Disclosure: This content is reader-supported, which means that if you click on some of our links. then we may earn a commission.
PUSHPA
: THE RULE এর চাহিদা ট্রেডে হট কেকের মত। সিনেমার শুটিং শুরু হয়ে পারেনি তার আগেই এই সিনেমার প্রি বিজনেস ৭০০ কোটিতে ঠেকতে পারে বলে খবর এসেছে। যার ৪০০ কোটি থিয়েট্রিকাল রাইটস এবং ৩০০ কোটি নন থিয়েট্রিকাল রাইটস। অন্যদিকে পারিশ্রমিক সহ প্রজেক্টেড বাজেটও ৪০০ কোটি ভাবা হচ্ছে। সব মিলিয়ে এখনি যদি প্রি বিজনেস ডিলে যায় Pushpa টিম তবে তাদের ৩০০ কোটির উপর টেবিল প্রফিট থাকবে।সামনে এই রাইটস পরিস্থিতির কারণে বাড়তে বা কমতে পারে। তবে এখন বাজার দর এমন। এমন প্রি বিজনেস Bahubali The Conclusion বা KGF Chapter 2 এর মত বিগ ATBB সিনেমার সিকুয়েলেও হয়নি। তবে এই দুই সিনেমার দ্বিতীয় কিস্তির দূর্দান্ত পারফরম্যান্স এবং পুস্পা সিনেমার গ্রাউন্ড লেভেল এক্সেপ্টেন্সের কারণে ট্রেডে এটার দ্বিতীয় কিস্তি নিয়ে অতি প্রত্যাশা বিদ্যমান।
![]() |
(image credit: Goldmines Telefilms) |
যেটা আসলে সিনেমার টিমের জন্যেও অনেক বড় প্রেশার। Allu Arjun যেখানে Pushpa এর ফাকে একটি সিনেমা করতে চেয়েছিলো সেখান থেকেও বেরিয়ে এসেছে। ফেব্রুয়ারীতে শূটিং শুরু হবার কথা থাকলেও এখনো প্রস্তুতি আর প্রি প্রোডাকশনে সময় ব্যয়ের কারণ মোডিফাই করা।
অনেক প্রত্যাশার চাপ রয়েছে এই সিনেমা নিয়ে তাই সিনেমার টিমের উপর প্রেশারটাও বাড়ছে। বাজেট বাড়িয়ে ইতিমধ্যে ৪০০ করা হয়েছে পারিশ্রমিক বাড়ানো হয়েছে স্টার ও এক্টরদের। ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রি এক্টরদের নেওয়া হচ্ছে। ডায়লগস, ভিজুয়াল, ভিএফএক্স, মিউজিক, স্টোরি, স্ক্রিনপ্লে, স্ক্রিপ্টে আরো ঘশামাজা চলছে। সিনেমার জন্য আল্লু অর্জুন ১০০ কোটির উপর পারিশ্রমিক নিতে যাচ্ছেন।
নিজের সবটা ঢেলে দেবেন এই সিনেমায়। আশা করি সুকুমার আগের কিস্তির কিছু অভাব ও অপূর্ণতার জবাব এবার দেবেন এবং অভিযোগের অবকাশ রাখবেন না। তিনিও বিগ পে চেক পাচ্ছেন প্রায় ৬৫ কোটি রুপি।
আশা করি এই হাইপ ও প্রেশারকে সামলে সুকুমার ভালো একটি সিনেমা উপহার দেবে। কারন হিতে বিপরীত হলে এত বড় রাইটস ও বাজেটের সিনেমা বড় ক্ষতির সম্মুক্ষীন হতে পারে।
Pushpa : The Rise এর দ্বিতীয় দিনের Non SSR তেলুগু স্টেটে টপ কালেকশন এর মত তৃতীয় দিনের টপ কালেকশন ও আনবিটেন থেকে গেলো।
সিনেমার ৩য় দিনের তেলুগু স্টেটস শেয়ার কালেকশন ছিলো ১৪.৩৮ কোটি। অন্ধ্রপ্রদেশে টিকিট রেট ইস্যু ছিলো এবং থিয়েটারে রেইড ছিলো অন্যদিকে বিগ সিটিতে Spider-man : No Way Home এর সাথে ক্ল্যাশে শো হল হারিয়েছিলো।
টিকিট রেট স্বাভাবিক থাকলে কালেকশন আরো বাড়তো হয়ত ১৮-২০ কোটির কাছাকাছি শেয়ারও যেতে পারতো। Earth Shattering Footfalls 🔥
Sarkaru Vaari Paata সিনেমার কাল ইভেনিং নাইট শো তে ভালো রেসপন্স হওয়ায় অনেকে ভেবেছিলো এই রেকর্ড ব্রেক হবে কিন্ত সেটা হয়নি।
#Also Read: Runway 34 Movie Review
Disclosure: This post May contains affiliate links that support our Blog.
When you purchase something after clicking an affiliate link, we may receive a commission.
Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents