সেনাবাহিনী নিয়োগ 2022 সার্কুলার

সেনাবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার – Army Job 2021 Circular

প্রকাশিত হলো ২০২১ সালের শেষ সেনাবাহিনীর সার্কুলার । আপনার বয়স যদি ১৭ থেকে ২০ হয়ে থাকে তাহলে আপনিও আবেদন করতে পারেন।

সরকারি চাকরি আবেদন ও ডিফেন্সের চাকরির সঠিকভাবে আবেদনের নিয়ম যেনে নিন।

Army Job Circular 2021 সেনাবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার

বাংলাদেশ সেনাবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

চাকরির ক্যাটাগরিঃ সরকারি চাকরি

জেলাঃ উল্লেখিত সকল জেলা

চাকরির ধরনঃ ডিফেন্স চাকরি

চাকরি দাতা প্রতিষ্ঠানঃ বাংলাদেশ সেনাবাহিনী

পদের সংখ্যাঃ অসংখ্য

বয়সঃ ১৮-২০ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি / সমমান

আবেদনের শেষ তারিখঃ ৩১ শে ডিসেম্বর, ২০২১

সেনাবাহিনী নিয়োগ ২০২১ সৈন্য

বাংলাদেশ সেনাবাহিনীর নিম্ন সংগঠনে স্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

সেনাবাহিনীতে নিয়োগের সকল কার্যক্রম সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তর হতে ডাকযোগে প্রদান করা হয়।

সেনাবাহিনী নিয়োগ 2022 সার্কুলার
সেনাবাহিনীর সার্কুলার


 

সেনাবাহিনীতে ভর্তির জন্য প্রতারক বা দালালের কবল থেকে সর্তক থাকুন । কেউ আর্থিক লেনদেনসহ কোন প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন।

ভুয়া ঠিকানা, ভুয়া সনদপত্র কিংবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তির তথ্য উদঘাটিত হলে চাকুরীর যেকেনো পর্যায়ে বরখাস্ত করণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেনাবাহিনী নিয়োগ ২০২১ এর নিয়মাবলি

বয়সঃ ৫ই ফেব্রুয়ারী ২০২৩ তারিখে ১৭ থেকে ২০ বছর হতে হবে (কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়)৷

উচ্চতাঃ পুরুষের জন্য সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে৷ এবং মহিলাদের জন্য সর্বনিম্ন ৫ ফুট ৩ ইঞ্চি লাগবে।

ওজনঃ পুরুষ পার্থিকে সর্বনিম্ন ৪৯ (কেজি) কিলোগ্রাম হতে হবে । এবং মহিলাদের ৪৭ (কেজি) কিলোগ্রাম৷

বুকঃ স্বাভাবিক ভাবে পুরুষের জন্য ৩০ ইঞ্চি হতে হবে যা প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি থাকা বাধ্যতামূলক । অন্যদিকে মেয়েদের জন্য স্বাভাবিক অবস্থায় বুকের মাপ ২৮ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে ।

পার্থীকে সাতার জানা আবশ্যক।

উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে ।

আপনি চাইলে BMI ( Body Mass Index ) নামক চার্ট ব্যাবহার করতে পারেন। আপনার উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কিনা জানার জন্য।

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত৷

জাতীয়তাঃ জন্ম সূত্রে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।

সেনাবাহিনীতে যোগদানে শিক্ষাগত যোগ্যতাঃ আপনাকে সর্বনিম্ন এসএসসি বা সমমানের পরীক্ষায় সর্বোনিম্ন জিপিএ- ৩ প্রাপ্ত হতে হবে ।

তবে মহিলা পার্থিরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে ।

যেসকল কারনে প্রার্থী অযোগ্য হবে

সেনাবাহিনী কিংবা নৌ বাহিনী এবং বিমান বাহিনী অথবা যেকোন সরকারী চাকরি হতে বরখান্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করে থাকলে।

দুই দেশের নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।

আইএসএসবি পরীক্ষায় দু’বার স্ক্রীন্ড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত (একবার স্ক্রীন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)।

যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ড প্রাপ্ত। সেনা, নৌ ও বিমান বাহিনীর মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে।

প্রতিটি পার্থীর চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সে ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন।

প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। তবে বয়স ১৮ বছর হলে এবং ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে নূন্যতম ৩ (তিন) মাস অতিবাহিত হতে হবে।

নির্বাচন পদ্ধতির প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজী, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

লিখিত পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদনের শেষ তারিখঃ ৩১শে ডিসেম্বর, ২০২১।

বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাসদর অধিদপ্তর সংরক্ষণ করে ।চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান/বাতিলের ক্ষমতা সেনা হেডকোয়ার্টার সংরক্ষণ করে।

Leave a Comment

Total Views: 423

Scroll to Top