Disclosure: This content is reader-supported, which means that if you click on some of our links. then we may earn a commission.
এসে গেল আয়ুশমান খুরানা অভিনীত Shubh Mangal Zyada Saavdhan এর অফিশিয়াল ট্রেইলার । এটি ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত Shubh Mangal Saavdhan এর স্পিন অফ সিনেমা । এটিকে যদিও অনেকেই সিক্যুয়েল বলে কিন্তু এই সিনেমা আগের সিনেমাগুলি থেকে আলাদা । এই সিনেমায় সমলিংগের মধ্যে বিয়ে এবং তাদের দৈনন্দিন জীবনে সামাজিক সমস্যাগুলি তুলে ধরা হয়েছে ।
এর আগে গতবছর Ek Ladki ko dekha to aisa Laga মাধ্যমে প্রথম নারী সমকামী সিনেমা মুক্তি দেওয়া হয়েছিল ।
Shubh Mangal Zyada Saavdhan ট্রেইলার রিভিউ
(Image credit: T-Series)
কিন্তু আলোচনা সমালোচনার মুখে সেটি বক্স অফিস ফ্লপ হয় । এবার দেখার পালা শুভ মংগল যেয়দা সাবধান সিনেমার মাধ্যমে প্রথম পুরুষ সমকামী সিনেমা মুক্তি দেওয়ার মাধ্যমে এই সিনেমাটি সফল হয় কিনা । ট্রেইলার প্রকাশের পরে থেকেই এই সিনেমা আলোচনা সমালোচনার পাত্রে পরিণত হয়েছে । এখন কথা হচ্ছে এই সিনেমা বক্স অফিসে সফল হয় কিনা । আয়ুশমানের গত ৪ টি সিনেমা সবকটিই ব্যাবসা সফল । এখন দেখার বিষয় আয়ুশমান নিজের এই হিট তকমা ধরে রাখতে পারে কিনা ।
এর আগে হলিউডে একাধিক সমকামী সিনেমা তৈরি করা হয়েছে । বিশেষ করে গতবছর প্রথম সমকামী সুপারহিরোইন ব্যাটওম্যান এর প্রথম লাইভ অ্যাকশন টিভি সিরিজ ব্যাট ওমেন সিরিজ প্রচারিত শুরু হয় । কিন্তু সেখানে জোর করে সমকামিতার পাশাপাশি ফেমিনেজম ঢুকিয়ে দেওয়ার ফলে সিরিজটির দর্শকসংখ্যা কমতে থাকে ।
যার ফলে ব্যাটওম্যানের প্রথম সিজন বলা চলে পুরাই ফ্লপ । যদিও Shubh Mangal Zyada Saavdhan এর জেনার আলাদা । কিন্তু এই তিনটির থিম একই , আর সেটি হচ্ছে সমকামীতা প্রমট করা । এই সিনেমাগুলি কিংবা সিরিজগুলি সত্যিই বাজে দিকগুলি ভালো রুপে এনে তা দর্শকদের কে মানিপুলেট করার চেষ্টা করে । যার ফলে সাধারণ দর্শকরা প্রায় সময়ই এই থীমে তৈরি মুভি/সিরিজ এড়িয়ে চলার চেষ্টা করে ।
এখন দেখার বিষয় Shubh Mangal Zyada Saavdhan সিনেমাকে দর্শক কিভাবে গ্রহণ করে । আয়ুশমান খুরানা একজন দক্ষও গুনি অভিনেতা । তার কাছে থেকে দর্শক পেয়েছে আন্ধানুন কিংবা বাধাই হো মত কমার্শিয়াল সিনেমা । অন্যদিকে Article 15 কিংবা Bala এর মত সামাজিক সচেতনতা মুলুক সিনেমা । অনেক সাধারণ দর্শক আয়ুশমানের এই সিনেমা নিয়ে সমালোচনা করেছে । যেহেতু এই সিনেমা ছেলেমেয়েদের মধ্যে বাজে ধারণা দিতে পারে । যে কারনে আয়ুশমানের উচিত হবে ভবিষ্যৎ এ এইরকম স্ক্রিপ্ট এড়িয়ে চলা ।
Shubh Mangal Zyada Saavdhan মুভি বক্স অফিস কালেকশন নিয়ে পোস্ট আপডেট করা হবে ।
😍Note: Shubh Mangal Zyada Saavdhan এর বিস্তারিত বক্স অফিস কালেকশন রিপোর্ট নিয়ে আমরা খুব তাড়াতাড়ি পোস্টি আপডেট করব । 😎
শুভ মংগল যেয়দা সাবধান সিনেমা বিস্তারিত
নো স্পইলার 😀
শুভ মংগল যেয়দা সাবধান সিনেমাটি ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বক্স অফিস হিট শুভ মংগল সাবধান এর স্পিন অফ সিনেমা ।
এই সিনেমা যদি বক্স অফিস হিট হয় তাহলে এটি আয়ুশমানের পঞ্চম সিনেমা হিসেবে নাম লিখাবে ।
অন্যদিকে আরেক হিট মাস্টার ভারুন ধাওয়ানের স্ট্রিট ডান্সার ৩ডি মুভিটি বক্স অফিসে ফ্লপ খেয়েছে ।
আবার মাত্র ১৪ দিনের ব্যাবধানে Shubh Mangal Zyada Saavdhan এর সাথে ক্লাশ করবে টাইগার শ্রফ অভিনীত সিনেমা বাঘী ৩ , যেটি মুক্তি পাবে ৬ই মার্চ ।
যার ফলে এখনি বলা যাচ্ছে না যে কোন সিনেমা হিট হবে কিংবা কোনটা ফ্লপ হবে ।
এরই ধারাবাহিকতায় গত ২০ই জানুয়ারি তে শুভ মংগল যেয়দা সাবধান সিনেমার প্রথম টিজার ট্রেইলার প্রকাশিত হয় T-Series এর ইউটিউব চ্যানেল এ ।
শুভ মংগল যেয়দা সাবধান মুভি প্রিমিয়ার এবং মুক্তির দিন
পুরো বিশ্বে আগামী ২১ শে ফেব্রুয়ারি পাবে এই সিনেমাটি ।
গত ২০শে জানুয়ারি শুভ মংগল যেয়দা সাবধান ট্রেইলার মুক্তির পরে এর ভিওস ছিল প্রায় ৫৬ মিলিয়ন বার । যেটা প্রায় সকল সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব এবং অন্যান্য মাধ্যম এর মাধ্যমে এর ভিওস কাউন্ট করা হয়েছে ।
Shubh Mangal Zyada Saavdhan Trailer Summary
∆ ফাইনাল ট্রেইলার প্রকাশিত হয়েছে ২০ শে জানুয়ারি ২০২০ এ ।
∆ ফাইনাল ট্রেইলারের লাইক সংখ্যা ৬ লাখ ৫০ হাজার ।
∆ ফাইনাল ট্রেইলারের ডিসলাইক সংখ্যা ৪৫ হাজার ।
∆ ফাইনাল ট্রেইলারের ভিওস মাত্র প্রায় ৫০ মিলিয়ন বার । ( শুধুমাত্র ইউটিউব লাইক, ডিসলাইক এবং ভিওস গননা করা হয়েছে )
∆ ফাইনাল ট্রেইলারের ব্যাপ্তিকাল ছিল ২ মিনিট ৩৭ সেকেন্ড ।
গত ২০শে জানুয়ারি T-Series এ প্রকাশিত হয়েছে আয়ুশমান খুরানার নতুন মুভি শুভ মংগল যেয়দা সাবধান এর অফিশিয়াল ট্রেইলার । ভারতে সমলিংগের মধ্যে বিয়ের বিষয়ে হাইকোর্টে রুল জারি করা হওয়ার পরের বছর মানে ২০১৯ সালে লেসবিয়ানদের নিয়ে সিনেমা তৈরি হয়েছিল গত বছর । এই বছর গে দের নিয়ে এই সিনেমা তৈরি হয়েছে । যেটি মুক্তি পাবে আগামী ফেব্রুয়ারি ।
ট্রেইলারে দেখা যায় আয়ুশমান একটি গাড়িতে যাচ্ছিল । পাশে থাকা ব্যাক্তি জিজ্ঞাসা করে তুমি কখন ঠিক করলে যে তুমি গে হবে ? আয়ুশমান রেগে গিয়ে বলে আপনি কবে ঠিক করেছিলেন যে আপনি গে হবেন না ?
এর পরে দেখা যায় আয়ুশমান আর তার বয়ফ্রেন্ড এর মাঝে আলাপ আলোচনা করতে । যেখানে তাদের সম্পর্কের বিষয়ে বাড়িতে বলবে বলে ঠিক করে । কিন্তু আয়ুশমানের বয়ফ্রেন্ডের বাড়িতে এই সম্পর্ক মেনে নেয় না । সেই সাথে তার জন্য বাড়ি থেকে মেয়ে পছন্দ করে তার সাথে বিয়ে দেওয়ার জন্য ।
এর ফলে আয়ুশমান তার বয়ফ্রেন্ডের বাড়িতে যায় এবং তাদের বাড়ির সকল সদস্যদের কে বুঝানোর চেষ্টা করে কিন্তু ব্যার্থ হয় । উপরন্তু তার বয়ফ্রেন্ড এই বিয়েতে রাজী হয় । যার ফলে আয়ুশমান তার সম্পর্ক এবং নিজ ভালোবাসা হারাতে বসে ।
(Image credit: T-Series)
এখন দেখতে হবে তারা দুজনে আদৌ কি মিলিত হবে নাকি সমাজের জন্য নিজেদের ভালোবাসা ত্যাগ করবে । যার উত্তর জানতে হলে আপনাকে আগামী ২৪শে ফেব্রুয়ারি যেতে হবে নিকটস্থ সিনেমাহলে ।
Disclosure: This post May contains affiliate links that support our Blog.
When you purchase something after clicking an affiliate link, we may receive a commission.
Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents