🎞️ Phase 4-এ কিছু Mediocre এবং কিছু ভালো মুভি উপহার দেওয়ার পর MCU-র Phase 5 শুরু হতে যাচ্ছে এক ধামাকার সাথে।
🎆 Ant-Man and the WASP: Quantamania-র ট্রেইলার মোটেও বাকি Marvel ট্রেইলার এর মত ছিলনা। যেখানে ছিলনা কোনো ফালতু জোকস্। পুরো ট্রেইলারটি ছিল একদম Well Packed আর Seriousness এ ভরপুর। Ant-Man এর আগের দুইটি মুভি ছিল Light Hearted, কিন্তু এই মুভি অনেক সিরিয়াস Tone ফলো করে।
হয়তোবা Scott Lang আর নাও থাকতে পারে। MCU-তে Ant-Man হলো Most Underrated Character-দের একজন। এই মুভিতে যদি তার স্টোরি এন্ড করা হয়, তাহলে তার Sacrifice-টা অনেকটা Iron-Man লেভেলের হতে পারে।
🎭 আর Kang-কেও অনেক Aggressive দেখা যাচ্ছে। আর Scott শেষে যে লাইনটা বলে: “I don’t have to win, we both have to lose” তা শুনে বুঝা যাচ্ছে তার সাথে কিছু হতে চলেছে। হয়তোবা তার মেয়ের জন্যই সে Sacrifice করবে। ট্রেইলারে দেখা গেছে হাজারো Ant-Man এর ভ্যারিয়েন্ট, তারা সবাই একই মিশনে, যার মাঝে Scott কে খুঁজে পাওয়াও মুশকিল।
🎆ট্রেইলারে ইউজ করা CGI একেবারেই অসাধারণ ছিল। আর এখানে Quantum Realm-এ যে লোকেশন দেখানো হয়েছে, তার প্রত্যেক ফ্রেমই ছিল চোখ জুড়ানো।
🎞️ বাকি Marvel ট্রেইলারের মত এটি জোকস্ দিয়ে শেষ হয়না। একে তো Guardian Of The Galaxy Vol.3-তে কারও না কারও De*ath তারপর Ant-Man 3 তে এই অবস্থা… Phase 5 অনেক সিরিয়াস হতে যাচ্ছে।
এন্টম্যান ও ওয়াস্পঃ কোয়ান্টামানিয়া মুক্তি পাবে সামনের ফেব্রুয়ারী মাসে।
- দয ফযলকন অযনড উইনটর
- wasp bangla subtitle অযনটমযন অযনড
- bangla subtitle অযনটমযন অযনড দয
- অযনড দয ওয়সপ বল সবটইটল
- অযনটমযন অযনড দয ওয়সপ বল
- ant-man and the wasp full movie in english youtube
- ant-man 1
- ফযলকন অযনড দয উইনটর সলজর
- subtitle অযনটমযন অযনড দয ওয়সপ
- টিভিহেক্স