মুজিব মুভি রিভিউ – Mujib making of nation movie review

কেমন ছিল “Mujib- The making of a nation” এর ট্রেলার!?

একটু আগেই শ্যাম বেনেগাল পরিচালিত “Mujib- The making of a nation” সিনেমার অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয়েছে।
ট্রেলারটা যথেষ্ট ভালো হয়েছে এবং গতানুগতিক অনেক ট্রেলারের চেয়ে অন্যরকম ছিল। আরিফিন শুভকে বঙ্গবন্ধু শেখ মুজিবের রোলে কতটা মানাবে তা নিয়ে আমি একটু সংশয়ে ছিলাম।
কিন্তু সংশয় কেটে গিয়েছে। এমনকি ট্রেলার দেখে মনে হলো যে, কাস্টিংটাও দারুন হয়েছে। স্পেশালি দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের রোলে রিয়াজকে দারুন মানিয়েছে। ট্রেলার দেখে সিনেমার কালার টোন সম্পর্কে ভালো আইডিয়া পেলাম।
সেটা যথেষ্ট সুন্দর ছিল। যাইহোক ট্রেলারটা ভালোভাবেই কেটেছে। ট্রেলারের লেংথটাও কম ছিল; যেটা সাধারণত বাংলাদেশি সিনেমার ট্রেলারের ক্ষেত্রে দেখা যায় না।
 তবে প্লেন ধ্বংস হয়ে নিচে পড়ে যাবার ভিএফেক্সটা রিয়েলেস্টিক লাগেনি। ট্রেলারে এই ব্যাপারটাই শুধুমাত্র ভালো লাগেনি। তবে সব মিলিয়ে ভালোই হয়েছে।
যাইহোক, ট্রেলারের মত সিনেমাটাও সুন্দর হবে; সেই প্রত্যাশাই রইলো।
Mujib – The Making Of a Nation
বঙ্গবন্ধুর বায়োপিকের অফিশিয়াল টিজার চলে এসেছে। মুভির বাজেট অনেক বেশি কিন্তুু আশানুরূপ হলো না। 
মুজিব মুভি রিভিউ

বিশেষ করে প্লেনের ফাইট সিন। আশা করি সিনেমাটি রিলিজের আগে ভিএফএক্সের কাজ আরও ভালো করে ফিনিশ করবে।
দেখা যাক মুভিটা কেমন হয়।
Official Teaser Link –
খারাপ রিভিউ দেখে দেখতে গেলাম ট্রেইলার।
তো কথা হলো এই সিনেমার ঘোষণা আসার পর থেকে এক দল বলতেছিলো শুভ কে একদম মানাবে না বঙ্গবন্ধু রোলে।
তার পর শুভোর লুক আসলো সবার ভালো লাগল শুভকে মানিয়েছে।
এখন যারা প্রথমে বলেছে শুভকে মানাবেনা এমন তেমন তাদের মুখ চুপ ছিলো কারন তার লুক ভালো ছিলো।
এখন কথা হলো ট্রেইলার আসলো কিছু দিক খারাপ ছিলো সব মুভির বেলায় হয়। একেতো শুভকে এক দল দেখতে পারে না। তার উপর বঙ্গবন্ধুকে নিয়ে তাই দলাদলি নিয়ে খারাপ বলবেই হোক ভালো খারাপ।
তো ট্রেইলার বাংলাদেশ হিসেবে যথেষ্ট ভালো, তবে অনেকর কথা অনুযায়ী ভারত ছিলো তাহলে খারাপ হবে কেনো।
এখানে কথা থাকতে পারে VFX নিয়ে আসলেই এটা খারাপ হয়েছে বলতেই হবে বিশেষ করে প্লেনের সিন গুলো চোখে লাগার মতো ছিলো।
এছাড়া ক্যামেরার কাজ ছিলো ভালো দেখলে মনে হবে বাংলা সিনেমায় এমন ক্যামেরার কাজ হয় না।
এখন শুভ কথায় আসলে কিছু যায়গায় তার কন্ঠ লো ছিলো তবে অনেক জায়গায় ভালো বলতে হবে। এমন চরিত্র করছে প্রেশার থাকবেই তার পর ও ভালো চেস্ট ছিলো শুভর।
লাষ্টের একটা ডায়ালগ নিয়ে অনেকে অনেক কথা বলছে বলাটাই স্বাভাবিক আমি নিজেও বলি বলবো।কিন্তু তখন কার হিসেব এখন করলে হবে, তখন কি ইন্ডিয়া সাহায্য করে নাই?
বাংলাদেশ কে বঙ্গবন্ধু কি তাদের সাহায্য নেই নি, তাদের নিয়ে খারাপ বলছে বঙ্গবন্ধু। এটা অস্বীকার করার কোন সুযোগ আছে কি স্বাধীনতায় ভারত বাংলা দেশ কে সাহায্য করে নাই।
যদি এর রেটিং করতে হয় তাহলে আমি ৬/১০ দিবো।
কারন খারাপ কিছু দিক আছে আর এমন মুভি গুলোর বেলায় ১০০% কখনোই আসবে না।
Mujib: The Making of a Nation
কিছুক্ষণ আগে মুক্তি পেল এর প্রথম ট্রেইলার, তা নিয়ে কিছু কথা ।
বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের মুভি, বাজেট প্রায় 40 কোটি টাকা, নামকরা সকল বড় বড় অভিনেতার জয়জয়কার, পরিচালক সহ কলাকুশলীরা সব ভারতের । তাই সকলের এক্সপেক্টেশন ছিল অনেক ।
কিন্তু প্রথম ট্রেলার মুক্তির পরই সব যেন গুড়ে বালি, গুটি কয়েক জনের কাছে ভালো লাগলেও kgf, RRR এর যুগে এসে এরকম ট্রেইলার বড়ই হাস্যকর ।
ট্রেইলারের কিছু জিনিস খুবই খারাপভাবে চোখে লেগেছে :-
১/ আরেফিন শুভর এক্সপ্রেশন । ট্রেইলার দেখে মনে হল, আরেফিন শুভ মিশন এক্সট্রিমে যতটুকু মনোযোগ দিয়ে অভিনয় করার চেষ্টা করেছিল, এখানে মনোযোগ ততটুকুই কম ছিল, আর ডায়লগ ডেলিভারির কথা কি আর বলব, আরিফিন শুভর সাথে কোনভাবেই যেন বঙ্গবন্ধুর ডায়ালগ মেলানো যাচ্ছিল না । অভিনয় অভিনয় একটা ভাব রয়েই গেছে, এখানে উচিত ছিল ভালো একজন ভয়েস আর্টিস্ট দিয়ে ভয়েস কভার করা ।
২/ মুভি বানাচ্ছেন আপনি 1971 সাল কেন্দ্র করে , অথচ ছেলেদের হেয়ার কাট দিয়েছেন 2020 সালের 🙁
৩/ মিছিলের মধ্যে গুলি করা হচ্ছে, ভাই গুলি খেয়ে মানুষ পিছনের দিকে পড়ে যায় , অথচ এখানে গুলি খেয়ে সামনে পরে যাচ্ছে । আর গুলির ব্লাড দেখে মনে হচ্ছে ইউটিউব থেকে “গ্রিন স্কিন ব্লাড ” ডাউনলোড করে এডিট করে লাগিয়ে দিয়েছে 😢
৪/ একজন নেতা ভাষণ দিচ্ছে অথচ চারপাশের মানুষ একদম মূর্তির মত বসে আছে🤔 বিন্দু পরিমাণ নড়াচড়া নেই 🙄মানে এডিটর কোন অ্যাপ দিয়ে এডিট করেছে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে 😒
∆∆এর পরবর্তী জিনিসগুলো নিয়ে তো আর কিছু বলার নেই, এডিট দেখলে যা বোঝা যায় , কোন রকম মোবাইলে এডিট করে ট্রেইলার বানিয়ে ফেলা হয়েছে । এত বড় একটা বাজেটের মুভি অথচ ট্রেলার টা পুরাই হতাশ করল 😢
আশা করি মূল মুভিতে এই সমস্ত জিনিস থাকবে না, মেকিং আরো সুন্দর হবে ।
অনেক অনেক শুভকামনা রইল Mujib: The Making of a Nation টিমের জন্য ।
লিখেছেনঃ মুস্তাফিজুর রহমান খান ( ফেসবুকঃ সিনেমাবাজ গ্রুপ মেম্বার)
@খুব তাড়াতাড়ি বিস্তারিত আরও তথ্য আপডেট করা হবে।

Leave a Comment

Total Views: 421

Scroll to Top