Ghost Rider (Johnny Blaze) Origin in Bangla

Ghost Rider একটি পদবী যা দ্বারা Spirit of Vengeance এর সাথে আবদ্ধ কয়েকজন Anti-Hero কে অভিহিত করা হয়ে থাকে। এখন পর্যন্ত অনেকেই Ghost Rider হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো Johnny Blaze.


Johnny Blaze জন্মগ্রহন করেন Barton Blaze ও Naomi Kale এর ঘরে। তার বাবা ছিলেন একজন মোটরসাইকেল স্টান্টম্যান। পরবর্তীতে Johnny এর ভাই Danny ও বোন Barbara জন্ম নেয়। 

Naomi Kale ছিলো Noble Kale এর বংশধর। Noble Kale ছিলো প্রথম Ghost Rider এবং তাকে Mephisto Cursed করেছিলো এই বলে যে, Kale বংশে জন্মগ্রহন করা প্রত্যেক জেনারেশনের প্রথম শিশু Ghost Rider হয়ে যাবে। 

Ghost Rider (Johnny Blaze) Origin in Bangla
(image credit: Marvel)


এক অনেক পুরনো বিয়িং যার নাম Caretaker সে এসে Naomi কে জানায় যে তার দুই ছেলে Johnny ও Danny দুজনেই Ghost Rider হবে। তাদের এ Curse থেকে বাঁচাতে Naomi নিজের মিথ্যা মৃত্যুর নাটক করে Danny ও Barbara কে নিয়ে পালিয়ে যায়। Naomi Mephisto এর কাছে যায় তার নিজের জীবনের বিনিময়ে তার সন্তানদের এই Curse থেকে মুক্ত করতে কিন্তু Mephisto তাকে ধোঁকা দেয় এবং Naomi এর মৃত্যু হয়।

মায়ের মৃত্যুর কিছুদিন পর ই Johnny এর বাবা Barton ও এক স্টান্ট করতে গিয়ে মৃত্যুবরন করে। তাকে তাদের বাবার বন্ধু Craig Simpson ও তার স্ত্রী Mona Simpson দত্তক নেয়। Craig Simpson এর মোটরসাইকেল স্টান্ট এর শো ছিলো Craig Simpson Stunt Show এবং Craig ও তার বাবার মতো একজন মোটরসাইকেল স্টান্টম্যান ছিলো। 


Johnny তাদের ঘরে হাসিখুশি বেড়ে উঠতে থাকে এবং তাদেরকেই তার বাবা-মা হিসেবে মেনে নেয়। Craig Simpson এর মেয়ে Roxxane Simpson যে কিনা তার এডোপ্টেড সিস্টার তার সাথে Johnny এর রোমান্টিক সম্পর্ক গড়ে উঠে। একদিন Johnny এবং Roxxane মোটরসাইকেল স্টান্ট এর প্র্যাকটিস করতে থাকে তখন তাতে আগুন ধরে যায়। Roxxane মোটরসাইকেল থেকে লাফ দেয়। 

তাদের তাবুতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তাই Johnny মোটরসাইকেল চালিয়ে বের হয়ে যায় কিন্তু তার মা Mona বাইরে বেরিয়ে আসে তারা ঠিক আছে কিনা দেখার জন্য আর তখনি মোটরসাইকেল তার সামনে এসে ব্লাস্ট হয়। হসপিটালে মৃত্যুশয্যায় থাকা Mona তার শেষ নিঃশ্বাস ফেলার আগে Johnny এর কাছে একটাই অনুরোধ করে, সে যেনো আর মোটরসাইকেল স্টান্ট না করে।

Mona এর কাছে করা প্রমিস রক্ষা করতে আর স্টান্ট করেনা। তবে সে সবার থেকে গোপনে ঠিক ই প্র্যাকটিস করতে থাকে এবং তার স্কিল আরো ইম্প্রুভ হতে থাকে। সময় বয়ে যেতে থাকে এবং Craig Stunt Show এর সুনাম ছড়িয়ে যেতে থাকে। এরই মধ্যে Craig এর ক্যান্সার ধরা পড়ে, তাই সে Johnny কে বলে তার পথ অনুসরন করে Craig Stunt Show এর নাম আগে বাড়িয়ে নিয়ে যেতে। 

কিন্তু Mona কে দেওয়া প্রমিস রক্ষা করার জন্য সে Craig কে মানা করে দেয়। সবাইকে হারানোর পর Johnny চায় না তার এই শেষ অভিভাবক ও তাকে ছেড়ে চলে যাক তাই সে তার বাবা কে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি থাকে, পাগলের মতন খুঁজতে থাকে তার বাবাকে বাঁচানোর পথ।

 সে মিস্টিক ফোর্স এর অনুসন্ধান করতে থাকে তার বাবাকে বাঁচানোর জন্য এবং এক মন্ত্র-পূজা এর মাধ্যমে Devil কে ডেকে আনে ( যে কিনা আসলে Mephisto ছিলো) এবং তার সাথে চুক্তি করে তার বাবার জীবনের বিনিময়ে সে Devil এর কাছে নিজের Soul বিক্রি করে দেয়।

Craig ক্যান্সার থেকে মুক্তি লাভ করে এবং আগের লাইফে ফিরে যায়। সে তার শো তে মোটরসাইকেল স্টান্ট করা শুরু করে এবং তার শো কে আরো পপুলার করার জন্য ২২ টি গাড়ির উপর দিয়ে লাফ দেওয়ার প্রস্তুতি নেয়। সেই স্টান্ট করতে গিয়ে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে Johnny শোকে বিহ্বল হয়ে পড়ে। তখনি তার সামনে Devil উপস্থিত হয়। সে চিৎকার করে বলে Devil তাকে ধোঁকা দিয়েছে। 

তখন Devil বলে, সে তার বাবার রোগ ঠিকই সারিয়ে দিয়েছে এবং সে তার চুক্তি সম্পন্ন করতে এসেছে। সে তাকে বলে, অন্ধকার সময়ে Johnny তার দূত হবে এবং তার জয়ী হওয়ার পর সে তার সাথে Hades (Underworld/Soul World) এ যোগ দিবে। তাদের মধ্যে চুক্তি হয়, দিনে Johnny Blaze জীবিতদের মধ্যে হাটবে এবং রাতে সে Ghost Rider হয়ে যাবে। 

পরবর্তীতে সে জানতে পারে সে Zarathos নামক Demon যে কিনা নিজেই Spirit of Vengence তার সাথে যুক্ত এবং সে শুধু রাতেই না, তার আশেপাশে Evil এর উপস্থিতি টের পেলেই Ghost Rider এ পরিনত হয়। সে শুধু অপরাধী ও খারাপ লোকদের ই নরকে পাঠানোর জন্য তার ক্ষমতা ব্যাবহার করা শুরু করে।

Powers and Abilities :

  • Ghost Rider Transformation: Ghost Rider হওয়ার পর তার মাথা ও হাত কঙ্কালের মতন হয়ে যায় এবং তার মাথা ও হাতে আগুন জ্বলে।
  • Superhuman Strength
  • Superhuman Stamina
  • Superhuman Durability
  • Superhuman Agility
  • Regenerative Healing Factor
  • Supernatural Awareness
  • Hellfire Manipulation
  • Sin Manipulation
  • Ride Symbiosis
  • Soul Manipulation
  • Dimensional Travel
  • Demon Magic Manipulation
  • Mystical Chain Projection
  • Penance Stare
  • Damnation Stare
  • Self-Size Alteration
  • Exorcism
  • Expert Stunt Rider
  • Skilled Hand-to-Hand Combatant
  • Occult Knowledge

Weakness:

  • Corruption
  • Heavenly Weapons
  • Host Separation

Equipments:

  • Mystical Chain
  • Hellfire Shotgun
  • Pistol
  • Knives
  • Hell Cycle

Trivia:

  • এখন পর্যন্ত যারা Ghost Rider হয়েছেনঃ
                • Jonathan Blaze
                • Danny Ketch
                • Robbie Reyes
                • Alejandra Jones
  • Johnny Blaze এর ছোটভাই Danny Ketch ও পরবর্তীতে Ghost Rider হয়।
  • Johnny Daredevil কে হেট করে কারন সে মনে করে সে নিজে Daredevil নামটির জন্য বেশি যোগ্য।
  • Johnny তার মোটরসাইকেল স্টান্ট এর মাধ্যমে ৯ টি গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড দখল করেছে।
  • Johnny কে Most Possible Sorcerer Supreme হিসেবে ধরা হয়ে থাকে।
  • একপর্যায়ে সে King of Hell হয়ে যায়।
  • এখন পর্যন্ত মেইন কন্টিউনিটিতে অর্থাৎ Earth-616 এ অনেক মেইনস্ট্রিম সুপারহিরোই কিছু সময়ের জন্য Ghost Rider হয়েছিলো। (Frank Castle, Carol Danvers, Clint Barton, T’Challa, Stephen Strange)
  • ২০১৩ সালে Ghost Rider এর রাইট সনি এর থেকে মার্ভেল এর কাছে ফিরে আসে।
  • Ghost Rider কে এখন পর্যন্ত লাইভ-একশনে Ghost Rider (2007) ও Ghost Rider: Spirit of Vengeance (2011) এ Nicolas Cage কে Johnny Blaze হিসেবে দেখা যায় এবং Agents of Shield এ Robbie Reyes কে Ghost Rider হিসেবে দেখা যায় যাতে Gabriel Luna অভিনয় করেছেন।
Prepare to suffer the sting of Ghost Rider’s power! Prepare to know the true meaning of hell
Johnny Blaze aka Ghost Rider

Court of Owls Origin in Bangla

About Ghost Rider:

  • Real Name: Jonathan Johnny Blaze
  • Aliases: Skullhead, Dark Lord, The Burning Man
  • Gender: Male
  • Height: 5′10″ (1.78 m) (Blaze), 6′2″ (1.88 m) (Ghost Rider)
  • Eyes: Blue (Blaze) No Eyes at all (Ghost Rider)
  • Hair: Strawberry Blonde (Blaze) No hair at all (Ghost Rider)
  • Creators: Gary Friedrich, Mike Ploog
  • (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
  • First Appearance: Marvel Spotlight #5 (May, 1972)

Leave a Comment

Total Views: 310

Scroll to Top