শামশেরা মুভি রিভিউ – Shamshera Movie Review

হাই স্কেলের একশন, কমেডি, রোমান্স, ড্রামা সবকিছুর কম্বিনেশনে এই ট্রেইলার একটা ভালো সিনেমা আসার ইঙ্গিত দিচ্ছে।
প্রথেমেই বলি ডিরেক্টর করন মালহোত্রার কথা। উনি মাই নেম ইজ খান, যোধা আকবরের মতো সিনেমা তৈরি করেছেন।

শামশেরা মুভি রিভিউ
(image credit: YRF)

তার কাছে এরকম একটা পিরিয়ড ড্রামার প্রজেক্ট পড়াটা বলিউডের জন্য স্বস্তির ব্যাপার। 
Shamshera trailer promises a high-scale period drama.
ভিক্রমের পর ভেবেছিলাম সাউথ ইন্ডিয়ান হাই স্কেলের মুভি আসবেনা। তবে ভিক্রান্ত রোনা আবার অন্য কথা বলছে। এদিকে এখন হিন্দিতে শামসের ও তেমনই ইঙ্গিত দিচ্ছে। এ বছরটা বক্স অফিসের জন্য স্মরণীয় হয়ে থাকবে মনে হচ্ছে!
এখানে শামসের, যে কিনা এক ডাকাত। নামটা অবশ্য এখন ভারতে কিংবদন্তিতে পরিণত।

তো তার গল্প শুধু লুটপাটে সীমাবদ্ধ থাকবেনা বরং ব্রিটিশ বিরোধী কাজে তাকে দেখা যাবে এবং স্বাধীনতাকামী হিসেবে দেখা যাবে। যে ক্যারেক্টর প্লে করছে রনভীর। 

আর সে এখানে প্রতিপক্ষের মধ্যে বড় এক বাঁধা হিসেবে পাবে সিধু সিং যে ক্যারেক্টর প্লে করছে সঞ্জয় দত্ত। বাণী কাপুরের ক্যারেক্টরটা বোঝার উপায় নেই। গল্পটা ইন্টারেস্টিং। তো এখানে সঞ্জয়ের কথা আলাদাভাবে বলতে হয়। 
যতবারই ভিলেন রূপে আসছে ততবারই চমকে দিয়েছে সঞ্জয়। এখানেও আমার ফোকাস তাই তার দিকে বেশি। রনভীরকে রোমান্টিক জনরাতে দেখে আসছে অডিয়েন্স। সেই তকমা ভেঙ্গে কি করে সেটা দেখবার বিষয়। 
 RRR এ রাজামৌলি ব্রিটিশ বিরোধী একটা গল্পকে হলে দেখার উপযোগী করে সাজান একশন সিক্যুয়েন্স দিয়ে এবং স্টোরি প্রেজেন্টেশনের দিক দিয়ে। যতোই একশনগুলো অবাস্তব লাগুক এগুলো হল এক্সপেরিয়েন্সের জন্য দারুণ।
সেইম মেথড এখানেও এপ্লাই হচ্ছে মনে হচ্ছে। সিনেমাহল এক্সপেরিয়েন্সের জন্য বেশ ভালো একটা গল্প হয়তো আসছে। ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর, একশন, ইন্টারেস্টিং গল্প এগুলো যথেষ্ট একটা সিনেমাকে সফলতা দিতে।

Shamshera Movie Review in Bengali

তবে একটা ব্যাপারে বেশ কথা উঠেছে। রনভীর দুটো ক্যারেক্টর প্লে করতেছে। তবে এ জিনিসটা এতো তাড়াতাড়ি রিভিল না করলেই পারতো।

এছাড়াও প্রমোশনেও অনেক দেরিতে নামছে। যেখানে রিলেজের সময় ঘনিয়েই আসছে। 

অগ্রীম হাইপ যেহেতু থাকার সুযোগ করে দেয়নি সেহেতু এখন বড়সড় একটা প্রমোশন অবশ্যই প্রয়োজন।

Leave a Comment

Total Views: 369

Scroll to Top