Disclosure: This content is reader-supported, which means that if you click on some of our links. then we may earn a commission.
আপনি এ কুয়াইট প্লেস কিংবা নেটফ্লিক্সের বার্ডবক্স মুভি দুইটা দেখেছেন?
তাহলে আজকে আমি আপনাদের কে আরও একটা মুভির সাথে পরিচয় করিয়ে দিব। যা প্রায় একই জনরের মধ্যে পড়ে।
"কোন রকম শব্দ করলেই মৃত্যু! ছিঁড়ে খাবে একদল অদ্ভুত প্রানী"
![]() |
(image credit: internet) |
🎬 The Silence (2019)
®️ ⭐⭐⭐
🔘 A Quiet Place Movie বা Bird Box এর মতো মুভিগুলোর ফ্লেভারটাই অন্যরকম। ঠিক সেরকম ধাঁচের মুভি হিসেবে ধরা যায় দ্যা সাইলেন্স মুভিটাকে। বিশেষ করে এই মুভিগুলো অন্যরকম এক স্বাদ গ্রহণ করায় দর্শকদের। সবমিলিয়ে দ্যা সাইলেন্স মুভিটাও আমার কাছে ভালো লেগেছে ❤
এবার বিস্তারিত রিভিউ
❌ স্পয়লার এলার্ট ❌
🔘 একটি গুহা! যা দীর্ঘদিন যাবৎ কারও নজরে পড়েনি। সেই গুহা নিয়ে অনেক কথাই মানুষের মুখে প্রচলিত ছিলো। একসময় বিজ্ঞানীদের নজরে পড়ে এবং তারা সেই গুহার মুখ ভেঙে ফেলে।
আর সেখানেই বন্দী থাকা একদল অদ্ভুত প্রানী ছাড়া পেয়ে যায় এবং পুরো শহরে ছড়িয়ে পড়ে।
যেগুলো দেখতে বাদুড় এর মতো। প্রানীগুলো চোখে দেখতে পারেনা! তারা খুব হিংস্র এবং তাদের শ্রবণশক্তি খুবই তুখোড়। সামান্য শব্দগুলোও সেই অদ্ভুত প্রানীগুলো স্বচ্ছভাবে শুনতে পায়। অন্যদিকে ৫ সদস্যের একটি পরিবার!
🔘 ঠিক তখনই মুভিতে এন্ট্রি নেয় আরও একটি রহস্যজনক দল! আর তাদের কারনেই মুভির প্লট ভিন্ন হয়ে যায়। A Quiet Place, Bird Box ধাঁচের মুভি হলেও সেই রহস্যজনক দলটি সাইলেন্স এ পার্থক্য তৈরি করে ফেলে।
🔘 মুভিটি অধিকাংশ সময়েই অন্ধকার আর হরর টাইপ আবহ তৈরি করেছিলো! মুভির
স্ক্রিনপ্লে ছিলো খুবই সুন্দর। রাতের অন্ধকারে সিনেমাটোগ্রাফি হয়েছে তুখোড়। বিজিএমও বেশ মানানসই ছিলো।
অন্যদিকে চরিত্রগুলোও তাদের সেরা দেওয়ার চেষ্টা করেছে। থ্রিলার জনরায় মুভিটি বেশ ভালোই লেগেছে।
Silence 2019 Movie Review in Bangla
তবে ব্যক্তিগত মত থেকে বলতে গেলে মুভির এন্ডিং আরও ভালো করতে পারতো। যাদের এই ধরনের মুভি পছন্দ,দেখে নিতে পারেন। ওভার অল সব মিলিয়ে মুভিটি আপনাকে তৃপ্ত করবে আশা রাখি ❤
☢️ জনরা :- হরর / থ্রিলার 🔥
⏰ রানটাইম :- ১ ঘন্টা ৩০ মিনিট
🆔 আইএমডিবি :- ৫.৩ / ১০ (৪৪,০৭২ টি ভোট) 🔥
✋ গুগল রেটিং :- ৬৫ % পছন্দ করেছেন।
🍎 রোটেন টোমেটোস :- ২৯ % ফ্রেশ
🟢 ভাষা :- ইংরেজি
💸 বক্স অফিস :- ২.৩ মিলিয়ন
✴️ সাবটাইটেল :- বিসাব এবং ইসাব আছে।
🔰______________ হ্যাপি ওয়াচিং ________________🔰
দ্যা সাইলেন্স মুভি রিভিউ Silence Movie Review
Disclosure: This post May contains affiliate links that support our Blog.
When you purchase something after clicking an affiliate link, we may receive a commission.
Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents
On Category:
মুভি রিভিউ