Thor: Love & Thunder Movie Character Origin

সম্প্রতি Thor: Love and Thunder এর ট্রেইলার মুক্তি পায়। এতে আমরা Gorr the God Butcher ও Mighty Thor (Lady Thor) এর দেখা পাই। তাদের সম্পর্কেই আজকের আলোচনা। প্রথমেই স্পয়লার এলার্ট, কারন কমিক থেকে অনেক কিছুই মুভিতে তুলে আনতে পারে।

🔰 Gorr the God Butcher

Gorr এক নামহীন গ্রহে জন্ম নেয়।

তার স্বজাতি ইশ্বর/দেবতায় বিশ্বাস রাখলেও যখন তার মা, সাথী এবং সন্তানেরা তার চোখের সামনে একে একে দুর্ভিক্ষ এবং অন্যান্য প্রাকৃতিক দূর্যোগে মারা যায়, তখন তার ঈশ্বর এবং দেবতাদের উপর থেকে বিশ্বাস উঠে যায়।

সে ভাবে যদি ঈশ্বর দের অস্তিত্ব থাকতো তবে অবশ্যই তারা তার স্ত্রী সন্তানের মত অসহায় মানুষদের বাঁচাতে আসতো। তাই সে সকল God দের মারার সিদ্ধান্ত নেয় এবং হয়ে উঠে Gorr the God Butcher.

Venom কে Symbiote বলা হয়। আর এই Symbiote দের God হলো Knull.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই Knull ই Gorr কে All-Black the Necrosword নামের এক Sword দেয় যা Gorr এর ক্ষমতার মূল উৎস।


অর্থাৎ এই Necrosword ছাড়া Gorr অতটা শক্তিশালী নয়। এই Necrosword এর এক ঝলক হয়তো আমরা ট্রেইলার এ অলরেডি দেখে ফেলেছি। 

🔰 Mighty Thor

Gorr এর কারনে Thor Unworthy হয়ে যায় এবং Mjolnir তার থেকে আলাদা হয়ে যায়। ক্যান্সার আক্রান্ত Jane Foster কে Mjolnir তার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে খুঁজে বের করে। Mjolnir হাতে নেওয়ার পর সে Goddess of Thunder এ রুপান্তরিত হয়। 

থর লাভ এন্ড থান্ডার মুভি রিভিউ
থর লাভ এন্ড থান্ডার মুভি রিভিউ
(image credit: Marvel Studios)

Mjolnir হাতে নিলে সে Thor এ রুপান্তরিত হয়, তখন তার আর Cancer থাকে না। কিন্তু আবার সাধারন মানুষে রুপান্তরিত হওয়ার পর সে আবার আগের মতন দূর্বল হয়ে পড়ে, আগের অবস্থায় ফিরে যায়। 

Thanks everyone for reading the post.

Leave a Comment

Total Views: 351

Scroll to Top