স্পাইডার ভার্সের সিল্কের বাংলা অরিজিন Silk Bangla Origin

💥 SILK 💥 
আজ থেকে SPIDERVERSE এর বিশেষ কিছু Spider-Man Variant এর কমিক হিস্টোরি সিরিজ শুরু করলাম। যেহেতু এটা আমার সিরিজ সেহেতু এটার একটা নাম দিলাম “SPIDERFREAKIANS” ❤️ 
সবার আগে SILK কে দিয়েই শুরু করি,কারন এই ভ্যারিয়েন্টটা নিয়ে Sony অনেক আগে থেকেই একটা সিরিজ বের করবে বলা হচ্ছে

স্পাইডার ভার্সের সিল্কের বাংলা অরিজিন Silk Bangla Origin

আর mcu তেও Spider-man: Homecoming মুভিতে Tiffany Espensen Silk এর ক্যারেক্টর টা প্লে করেছে।  

history of SILK 👇🏻 
Silk এর প্রথম এ্যাপেয়ারেন্স হয়েছিলো ২০১৪ সালে আসা কমিক The Amazing Spider-man এর ইস্যু নাম্বার ১# এবং ৪# এ। 
প্রায় ১৩ বছর আগের কথা। একটি Science Exhibit হয়েছিলো যেখানে সকল স্টুডেন্ট এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছিলো। এই Science Exhibit এর মধ্যে Radioactive নিয়ে Research ও চলছিলো। বলে রাখা ভালো এটা সেই Science Exhibit যেটা আপনারা Tobey Maguire এর প্রথম Spiderman মুভিতে দেখেছিলেন।
পড়তে থাকুন বুঝে যাবেন কোন সিনটার কথা বলছি। যাই হোক Radioactive Research এর সময় ভুলবসত একটি Spider মাত্রাতিরিক্ত Radioactive এর জন্য exposed হয়ে গিয়েছিলো এবং প্রায় মরার মতোই অবস্থায় Spider টি একটি যুবক বালককে কামড় দিয়ে বসে, আর এই যুবক বালক আর কেউ নয় বরং আমাদের Peter Parker ছিলো।
আর এই Radioactive এর কামড়ের কারনেই সে বিশেষ কিছু পাওয়ার পায় এবং সুপারহিরো Spider-man এ রুপান্তর হয় যা আমরা সবাই যানি। যাই হোক সেই Radioactive Spider টি Peter Parker কে কামড় দেওয়ার পরও হালকা জীবিত অবস্থায় ছিলো এবং এটি মারা যাওয়ার আগে আরেকটি যুবতী মেয়েকে কামড় দিয়ে দেয় এবং কিন্ত্য এবার এটি ২টা কামড় দিয়েই মারা যায়।
এই মেয়েটি ছিলো Cindy Moon।  এরপর থেকে Cindy Moon এরও সব পাওয়ার চলে আসে যা Peter Parker aka Spider-man এর আছে তবে তার কিছু বিশেষ পাওয়ার আসে যা আমি Silk এর পাওয়ারের পার্টে আলোচনা করে দিবো। 
Power পাওয়ার পর অনেক কম বয়সী হওয়ার কারনে সে এসব পাওয়ারকে কন্ট্রোল করতে পারছিলো না। এর কিছুদিন পর Ezekiel নামের এক ব্যাক্তির সাথে Cindy Moon এর দেখা হয়।
এই Ezekiel মুলত Spider-man এর ভবিষ্যৎ যা অন্য universe এর। Ezekiel future থেকে অতীতে এসেছিলো Peter Parker এবং অন্যান্য Spider-man variant দের MORLUN এর ব্যপারে সাবধান করতে। Ezekiel Cindy Moon কে তার Spider-man হওয়ার প্রমান দেখা এবং Cindy কে বলে সে Cindy train করাবে কিভাবে এই পাওয়ার ব্যবহার করতে হয়।
Cindy Moon এতে রাজি হয় এরপর প্রায় ৬ বছর Training নেওয়ার পর Cindy কে পুরোপুরি ফিট করে তোলে। এরপর Ezekiel তার এখানে আসার কারন Cindy কে জানায় সে Cindy কে বলে “সামনে Morlun নামের একজন সুপারভিলেন আসবে যে কিনা সকল ইউনিভার্স এর Spider-man দের মেরে ফেলবে, সে একা নয় বরং তার পুরো ফ্যামিলিই Spider-man কে এবং এর মতো পাওয়ার যাদের আছে তাদের সবাইকেই মেরে দিবে, Morlun এতোটাই পাওয়ার যে তাকে অনেক ইউনিভার্স Spider-man মিলেও মারতে সক্ষম হবে না
এই কারনেই আমি অতীতে এসেছি এবং spider পাওয়ার যাদের আছে তাদের একটি Secret Lab এ লুকিয়ে রাখতে যেখানে Morlun তাদের খুজে পাবে না”। Cindy Moon Ezekiel এর এসব কথা শুনে অনেক ভয় পেয়ে যায় এবং সে Ezekiel এর সেই secret lab এ যেতে রাজি হয়ে যায়। Cindy Moon কে সেখানে লুকিয়ে রাখার পর Ezekiel Peter Parker এর কাছে যায় কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে গেছে এবং Morlun এই ইউনিভার্স এসে গিয়েছিলো। এরপর Spiderverse event শুরু হওয়ার ইভেন্টটা ফ্ল্যাশব্যাক হিসেবে দেখানো হয়। 
এরপর Cindy Moon এর স্টোরি Original Sins ইভেন্টে দেখানো হয়। Peter Parker aka Spider-man The Watcher’s eye এর কারনে একটি ভিশন দেখতে পায় যে যেদিন তাকে সেই Radioactive Spider টি কামড় দিয়েছিলো সেদিন সেই Spider টি আরেকটি young student কেও কামড় দিয়েছিলো এবং সেও তার মতো পাওয়ার পেয়েছিলো 
এবং সে যে এখন একটা ফ্যাছিলিটি ল্যাবে আটকে আছে সেটাও দেখতে পায়। এটি দেখার পর Spider-Man খুজতে শুরু করে দেয় সেই ল্যাবটিকে এবং একটা সময় সে সেই ল্যাবটিকে খুজেও পায়, সে যখন এটি খুলতেই যাবে তখন সে Ezekiel এর একটি Video Recording পায় যেটিতে সে বলেছিলো “Peter তুমি যখন এই ভিডিও টি দেখছো ততক্ষনে আমি মারা গেছি
তবে আমার আফসোস নেই কারন আমি তোমাকে বাচাতে পেরেছি, কিন্তু শুধু তোমাকে নয় আমি আরেকজনকেও বাচিয়ে রেখেছি যার পাওয়ার তোমার মতই আর সে কেউ নয় বরং Cindy Moon, আর আমি চাই তোমরা ভবিষ্যতে আসা বিপদ একসাথে মোকাবেলা করো”।
 Recording শেষ হওয়ার পর পরই Facilities টির দরজা আপনা আপনি খুলে যায়, কিন্তু Cindy Moon ভয়ে বের হচ্ছিলো না  সে বারবার বলতে থাকে Morlun আসবে এবং আমাকে মেরে দিবে আমি বের হবো না। Peter Parker তাকে বলে সে Morlun কে মেরে দিয়েছে এখন আর কোনো ভয় নেই।  এটা শোনার পর Cindy Moon অনেক খুশি হয়ে যায় এবং সে New York City অনেক বছর পর দেখতে বের হবে চিন্তা করে কিন্তু Spider-man বলে তুমি একজন সুপারহিরো তাই তোমারও আমার মতো আইডেন্টিটি  লুকিয়ে রাখা উচিত।
এটা শুনে Cindy Moon তার Web ব্যবহার করে একটি Web Costume বানিয়ে নেয়। Spider-Man তাকে বলে ” বাহ ইউনিক একটা কস্টিউমস বানিয়েছো Cindy “।  তখন Cindy বলে আমাকে Cindy নয় বরং SILK ডাকো।  আর এভাবেই সে তার নিজের আইডেন্টিটি Silk হিসেবে তুলে ধরে। এরপর তারা ২জনই একসাথে hangout করতে শুরু করে
কিন্তু Cindy Moon এর Spider-Sense tickling করতে থাকে, এবং সে বুঝতে পেরে যায় Morlun এখনো বেচে আছে এবং সে পরে আবার ফিরে আসবে, আর এই কারনে সে Spider-man এর রাগ করে তাকে আক্রমণ করে দেয়। কিন্তু এক পর্যায়ে সে Spider-man কে না মেরে বরং কিস করতে শুরু করে এবং এক পর্যায়ে তাদের মধে Tapatap ও সম্পন্ন হয়ে যায়৷ 
আসলে এটা হওয়ার কারন হচ্ছে তাদের দুইজনকে যে প্রজাতির spider কামড় দিয়েছিলো সেই প্রজাতির পুরুষ ও মহিলা spider একসাথে হলে তাদের মধ্যে tapatap হবেই এতে তাদের কারও নিজের মধ্যে কন্ট্রোল থাকবে না আর এটাই কারন Spider-man & Silk ফাইট করার সময় হঠাৎ tapatap হওয়ার কারন৷ এর কিছুদিন পর যখন তারা hangout করছিলো তখন তাদের উপর Black Cat এবং Electro আক্রমণ করে দেয়। 
Electro এর lighting Bolt Silk তার “hyper Spider-speed & senses” এর জন্য dodge করে নেয় কিন্তু Spider-man এটি পারেনা এবং সে lighting bolts এর কারনে senseless হয়ে যায়। এরপর Black Cat Live Tv তে Spiderman এর mask খুলে তার চেহারা সবাইকে দেখাতেই যাবে তখনই J.Jonah Jameson সেই ক্যামেড়াকে কভার করে ফেলে এবং এই সময়টাতে Silk তার web দিয়ে একটি temporary mask Spider-Man কে বানিয়ে দেয় এবং তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
এরপর তারা আবার যখন ফাইট করতে যাবে তার আগে Silk Spider-Man কে কিছু Electro Insulated web দিয়ে কভার আপ করে দেয় যেনো electro এর lighting bolt এ তার কিছু না হয়। এরপর তারা আবার black cat & electro এর সাথে ফাইট কর‍তে যায়। এবার Black Cat এর একটি machine ব্যবহার করার কারনে Electro এর পাওয়ার out of control হয়ে যায় এবং সে একটি helicopter এর সাথে হিট করে
Silk এরপর তার Web দিয়ে সেই helicopter টিকে crash হওয়া থেকে বাচিয়ে নেয়। এরপর Electro তার পাওয়ার এর উপর কন্ট্রোল করতে না পেরে Silk & Spiderman এর কাছে হেরে যায় অন্যদিকে Black Cat পালিয়ে যায়। এরপর অনেক ইভেন্টে Silk Spider-man এর সাথে ফাইট করেছে, Spiderverse এও Silk এর major কিছু ইভেন্ট ছিলো। 
Power of SILK 👇🏻 
Peter Parker aka Spider-man এর যেসব পাওয়ার আছে সব পাওয়ারই Silk এর আছে মানে Superhuman Strength, Speed, Agility, Reflexes, agility, Walls crawling, spider-sense.  এছাড়াও Silk Master Hand-to-hand combat এও পারদর্শী। তবে Silk এর spider-sense Peter Parker এর spider-sense এর চেয়েও অনেক strong এবং এটির নাম দেওয়া হয়েছে Silk-Sense। 
এছাড়াও Silk Spider-man এর চেয়েও অনেক বেশি ফাস্ট সে এতো ফাস্ট যেটিকে Hyper Spider-speed senses বলা হয়েছে। তবে Strength এর দিক থেকে Silk Spider-man এর থেকে একটু weak. Silk এর Web Organic মানে তার Web shot করতে কোনো Artificial Web Shooter লাগে না তার organ থেকেই Web বের হয় অন্যদিকে Spider-man কে Artificial Web Shooter ব্যবহার করতে হয়

আর Silk Web shot করে থাকে তার প্রত্যেক আঙুল থেকে মানে সে তার দশ আঙুল থেকেই Web shoot করতে পারে এবং তার Web গুলা Spider-Man এর Web এর চেয়েও মজবুত এবং তার এই web Electro Isolated হিসেবেও ব্যবহার করা যায়। এছাড়াও Silk এর Eidetic Memory এর পাওয়ারও আছে মানে সে কোনকিছু একবার দেখলে সেটি যেটাই হোক সারাজীবনই তার মনে থাকবে।  

এটাই ছিলো Cindy Moon aka Silk এর কমিক হিস্টোরি এবং তার পাওয়ার।

Leave a Comment

Total Views: 356

Scroll to Top