বুক অফ বোবা ফেট সিরিজ রিভিউ

দ্যা মান্ডোলরিয়ান এর সিজন ২ ফিনালেতে এনাউন্সমেন্ট এর প্রায় এক বছরের বেশি সময় পরে অবশেষে এসে গেল বুক অফ বোবা ফেট

তবে এই সিরিজটি কে অনেকেই মান্ডোলরিয়ান ২.৫ বলে সম্ভোধন করছে। এর কারণ হল, বুক অফ বোবা ফেট মান্ডোলরিয়ান এর সিজন দুই এর পরে থেকে শুরু হবে।

Book of BoBa Fett সিরিজ রিভিউ

The Book of Boba Fett হলো স্টার ওয়ার্স ফ্রাঞ্চাইজের স্পিন অফ সিরিজ। যা ডিজনি প্লাস স্ট্রিমিং সার্ভিসের জন্য বানানো হয়েছে।

দ্যা মান্দালরিয়ান এর মতই বোবা ফেট নিজেও একজন বাউন্টি হান্টার ছিল।

মান্ডোলরিয়ান সিরিজ এর স্পিন অফ হিসেবে বুক অফ বোবা ফেট এর সাথেই আরো কয়েকটা সিরিজের ঘোষণা দেয় লুকাসফিল্ম।

যার মধ্যে আহসোকা, আন্ডর, রেঞ্জার্স অফ নিউ রিপাবলিক অন্যতম।

এই সকল সিরিজ ডিজনি তাদের ডিজনি প্লাস ডে তে ঘোষণা দেয়।

বুক অফ বোবা ফেট সিরিজ রিভিউ
The Book of Boba Fett series review in bangla
বুক অফ বোবা ফেট সিরিজ রিভিউ
(image credit: Disney/Lucasfilm/YouTube)

বুক অফ বোবা ফেট দেখার আগে কি কি মুভি ও সিরিজ দেখতে হবে?

আপনি যদি বুক অফ বোবা ফেট নিয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে, আপনাকে সাজেশন করব প্রথমেই স্টার ওয়ার্সঃ নিউ হোপ মুভিটা দেখতে।

কারন সর্বপ্রথম এই মুভিতেই গ্যালাক্সির সেরা এই বাউন্টি হান্টার কে দেখা যায়।

এরপরে আপনি একে একে

রিটার্ন অফ জেডাই এবং ইম্পাইয়ার স্ট্রাইকস ব্যাক। সিরিয়াল অনুযায়ী দেখতে। তাহলে আপনি কোন স্পইলার পাবেন না।

এই তিন টা মুভি অর্থাৎ অরিজিনাল ট্রিলজি দেখা সকল স্টার ওয়ার্স ফ্যানদের জন্য মাস্ট ওয়াচ।

তাহলেই মান্ডোলরিয়ান সিরিজ ভালো ভাবে বুঝতে পারবেন।

সেই সাথে বোবা ফেট আর জাংগো ফেট এর কারবার নিয়েও জানতে পারবেন।

জাংগো ফেট হলো বোবা ফেট এর বাবা। এর জন্য আপনি স্টার ওয়ার্সঃ প্রিকুয়েল ট্রিলজি দেখতে পারেন।

তবে আমি সবাইকে সাজেশন করব স্টার ওয়ার্স এর প্রথম ছয়টা মুভি অবশ্যই দেখার জন্য।

সম্ভব হলে স্টার ওয়ার্সঃ রোউগ ওয়ান ও হান সোলো এই দুই মুভিটাও দেখতে।

আশা করি আপনি আশাহত হবেন না।

বুক অফ বোবা ফেট এর কয়টি এপিসোড?

বুক অফ বোবা ফেট এর সিজন ১ এ মোট ৭ টা এপিসোড থাকবে। যার মধ্যে প্রথম এপিসোড ২৯ডিসেম্বর ২০২১ এ মুক্তি পাবে।

বোবা ফেট এর সব এপিসোড কবে পাওয়া যাবে?

বুক অফ বোবা ফেট এর সকল এপিসোড ৯ ফেব্রুয়ারী ২০২২ এ ডিজনি প্লাসে দেখতে পাওয়া যাবে।

Leave a Comment

Total Views: 505

Scroll to Top