নেটফ্লিক্সের দ্যা স্যান্ডম্যান রিভিউ Sandman Review

I’m the King of Dreams, Ruler of the nightmare realm.
The Sandman এর ট্রেইলার বের হবার পর অনেকেই এই সিরিজ টি সম্পর্কে জানতে চাচ্ছেন। অনেকে বলছেন কি কি পড়া লাগবে। আজকে টা নিয়েই পোস্ট লিখছি।
Sandman সিরিজটি একই নামের কমিক এর উপর ভিত্তি করে বানানো হচ্ছে।

নেটফ্লিক্সের দ্যা স্যান্ডম্যান রিভিউ Sandman Review
(image credit: Netflix)

রিসেন্ট মেমরিতে গাদা গাদা ট্রেইলার, টিজারের ভেতরে দা স্যান্ডম্যানের ট্রেইলারটাকে সবচেয়ে বেটার মনে হয়েছে আর কোনো ট্র্বেইলার যার ধারে কাছেও নেই। ট্রেইলার দেখে স্যাটিস্ফাইড আর প্রচুর হাইপড হয়ে গেছি। আমি কোনো কমিক গিক না বাট এই বছরের শুরু থেকে এই সিরিজের হাইপ দেখে রীতিমতো বাধ্য হয়েছিলাম স্যান্ডম্যানের কমিক পড়ার জন্য। ট্রেইলার যে এতটা এপিক ভাইব দিবে ভাবতেও পারিনি। ট্রেইলারের কিছু সিন দেখে মনে হচ্ছিলো কমিকের পেজ থেকে তুলে আনছে পুরোপুরি। Dream এর কাস্টিং পুরো পারফেএএএএএক্ট। তবে আমার মনে হয় শো স্টিলার, আর শো শেষে ফ্যানদের সবথেকে প্রিয় চরিত্র হবে Nightmare, Corinthian. মাত্র কিছুক্ষণের গ্লিম্পসেই চরিত্রটির একুরেসি, একটা সাইকোটিক, টেরিফাইং ইয়েট কুল ভাব ফুটে উঠেছে যা শো দেখার আগেই তাকে আমাকে সবচেয়ে প্রিয় ভিলেনদের একজন বানিয়ে তুলতেছে। এছাড়া Dr Destiny কে দেখেও ভালো লাগছে। নেটফ্লিক্স বরাবরই যা করে আসে তার কিছুও করছে। Johanna Constantine কে নিয়ে আমার সমস্যা নেই বাট যেই স্টোরি জনের সেই স্টোরিতে Johanna কে আনছে 🙂 জাস্ট ভাবছি এতকিছুর পরে যদি আবার Taron Egerton এর John Constantine কে দেখা যেত এই সিরিজে 💔তারপরে আবার ড্রিমের বোন ডেথ, আমার দেখা সবচেয়ে সাদা ক্যারেক্টারগুলোর একটা তাকে লাইভ একশনে নেগা বানায় দিছে এইটি লিখেছে, Neil Gaiman, সিরিজ টি শুরু হয়েছিল, ১৯৮৯ সালে ও শেষ হয়েছে ১৯৯৬ সালে। 

কিভাবে শুরু করবেন? Follow this:
1. The Sandman Vol. 1: Preludes & Nocturnes
2. The Sandman, Vol. 2: The Doll’s House
3. The Sandman, Vol. 3: Dream Country
4. The Sandman, Vol. 4: Season of Mists
5. The Sandman, Vol. 5: A Game of You
6. The Sandman, Vol. 6: Fables and Reflections
7. The Sandman Vol. 7: Brief Lives
8. The Sandman Vol. 8: World’s End
9. he Sandman Vol. 9: The Kindly Ones
10. The Sandman Vol. 10: The Wake
এই 10টি ভোল পড়লে, আপনি sandman এর মেইন সিরিজ শেষ করে ফেলবেন।

আপনি চাইলে ইস্যু থেকে ইস্যু পড়তে পারেন, আবার ডিলাক্স এডিশন দিয়েও পড়তে পারেন। তবে আমি বলবো, ভলিউম wise পড়লে সব চেয়ে ভালো হবে। এছাড়াও আরো আছে।

• The Sandman: Endless Nights
– This is a great and must read book. It tells seven different stories with seven different artists.
• The Sandman: Overture
• Death: The High Cost Of Living
• Death: The Time Of Your Life Miniseries
Lucifer,
– Lucifer is the best spin off from Sandman. The OG, 75 issue run by Mike Carey is still a crown jewel of the spin off stuff. This is after the events of The Sandman, Vol. 4: Season of Mists.
• Lucifer Book One
• Lucifer Book Two
• Lucifer Book Three
• Lucifer Book Four
• Lucifer Book Five
আপনার এইটুকু পড়লেই হবে। এইটাই হইলো মেইন পিলার। এছাড়াও আরো স্পিন অফ আছে, যা আপনি চাইলে পড়তে পারেন। 
Deadboy detective এর সিরিজ আছে, চাইলে আপনি টা পড়তে পারেন।
এই সিরিজটি (Sandman) এমন একটি সিরিজ যা যদি আপনি যদি নিজে না পড়েন, তাহলে বুঝতেই পারবেন না কি বাদ দিচ্ছেন। এইটি আমার মতে শ্রেষ্ট কমিক বুক। 
এইটার মত বুক আপনি আর পাবেন না, কমিকস এর এই দুনিয়ায়। এইটি কোনো সুপারহিরো নিয়ে না।

এইটির টপিক তার থেকেও উপরে। এইটাকে ইংলিশ literature এর একটা জেম বলা হয়। 

The dreams and nightmares no longer seem to recognize their master.

I will remind them.
নেটফ্লিক্সের এই অরিজিনাল সিরিজ আগামী ৫ আগস্ট মুক্তি পেতে চলেছে।

Leave a Comment

Total Views: 501

Scroll to Top