কেড্রামা গবলিন সিরিজ রিভিউ goblin – lonely and great god

GOBLIN: ThE  LOneLy & GreaT GoD
Genre: Korean Drama Series 
ভাবছিলাম, Goblin Virus  নিয়ে কিছু লিখবো না I যেহেতু এটা ভাইরাস, অতি দ্রুত গতিতে সংক্রমণশীল I কিন্তু আবার ভাবলাম, না লিখলে মেয়েদের প্রতি অন্যায় করা হবে I কথা বলছিলাম , Goblin : The Lonely and Great God  কোরিয়ান ড্রামা সিরিয়াল নিয়ে I 
এই ২০১৭ এর ড্রামা সিরিয়াল টি কোরিয়ার মধ্যে অন্যতম Highest Rating ড্রামা সিরিজ I এই সিরিজ এ কোরিয়ান রা এতটাই মুগধ হয়েছিল যে , সিরিজ শেষের এপিসোড এ এর Audience Rating ছিল ২১.২ % I 
ড্রামার কাহিনীটি এমন , Goblin একজন GOD , যিনি বৃষ্টি , হওয়া  ও পানি নিয়ন্ত্রণ করে I এছাড়াও মানুষের জীবনের ছোট ছোট সফলতা ও ব্যার্থতায় এই দেবতার ভূমিকা থাকে I এই দেবতা Goblin (Gong Yoo) তার প্রকৃত জীবনে একজন সেনাপতি ছিলেন I  
যিনি তার রাজ্যের ষড়যন্ত্রের শিকার হন এবং তার বিশ্বস্ত প্রতিনিধি দ্বারা তলোয়ার বিদ্ধ হন I তার দেশ ও দশের জন্যে অসম বলিদানের পরেও তার প্রতি এই নির্মম অবিচার এর জন্য সৃষ্টিকর্তা তাকে Goblin (God) মনোনীত করেন I 
আর আশীর্বাদ করেন যে, তার বুকে বিদ্ধ এই তলোয়ারটি শুধুমাত্র Goblin এর বৌ বের করতে পারবে I  আর এই তলোয়ারটি বের করলে Goblin পৃথিবী থেকে জীবন মুক্তি পাবে I 
সেই থেকে দেবতা Goblin ৯৩৯ বছর ধরে অপেক্ষা করতে থাকে তার একমাত্র বৌ এর জন্য, যে তাকে মুক্ত করবে এই দীর্ঘ জীবনের আশীর্বাদ ও অভিশাপ থেকে I কাহিনীতে আরো টুইস্ট আছে পরতে পরতে তা সিরিয়াল দেখতে দেখতেই বুঝবেন i কোন ইসক্রিম এর মতোই যত খেতে থাকবেন মজা তত বাড়তে থাকবে i 
এবার আসল কোথায় আসি , কেন Goblin শুধু কোরিয়া নয় বরং চায়না, ইন্দোনেশিয়া , তাইওয়ান জুড়ে অনেক অনেক জনপ্রিয়তা পেয়েছে  ?  তার অন্যতম কারন হলো ,Gong Yoo i  Gong Yoo কে তার Height ও Look অনুযায়ী যেভাবে পুরো ড্রামা সিরিজ এ উপস্থাপন করা হয়েছে Goblin হিসাবে, 
এভাবে Gong Yoo কে তার অন্য কোনো  ফিচার ফিল্ম এ  উপস্থাপন করা হয় নি i Gong Yoo এর Height এর কারণে তাকে Coat Pant design suite, Three pieces suite, Tuxedo, Wolf fleece Jacket , Double breasted long বা trench coat এ  কিংবা Red , Off white T-shirt বা V-Neck বা Neck Cover Sweater গুলোতেও অনেক Attractive ও Cute লাগে। 
Gong Yoo কে এই ড্রামার প্রতিটা সীনে দেখলে মনে হয় , ফ্রান্স এর Fashion week এর কোনো Ramp Show দেখছি i Elegant & Stylish, Total winter Man wear Package i  এই Style Sense কোরিয়া তে পুরুষদের মধ্যে বেশ প্রভাব ফেলে। 
Goblin এর একটা Iconic sceneআছে , যেখানে Goblin এর  বৌকে সন্ত্রাসীরা ধরে নিয়ে যায় i Goblin তখন তার বন্ধু Grim Reaper কে নিয়ে নিজের বৌ কে বাঁচাতে যায় i ওই সময়কার তাদের দু জনের Long Coat পরে হেটে আসার দৃশ্য টা কোরিয়া ও Goblin Fan দের কাছে খুবই জনপ্রিয় একটা দৃশ্য 
ওই একই শট এ Goblin তলোয়ার দিয়ে একটা গাড়িকে অর্ধেক করে ফেলে , এই দৃশ্য টা আর তলোয়ার এর আঘাতে জাহাজ চুরমার করার দৃশ্যটা না দেখলে অনেক বড় কিছু মিস হয়ে যাবে 
 Goblin চরিত্র টিতে Gong Yoo  কে ভারী তরোয়াল হাতে যুদ্ধ করতে দেখবেন বীরদর্পে , আবার সেই Goblin (Gong Yoo) কেই  দেখবেন তার নিজের অভিনীত ফিল্ম Train To Busan  এর জোম্বি গুলোকে দেখে ভয় পেতে , এই  সিন্ টা দেখে বেশ  মজা পেয়েছিলাম  
ড্রামার এই Goblin কখনো নিষ্ঠুর প্রেমিক, আবার কখনো অতি লাজুক প্রেমে কাতর বালক,  ছোট ছোট কারণে অভিমান করে , আবার কখনো Goblin এর বৌ অন্য কোনো ছেলেকে নিয়ে কথা বললে হিংসা করে , Goblin দীর্ঘজীবনে বিরক্ত হয়ে মরতে চায়, আবার নিজের বৌ কে দেখলে বাঁচার জন্য ছটফট করে 
এই ড্রামাতে  Gooblin এর বৌ এর জন্য Goblin এর পাগলামি দেখলে আপনার ও মনে হবে, এমন একজন Goblin সবার জীবনে থাকলে ভালো হত i Goblin এর বৌ ( Kim- Go- Yun) এর অভিনয় এতটা Cute যে, Goblin এর মতো আপনিও প্রতি দেখাতে তার প্রেমে পরে যাবেন 
 Goblin এর মতো মনে হতে থাকবে , এতো Cute বৌ কে ছেড়ে মরবো কি  করে ? পুরো ড্রামা সিরিজ এর একমাত্র ট্রাজেডি হলো, Goblin এর বৌ, Goblin এর জীবন, Goblin এর বৌ ই,  Goblin এর মরণ 
 এই বেঁচে থাকা আর মরে যাবার মাঝখানের সময়টা আপনার হৃদয়ে অন্যরকম আবেগ ও ভালো লাগার অনুভূতি সৃষ্টি করবে i  Goblin এর Sound track কোরিয়া তে ২০১৮ সালেও টপ ৩ এর মধ্যে আছে i গান গুলো এক কথায় অসাধারণ i 
জনসাধারণকে সতর্কিকরণ : Goblin ড্রামা দেখার After Effect অনেক মারাত্মক i শুধু কোরিয়া নয়, অন্নান্য এশিয়ান দেশগুলোতে  ও Goblin সিরিয়াল শেষ করার পর এর রেশ অনেকদিন থেকে যায়, বিশেষ করে, মেয়েদের মধ্যে 
তাই নিজ দায়িত্বে দেখবেন i তার পর ও যদি Goblin বেশি মিস করেন, Gong Yoo এর আরেকটি জনপ্রিয় ড্রামা Coffee Prince দেখা শুরু করতে পারেন i  রেশ কাটাতে সাহায্য করতে পারে I

goblin – lonely and great god review in Bangla

Leave a Comment

Total Views: 338

Scroll to Top