এক্ষুণী (ডেমন সম্পর্কে জানতে এই পোস্টি পড়ে নিন)।
সর্বশেষ এ
৭২ ডেমনের বিস্তারিত বর্ণনার প্রথম পর্বটি পড়ে নিন।
∇2. Agares∇ আজ ২য় পর্ব ।
আজকের টপিক ২য় ডেমন Agares – অ্যাগারেস।
2. Agares
৭২ ডেমনের দুই নম্বর ডেমন হল “অ্যাগারেস”। অ্যাগারেস কে আরো কিছু নামে ডাকা হয় এর মধ্যে ‘অ্যাগারস’ ‘অ্যাগারিয়া’ ‘অ্যাগারাট এবং “তামিয়েল ( ঈশ্বরের পরিপূর্ণতা)” অন্যতম।
অ্যাগারেস হল কপার সিলযুক্ত ডিউক বা সর্দার শ্রেণীর ডেমন। কিছু কিছু ডেমোনোলজিস্ট দের মতে অ্যাগারেস হল আর্কডিউক বা প্রথম শ্রেণীর ডিউক।
বিভিন্ন ওল্ড ম্যাজিক এবং স্পেল এর বইতে অ্যাগারেস এর নাম উল্লেখ আছে এর মধ্যে “সিউডেমোনার্কিয় া ডেমোনাম” , “লেসার কী অফ সলোমন” “এবং ডিকশোনারিয়ে ইনফার্নাল” অন্যতম।
ডেমন অ্যাগারেস হল একটি ফলেন এঞ্জেল । ফলেন এঞ্জেল হল যেসব এঞ্জেল লুসিফার এর পক্ষ নিয়ে হেভেন এর বিরুদ্ধে যুদ্ধ করে এবং আর্কএঞ্জেল মাইকেল এর দ্বারা বিতাড়িত হয় এবং অভিশপ্ত হয় ।
বিতাড়িত হওয়ার কারণ ছিল সে এক মনুষ্য নারীর দ্বারা আকৃষ্ট হয়ে নেফিলিম (হাফ এঞ্জেল হাফ মানুষ) জন্ম দেয়। বিতাড়িত হওয়ার আগে সে ছিল এঞ্জেলদের পুণ্য,গুণ এসব কমিটির সদস্য।
বিতাড়িত হওয়ার পর তার স্থান হয় হেল এ। হেল এর পুর্বদিক এর প্রথম ডিউক সে। সে হেল এর ৩১ লিজিয়ন ডেমন শাসন করে। এছাড়া সে লুসিফার এর একজন মুখ্যমন্ত্রী। অ্যাগারেস হেল এর ডেমন দের মধ্যে যাজক এবং অন্যান্য পদ দান করে।
কিছু সোর্স বলে সে সরাসরি লুসিফার এর অধীনে কাজ করে আবার কিছু সোর্স বলে সে লুসিফার এর এজেন্ট মেফিস্টোফিলিস এর আন্ডারে কাজ করে।
সে হল বীরত্ব ও সাহসীকতার ডেমন। অ্যাগারেস কে ডাকা সহজ কিন্তু মার্চ মাসের রাতে ১১ টার সময় তাকে ডাকা উচিৎ নয় ।
কারণ এসময় তার শক্তি সবথেকে বেশী থাকে। অ্যাগারেস যখন আসে তখন তাকে কুমীরের উপর চড়ে আসতে দেখা যায় এবং তার হাতে থাকে বাজপাখি।
তার অনেক ক্ষমতা আছে তার মধ্যে ভুমিকম্প সৃষ্টি করা, বিভিন্ন স্পিরিচুয়াল শক্তি ধ্বংস করা, পদ দান করা, শত্রুদের বিক্ষিপ্ত করা ইত্যাদি।
এছাড়া তার প্রচুর ভাষাজ্ঞান আছে সে ভাষাজ্ঞান দান করতে পারে।
( প্রথম ছবি অ্যাগারেস কাল্পনিক ছবি। ২য় টা এর সিজিল । )