাইব্রিড ও বিভিন্ন Demonic Creature এও রূপান্তরিত হতে পারে।
About Beast Boy:
- Real Name: Garfield Mark Logan
- Gender: Male
- Height: 5’8″
- Weight: 150 lbs
- Hair: Green
- Eyes: Green
- Skin: Green
- First Appearance: Doom Patrol #99 (November, 1965)
- Creators: Arnold Drake, Bob Brown