Disclosure: This content is reader-supported, which means that if you click on some of our links. then we may earn a commission.
ঐতিহাসিক ব্লকবাস্টার Bahubali The Conclusion সিনেমার পাচ বছর!!!
আজ সিনেমার রেকর্ডগুলো নিয়ে কিছুটা আলোচনা করবো।
...................................................................
• বাজেটঃ- ১৯৫ কোটি [সব মিলিয়ে]
• ডমেস্টিক নেটঃ- ১১১৫.৮৬ কোটি [অল ভার্শন]
• ডমেস্টিক গ্রোসঃ- ১৪৩০ কোটি।
• ওভারসীসঃ- ৩৮০ কোটি [59 Million USD]
• ওয়ার্ল্ডওয়াইডঃ- ১৮১০ কোটি।
• ডমেস্টিক ফুটফলস (টিকিট সেল)- ১০.৬-১১ কোটি প্রায়।
• অল টাইম ব্লকবাস্টার
.....................................

..............................
অন্যান্য রেকর্ড
* ভারতের প্রথম ৪০০-১১০০ কোটি নেট কালেকশন এর ল্যান্ডমার্ক পার করেছে সিনেমাটি।
* প্রথম ভারতীয় সিনেমা যা ১০০০-১৪০০ কোটি গ্রোস কালেকশন শুধু ভারতেই করার রেকর্ড করেছে।
* ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ওপেনিং ডে কালেকশন। অল ইন্ডিয়া ১২০ কোটি+ নেট গ্রোস কালেকশন তুলেছিলো এই সিনেমা।
* প্রথম ভারতীয় সিনেমা যা ২০০-৬০০ কোটি শেয়ার কালেকশন এর ল্যান্ডমার্ক পার করেছে।
* প্রথম ভারতীয় সিনেমা যা ৩০০-৮০০ কোটি ওয়ার্ল্ডওয়াইড শেয়ার বেঞ্চমার্ক পার করেছে।
* ভারতের কেরালা ব্যাতিত প্রতিটি রাজ্যে অল টাইম হায়েস্ট কালেকশন তোলার অল টাইম রেকর্ড। ও ১৩ টি টেরিটোরিতে অল টাইম রেকর্ড।
* ভারতীয় সিনেমা হিসাবে নেপাল, USA, UAE, অস্ট্রেলিয়াতে হায়েস্ট কালেকশন তোলার রেকর্ড।
* প্রথম ইন্ডিয়ান সিনেমা যা শুধুমাত্র USA তে ১০০ কোটি+ গ্রোস তুলেছে।
* প্রথম সিনেমা যা মুম্বাই টেরিটোরিতে ১৫০ কোটি+ নেট কালেকশন তুলেছিলো।
* এই শতকের সবচেয়ে বড় ব্লকবাস্টার এবং ভারতীয় সিনেমার ইতিহাসে ডমেস্টিক মার্কেটে দ্বিতীয় বিগেস্ট হিট [শোলে(১৯৭৫) সিনেমার পর]
#Also Read: পাঠান মুভি রিভিউ
* প্রথম ভারতীয় সিনেমা যা ১০ দিনেই ১০০০ কোটি ক্লাবে ঢোকে। সিংগেল ডে হায়েস্ট কালেকশন এর টপ চার্ট এই সিনেমার দখলে।
* ৩ দিনের উইকেন্ডে ৩০০ কোটি নেট কালেকশন।
* ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড ব্রেকিং এডভান্স বুকিং (৫০ কোটির বেশি)
* এই সিনেমা টিভিতে অল টাইম বিগেস্ট হিট। প্রিমিয়ার ইম্প্রেশনে হিন্দী ভার্শনে এখনো অল টাইম রেকর্ড ধরে রেখেছে। তেলুগু, তামিল, কান্নাডা ও মালায়ালাম ভার্শনেও প্রিমিয়ার রেকর্ড করেছিলো সে সময়।
শুধুমাত্র হিন্দীতেই এই সিনেমা ১৩ কোটি ইম্প্রেশন এসেছে এযাবৎকালে।
সব ভাষা মিলে ২৫ কোটি ছাড়াবার কথা।
* গুগোলে ২০১৭ এর সবচেয়ে বেশি Searched ও টুইটারে সবচেয়ে বেশি হ্যাশট্যাগ টপিক, উইকিপিডিয়াতে সবচেয়ে বেশি সার্চড হওয়া বিষয় বিশ্বব্যাপী ও ওয়ার্ল্ডওয়াইড টুইটারে ৭ম হায়েস্ট সার্চড টপিক।
* ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ব্যবসাসফল ও হায়েস্ট গ্রোসিং ফ্রাঞ্চাইজি। যার দুই পার্ট ই অল টাইম ব্লকবাস্টার।
* তেলেংগানায় ৪০০০ রুপিতে টিকিট সেলের ও ঘটনা ঘটেছে কিছু যায়গায় যা ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বচ্চ টিকিট প্রাইস।
* Book My Show এর রিপোর্ট মতে তারা বুকিং চালু করার পর গড়ে প্রতি ১২ সেকেন্ডে এক একটি টিকিট সেল হয়েছে। এত চাহিদা ভারতের আর কোনো সিনেমায় হয়নি।
* গিনেজ রেকর্ড - ৫০০০ স্কয়ার ফিট পোস্টার এর জন্য।
* শোলের জবাব।
শোলে(১৯৭৫) সালে সাউথ টেরিটোরিতে এসে ইন্ডাস্ট্রি হিট হয়ে গিয়েছিলো। তৎকালে সাউথ টেরিটোরিতে ৬.৫০ কোটির বেশি গ্রোস কালেকশন তুলেছে সেই আমলে। যখন তাদের নিজস্ব ইন্ডাস্ট্রি হিট সিনেমা এত কালেকশন তুলতে ব্যর্থ ছিল। যদিও শোলে হিন্দীতেই কামিয়েছে কোনো ডাবিং ভার্শন নয়।
.
৪২ বছর পর হিন্দী মার্কেটে এসে বাহুবলী ২ তার জবাব দেয়। যখন বলিউড এখনো ৪০০ কোটি নেট কালেকশন দিতে ব্যর্থ তখন সাউথের ফিল্ম এসে হিন্দী ভার্শনে প্রথম ৫০০ কোটি কালেকশন দেয়।
#Also Read: Avatar 2 Way Of Water Movie Review
* সাউথের ১১ টি স্ক্রীনে ১ কোটির উপরে কালেকশন তোলার রেকর্ড। এমন রেকর্ড ভারতে আর নেই৷
Disclosure: This post May contains affiliate links that support our Blog.
When you purchase something after clicking an affiliate link, we may receive a commission.
Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents